Wednesday, December 18, 2013

বাংলাদেশি ছবিতে আনুশকার আইটেম সং


Anuska sharma hot
প্রথমবারের মতো আইটেম গানে নাচছেন বলিউডের সময়ের হট নায়িকা আনুশকা শর্মা। তবে ভারতের কোন ছবিতে নয়। তিনি নাচবেন বাংলাদেশের একটি ছবিতে। আর এই নাচে তার সঙ্গে পারফরমেন্স করবেন বাংলাদেশের নায়ক জায়েদ খান। ছবির নাম ‘প্রেম করবো তোমার সাথে’।

ছবিটি পরিচালনা করছেন একাধিক ব্যবসাসফল ছবির পরিচালক রকিবুল আলম রাকিব। এরই মধ্যে ছবির প্রযোজক তাকে ছবিতে অভিনয়ের জন্য চুক্তি করিয়েছেন বলে জানিয়েছেন পরিচালক রকিবুল আলম রাকিব। তিনি বলেন, আমার প্রযোজক আমেরিকায় থাকেন। তার সঙ্গে ভারতের অনেক শিল্পীর সঙ্গে ভাল যোগাযোগ আমি পূর্বেই দেখেছি।

সেই ভাবনা থেকে আইটেম গান কাকে দিয়ে করাবো- এমন ভাবনায় তিনি আমাকে কাস্টিংয়ের বিষয়ে সহযোগিতা করেছেন। তিনিই আনুশকাকে কনফার্ম করে আমাকে জানিয়েছেন। ‘অবুঝ শয়তান’ শিরোনামে গানের কথা লিখেছেন জাহিদ আকবর এবং সুর ও সঙ্গীত পরিচালনা করছেন তানভীর তারেক। ‘দেহেরই ভিতরে উছলে পড়ে টান, চুমুকে চুমুকে করে নে পান’- এমন কথার গানটিতে কণ্ঠ দিচ্ছেন ডলি সায়ন্তনী ও রাশেদ।

পার্টি গান হিসেবে এটি চিত্রায়ণ করা হবে বলে জানিয়েছেন ছবির পরিচালক রাকিব। জায়েদ খান বলেন, সত্যিই অবাক হওয়ার মতো। ছবির প্রযোজকের এ ইচ্ছাকে স্বাগত জানানো উচিত। নিজের দেশের শিল্পীদের পাশাপাশি বাইরের শিল্পীদের এই দেশে এসে পারফর্ম করাটা দর্শকের জন্যও নতুনত্ব বয়ে আনবে। তেমনি সেই নতুনত্বের শরিক হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে।

জানা যায়, ‘অবুঝ শয়তান’-এর গানটিতে আরও পারফর্ম করবেন মিশা সওদাগর, ডনসহ প্রায় একশ’ শিল্পী। এছাড়া ‘প্রেম করবো তোমার সাথে’ ছবিতে আরও অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, মম, কাবিলাসহ অনেকে। ১৫ই জানুয়ারি মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে ছবির শুটিং শুরু হবে।
- See more at:



TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,
Sandy Hook, Khloe Kardashian, Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, sunny leone, music, singer, Item song, Bangla Item song, Bangla music, Anuska Sharma, music video, hot bollwood actress,

Tuesday, December 17, 2013

সুখের খোঁজে শখ

Bangladeshi model Sakh
ভালো নেই জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। সুখের সন্ধ্যানে নেমেছেন তিনি। যে করেই হোক সুখ চাই তার। সুখ খুঁজতে গিয়ে অবশেষে প্রিয় মানুষের কাছে ফিরে এসেছেন তিনি।

এরকম একটি গল্পের নাটকে সম্প্রতি অভিনয় করেছেন শখ। রুদ্র মাহফুজের রচনায় নাটকের নাম ‘ভালোবাসার কাছে ফেরা’। নাটকটি পরিচালনা করেছেন বিইউ শুভ। শখ ছাড়া এতে অভিনয় করেছেন চলচ্চিত্রাভিনেত্রী চম্পা, আরফান নিশো, রাশেদ শুভসহ আরও অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ধানমণ্ডি, মিরপুর ডিওএইচএস, বারিধারা, গুলশান ও টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়িতে সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে।

শখ বলেন, এখানে নীলা নামের এক তরুণীর ভূমিকায় আমি অভিনয় করেছি। দাম্পত্য জীবনে সুখের অন্বেষণে কী করে একটি মেয়ে তার স্বামীর অনাদর-অবহেলায় অন্য কারও বাহুতে আশ্রয় খুোঁজে এবং পরবর্তী সময়ে ভুলের মাশুল গুনে ফিরে আসে, তা দেখানো হয়েছে এ নাটকের গল্পে।
- See more at:



TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,google,
Armaan KohliIndia, Érica Fontes, Robin Hood Disney, hasil drawing liga champion, Homeland, Érica Fontes, Beyonce,
Playboy Magazine, Shahira Ireen, model, hot mode, Bangladeshi hot model, Sakh,

প্লেবয় ম্যাগাজিনে বাংলাদেশী সুন্দরী!


Sahira-Playboy Magazine
এবার প্লেবয় ম্যাগাজিনে জায়গা করে নিলেন বাংলাদেশী বংশোদ্ভূত আইরিশ যুবতী শাহিরা বেরি। তিনি প্লেবয়ের ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন একেবারে বিবস্ত্র হয়ে। প্লেবয়ে তা ছাপা হওয়ার আগেই ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, ২১ বছর বয়সী এ সুন্দরী প্রথমে স্বল্প বসনে মডেলিং করলেও প্লেবয়ের জন্য ক্যামেরার সামনে বিবস্ত্র হতে একেবারে রাজি ছিলেন না। তার চেয়ে বড় কথা তার পরিবার তাতে সায় দেয়নি। তাই হিউ হেফনারের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন শাহিরা। কিন্তু কোন কোন মিডিয়া খবর দিয়েছে তিনি রাজি হয়ে গেছেন প্লেবয়ের প্রস্তাবে।

সম্প্রতি তিনি সফর করেছেন প্লেবয় ম্যানসনে। পার্টি করেছেন। প্রস্তাব ফিরিয়ে দিলে কি হবে! তার মনে গেঁথে গেছে প্লেবয়ের ওই বুড়ো প্রেমিক হিউ হেফনারকে। তাই তো এ মাসের শুরুতে তিনি লস অ্যানজেলেস ঘুরতে যান।

সেখানে গিয়েই প্লেবয় ম্যানসনে ঢুঁ মারতে ভুল করেন নি শাহিরা। হিউ হেফনারকে দেখার পর তার মন্তব্য, আমি এত লাভলি মানুষ কখনো দেখিনি। প্লেবয়ের পার্টি মানেই যে কেউ বুঝে নেন অন্যকিছু রগরগে পার্টি। দামী মদ আর সুন্দরীদের হাঁট। স্বল্পবসনা নারীর এলোমেলো চলাফেরা। উদ্দাম নাচ। সুইমিং পুলে ভালোবাসায় বিভোর থাকা। কিন্তু হিউ হেফনারের দেয়া নৈশভোজে তেমন রগরগে কোনো ঘটনা ছিল না। ওই রাতে গার্লফ্রেন্ডদের সঙ্গে মজা করতে হাজির ছিলেন তিনি নিজে।

এ বছরের ১৪ই মে আয়ারল্যান্ডের অনলাইন পত্রিকা ‘দ্য কোন্যাচট্ সেন্টেনিয়াল’ তাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, শাহিরার বসবাস আয়ারল্যান্ডের গ্যালওয়েতে। তাকে প্লেবয়ের জন্য পোজ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু তিনি সম্পূর্ণ নগ্ন হয়ে ছবির পোজ দিতে রাজি নন তিনি। বলেছেন, এমন পোজ দেয়াতে তার আগ্রহ নেই। হিউ হেফনারের প্লেবয় ম্যাগাজিনের জন্য মডেল যারা নির্বাচন করেন তাদের প্রধান স্যাম রিমা প্রস্তাব পাঠান শাহিরাকে। এরপরপরই আয়ারল্যান্ডের একটি ম্যাগাজিনে খবর প্রকাশিত হয় যে, তিনি প্লেবয়ের প্রস্তাবে রাজি হয়েছেন।
- See more at:



TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,google,
Armaan KohliIndia, Érica Fontes, Robin Hood Disney, hasil drawing liga champion, Homeland, Érica Fontes, Beyonce,
Playboy Magazine, Shahira Ireen, model, hot mode, Bangladeshi hot model,

ভাঙ্গনের সুর সাহারার সংসারে

Sahara
 ভেঙ্গে যাচ্ছে চিত্রনায়িকা সাহারার সংসার। এ খবর নিশ্চিত করেছে সাহারার ঘনিষ্ঠ একটি সূত্র। চিত্র প্রযোজক মণিরকে চলতি বছরের প্রথম দিকে সাহারা বিয়ে করেন। প্রথম দিকে যদিও একে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন এই নায়িকা। পরবর্তীতে স্বীকার করে ঘর সংসার করার জন্য চলচ্চিত্র জগতকে এক রকম অনানুষ্ঠানিক বিদায়ও জানান তিনি।

উল্লেখ্য, সম্প্রতি শাবনূরের গোপন প্রেম-বিয়ে ও অনাগত সন্তানের খবর বিব্রতকর অবস্থায় ফেলেছে ঢালিউডকে। শাবনূরের পথ ধরে চলচ্চিত্রের উঠতি নায়িকা আঁচল ১২.১২.১২ তারিখে বিয়ে করেছিলেন চলচ্চিত্র প্রযোজক জুয়েলকে। কিন্তু বরাবরই এই গোপন বিয়ের কথা অস্বীকার করেন তিনি। এর ফলও ভালো হয়নি। চলতি বছরের ১৪ এপ্রিল অর্থাৎ বাংলা নববর্ষের দিন বিয়ে বিচেছদ ঘটে তাদের। এ কথা আঁচলের মা নিজেই জানিয়েছেন।

এদিকে আঁচলের পথে হাঁটছেন তার সিনিয়র নায়িকা সাহারা। চলতি বছর এই নায়িকা ‘ঢাকা টু বোম্বে’ চলচ্চিত্রে কাজ করতে গিয়ে এর প্রযোজক মনিরকে গোপনে বিয়ে করেন এবং চলচ্চিত্রকে এক রকম বিদায় জানিয়ে সংসার শুরু করেন। যদিও এ খবর বারে বারে অস্বীকার করছেন তিনি।

কিন্তু সর্বশেষ খবর হলো সাহারা-মনিরের দাম্পত্য সম্পর্কে ভাঙ্গন ধরেছে। যে কোনো মুহূর্তে স্বামী-সংসার ছেড়ে আবার রুপালি পর্দায় ফিরতে পারেন এক সময়ের জনপ্রিয় এ নায়িকা।
- See more at:



TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,google,
Armaan KohliIndia, Érica Fontes, Robin Hood Disney, hasil drawing liga champion, Homeland, Érica Fontes, Beyonce,
Sahara,

পরকীয়ায় মজেছেন শুভশ্রী!

Subhashree
পরকীয়ায় মজেছেন টালিউড সুন্দরী শুভশ্রী। অঙ্কুশের সঙ্গে তাঁর বিয়ে হয়ে গেলেও সাইমনকে ভালবাসেন তিনি। অঙ্কুশ যদিও তাঁকে ভালবাসেন মনপ্রাণ দিয়েই। তবে শুধুমাত্র সামাজিক চাপে পড়ে শুভশ্রী বাঁধ্য হন অঙ্কুশকে বিয়ে করতে। তাই কখনওই মন দিতে পারেননি নিজের স্বামীকে। বিয়ের পরও প্রেমিকের জন্য তাঁর সেই মন কেমন থেকেই যায়, অনেকটা রাধার মতো। সাইমনের চেষ্টায় অঙ্কুশের চোখের আড়ালে আবার আগের মতনই প্রেম চালিয়ে যেতে থাকেন শুভশ্রী-সাইমন। যদিও অঙ্কুশ তা ক’দিনের মধ্যেই টের পেয়ে যান।

আর তার পর? শুভশ্রীর স্বামী অঙ্কুশ মেনে নিতে পারবেন তো বিষয়টা? শুভশ্রীই বা কীভাবে সামলাবেন স্বামী, প্রেমিক দু’জনকেই? প্রেমিকের হাত ধরে স্বামীর ঘর ছেড়ে কি বেরিয়ে পড়বেন তিনি? নাকি থেকে যাবেন অঙ্কুশের সঙ্গেই?

পরিচালক অশোক পাতির আগামী ছবি ‘আমি শুধু চেয়েছি তোমাকে’-তে উঠে আসে এমনই সব প্রশ্ন। তা ছবির গল্পের সঙ্গে অনেকটা সঞ্জয় লীলা বনশালীর ‘হাম দিল দে চুকে সনম’-এর মিল পাচ্ছেন কি? একথা যদিও মানতে একেবারেই নারাজ পরিচালক অশোক পাতি। তাঁর মতে ‘ছবিটা দেখলে তবেই বুঝবেন যে এটি বনশালীর ছবির চেয়ে একেবারেই আলাদা’। এখানে থাকবে অনেকগুলো অপ্রত্যাশিত ঘটনা।

জানা গেছে, ছবির শ্যুটিং শুরু হবে ডিসেম্বরের ২১ তারিখ থেকে। প্রথম পনেরো দিন দার্জিলিং-এ হলেও বাকি শ্যুটিংটা হবে বাংলাদেশে। সুতরাং শুধু এদেশের নয় বাংলাদেশের অনেক অভিনেতা অভিনেত্রীরাও নাকি থাকছেন ছবিতে। সব দিক ঠিক থাকলে আগামী বছর এপ্রিলের মধ্যেই দেখতে পারবেন শুভশ্রী-অঙ্কুশ জুটির প্রথম ছবি ‘আমি শুধু চেয়েছি তোমাকে’। এর আগেও অশোক পাতির উড়িয়া ছবি ‘মোতে তা লাভ হেলারে’-তে অভিনয় করতে দেখা গেছিল শুভশ্রীকে। আর ‘আমি শুধু চেয়েছি তোমাকে’-তে আরও একবার ত্রিকোণ প্রেমের বেড়াজালে আটকা পড়তে চলেছেন নায়িকা।

শোনা যাচ্ছে, ছবির গান গাওয়ার প্রস্তাব নাকি গেছে ‘আশিকি-২’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘বোঝে না সে বোঝে না’ খ্যাত গায়ক অরিজিৎ সিং-এর কাছে। আর সেটাও নিঃসন্দেহে একটা বড় পাওনা।
- See more at: 

Shubhashree Dev




TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,google,
Armaan KohliIndia, Érica Fontes, Robin Hood Disney, hasil drawing liga champion, Homeland, Érica Fontes, Beyonce,
actress subhashree hot, Subhashree hot, Suvashree, actrees, Heroine,