|
Madhuri with Ranbir |
নারী কেন্দ্রিক ‘দেড় ইস্কিয়া’ চলচ্চিত্রটির অন্যতম প্রধান চরিত্রের অভিনেত্রী মাধুরী দীক্ষিত চলচ্চিত্রটির প্রচার অনুষ্ঠানে বললেন, পুরো পৃথিবীই পুরুষ সমাজ দ্বারা শাসিত আর নিজের অস্তিত্ব কিভাবে জানান দিবে সেই ব্যাপারটি মেয়েদের উপরিই নির্ভর করে।
বিয়ের পর চলচ্চিত্র জগতে নায়িকাদের সুযোগ কমে যাওয়া এবং আদৌ বলিউড পুরুষতান্ত্রিক কিনা? এ প্রসঙ্গে তিনি বলেন,“শুধুমাত্র বলিউডই নয় পুরো ভূখণ্ডই পুরুষদের দ্বারা নিয়ন্ত্রিত।”
তবে এর ব্যতিক্রমও হতে পারে, কিন্তু মেয়েটিকে তার অস্তিত্বকে জানান দেয়ার জন্য প্রতিনিয়ত সংঘর্ষ করতে হয়। নিজেকে প্রমাণ করার জন্য একজ পুরুষের থেকে দ্বিগুণ কষ্টের কাজ করতে হয়। এবং এটাই জীবনের বাস্তবতা। এভাবেই বলেন মাধুরী।
‘দিল’ ‘বেটা’ এবং ‘দিল তো পাগল হে’ চলচ্চিত্রের নায়িকা যোগ করে বলেন, অথচ এতো কষ্টের পর যেটুকুই পায় তাই সন্তোষজনক।
মাধুরী দীক্ষিতের ছয় বছরের চলচ্চিত্র জীবনে পুরদস্তুর নারী কেন্দ্রিক চরিত্রে এবারই প্রথম অভিনয় করলেন ‘দেড় ইস্কিয়া’র মাধ্যমে।এই চলচ্চিত্রের মাধ্যমে এবারই প্রথম নাসিরুদ্দিন শাহের বিপরীতে অভিনয় করলেন মাধুরী।
নাসির উদ্দিন শাহ সম্পর্কে মাধুরী বলেন, এটা আসলে তেমন চ্যালেঙ্গিং ছিল না কারণ তিনি অসম্ভব খোশ মেজাজের লোক এবং একই সাথে বিস্ময়কর অভিনেতা। এছাড়া প্রত্যেকটি দৃশ্য এতো সুন্দর করে লেখা যে প্রত্যেকটি চরিত্র ভালো লাগতে বাঁধ্য।
মাধুরী দীক্ষিত, নাসিরুদ্দিন শাহ, আরশাদ ওয়ার্সি এবং হুমা কুরাইশি অভিনীত ‘দেড় ইস্কিয়া’ ২০১৪ এর জানুয়ারি মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
৪৬ বছর বয়সী এই অভিনেত্রীর সৌন্দর্যের রহস্য সম্পর্কে জানতে চাইলেদুই সন্তানের জননী বলেন, শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতাই এর মূল রহস্য। এটার উপরে আর কোন রহস্য নেই। আমার খাদ্যাভ্যাস, জীবনযাপন এবং আমার কোন বাজে অভ্যাস নেই। যা ফুটে উঠে আমার সৌন্দর্য হিসেবে। সূত্র: ইন্ডিয়া টুডে
- See more at:
TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla
khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor,
newspaper, bangladeshi news,
Heisman, Foot Locker, Sandy Hook, Khloe Kardashian, Victoria's
Secret Fashion Show, Lakers,Uruguay,Vs
Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot,
suny leon, Ethan Couch, sexy-wallpapers, Army Navy Game, Maurice Clarett, Cody
Walker, Khloe Kardashian, entertainment news, Hollywood,
actress, Bollywood, Hot, Sexy, Madhuri, Ranbir, Bollywood superstars,