Wednesday, December 18, 2013

বলিউড তারকাদের বিবাহ অতঃপর বিচ্ছেদ বিষয়ে খুটিনাটি

Bollywood super star couples
বলিউডে ঋত্বিক-সুজান। টলিউডে শ্রাবন্তী-রাজিব। বিয়ে ভাঙার খবরে ভেসে যায় নিউজপ্রিন্ট। কিন্ত্ত এদের পাশাপাশি আরো বিয়েও তো ভাঙে। বা ঘটে বিচ্ছেদ। কোথায় পৌষ-মাঘ বিয়ের লগন, কিন্তু ভারতে এখন চলছে বিয়ে ভাঙার মৌসুম!

যুক্তা মুখী আর প্রিন্স টালি
* কী হয়েছিল: এই বছরের জুলাই মাসে যুক্তা মুখী তার স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন। প্রিন্স টালি আগাম জামিনের আবেদন করেন। ৩১ অগস্ট তা খারিজও করে দেয় আদালত। যুক্তা এরপর হাইকোর্টে আপিল করলে, তাকে বলা হয় সেশন কোর্টে বিচারপদ্ধতি শেষ হওয়ার পরেই এই আবেদন করা যাবে।

*বর্তমান পরিস্থিতি: বোম্বে হাই কোর্ট বিয়ের সমস্যার সমাধানের জন্য একজন মধ্যস্থতাকারীকে নিয়োগ করেছে। বিচারপতির নির্দেশে এক সিনিয়র আইনজীবী দু’জনের সঙ্গেই কথা বলছেন বিষয়টিকে মিটিয়ে ফেলার জন্য।

* বাতাসে যা ভাসছে: কেউ কেউ বলছেন, টালির সাধারণ জীবনযাপনের সঙ্গে যুক্তা মানিয়ে নিতে পারছিলেন না। আর টালির পক্ষেও তার স্ত্রীর ‘স্টার-স্ট্যাটাস’ সব সময় বহন করা সম্ভব হচ্ছিল না। সব জায়গাতেই তার পরিচয় হত, তিনি যুক্তা মুখীর স্বামী। যদিও দু’জনের কেউ-ই এই তথ্য স্বীকার করেননি।

* দু’জনে কী ভাবছেন: আপাতত মধ্যস্থতাকারীর ব্যাপারে দু’জনেই একমত। অশান্তি এড়িয়ে সমাধানের রাস্তায় আসতে চান দু’জনেই।

* কে কী বলছেন: ‘আদালতের তরফ থেকে একজন মধ্যস্থতাকারীকে নিয়োগ করা হয়েছে। দু’ পক্ষই এতে রাজি। আমরা সমাধানের আশা দেখছি,’ বলেছেন টালির আইনজীবী ফিলজি ফ্রেডরিক।

কল্কি কোয়েলচিন আর অনুরাগ কাশ্যপ
* কী হয়েছিল: অনুরাগ আর কল্কি দু’জনেই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন, তারা আর একসঙ্গে থাকতে চান না। তারপর থেকে তারা আলাদা আলাদাভাবেই রয়েছেন।

* বর্তমান পরিস্থিতি: দু’জনের কেউ-ই এই নিয়ে কথা বলছেন না। অনুরাগ এই মুহূর্তে তার ‘বোম্বে ভেলভেট’-এর কাজ নিয়ে ব্যস্ত। এরপর তিনি রাজ কমিকস-এর ভারতীয় সুপারহিরো দোগাকে নিয়ে কাজ করতে চলেছেন। ২০০৯ থেকে ওই প্রোজেক্টের কাজে তিনি নামার পরিকল্পনা নিচ্ছেন। তখন ঠিক ছিল কুণাল কাপুর ওই প্রোজেক্টে থাকবেন। তিনি এখনো রয়েছেন।

কিন্ত্ত শোনা যাচ্ছে তাকেও বাদ দিতে পারেন অনুরাগ। অনুরাগের ‘বোম্বে ভেলভেট’-এর নায়ক রণবীর কাপুর। আর তার ‘বেশরম’-এর বক্সঅফিস ফলের জেরে সবকিছুর মধ্যেই রণবীর নাক গলাচ্ছেন এখন। ব্যক্তিগত জীবন নিয়ে সমস্যা, সঙ্গে রণবীরের চাপ- সবকিছু নিয়েই অনুরাগ যে গভীর অশান্তির মধ্যে আছেন, তা তার ঘনিষ্ঠদের অনেকেই গোপনে জানিয়েছেন।

* বাতাসে যা ভাসছে: বেশ কিছু দিন ধরেই নাকি দু’জনের মধ্যে খুব অশান্তি চলছিল। হুমা কুরেশি এবং অনুরাগের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে, এমন অভিযোগও করেছেন কল্কি। বিচ্ছেদ ঘোষণার অনেক আগে থেকেই তারা আলাদাই থাকছেন।

* দু’জনে কী ভাবছেন: জানা যায়নি। কারণ কল্কিও নিজেকে আরো বেশি করে কাজের মধ্যে ডুবিয়ে ফেলেছেন। আর অনুরাগের অবস্থা নাজেহাল।

* কে কী বলছেন: ঋত্বিক এবং সুজানের বিচ্ছেদ-বিজ্ঞপ্তির পর ‘হাসি তো ফাসি’ ছবির প্রচার করতে আসলে স্বাভাবকিভাবেই তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন তার বৈবাহিক অবস্থা সম্বন্ধে। অনুরাগের উত্তর ছিল, ‘এখানে এসেছি ‘হাসি তো ফাসি’র প্রচারের জন্য। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আমি কোনও কথা বলব না।’

চিত্রাঙ্গদা সিং আর জ্যোতি রানধাওয়া
গলফ খেলোয়াড় জ্যোতি দিল্লিতে থাকেন আর চিত্রাঙ্গদা মুম্বাইতে। গত দু’বছর তারা আলাদা আলাদাভাবেই থাকছেন। তাদের আট বছরের এক সন্তানও রয়েছে। চিত্রাঙ্গদা অবশ্য এখনো এই বিচ্ছেদের বিষয়ে কোনো কথা বলতে চান না।

কঙ্কনা সেন শর্মা আর রণবীর শোরে
আলাদাই থাকেন। তবে মুম্বাইতেই। মা অপর্ণা সেনের ‘গয়ানর বাক্স’র শ্যুটিংয়ের সময় কঙ্কণা লম্বা সময়ের জন্য পুত্রকে নিয়ে কলকাতাতেই ছিলেন। তবে ডিভোর্স-এর জন্য কেউই আবেদন করেননি। তারপর কঙ্কনা আবার ফেরেন মুম্বাইতে। এই বিচ্ছেদের বছরে অবশ্য তাদের বিবাহিত জীবনের গল্পটাই সেরা উদাহরণ। সব ভুল বোঝাবুঝি কাটিয়ে দু’জনেই আবার একসঙ্গে।

সেলিব্রিটিদের বিবাহের ক্ষেত্রে যদি একজন সেলিব্রিটি আর অন্যজন সাধারণ মানুষ হন, তাহলে সব সময়ই সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। একজনকে সবসময় অন্যজনের স্বামী বা স্ত্রী হিসেবে পরিচিতি পেতে হয়। সেটাই আসল যন্ত্রণার। একটা সময় পর্যন্ত তা উপেক্ষা করা যেতেই পারে, কিন্ত্ত তারপর সমস্যা বাঁধে।

অন্যজন চেষ্টা করেন নিজের অস্তিত্ব তৈরি করার, কিন্তু সেলিব্রিটি স্বামী বা স্ত্রীর পরিচয় তাকে সব জায়গায় তাড়া করে। তিনি অস্তিত্ব সংকটে ভুগতে শুরু করেন। লোকজন সব সময় তাকে ভাগ্যবান বলতে থাকেন তার স্বামী বা স্ত্রীর কারণে। এটা মেনে নেয়া কঠিন। তারপর একসময় সেই কঠিন প্রশ্নের মুখে এসে তিনি দাঁড়ানই।

অন্যজনের তখন ফাঁদে পড়ে যাওয়ার মতো মানসিকতা হয়। এই কারণেই ভারতে ঘনঘন সেলিব্রিটিদের বিবাহ ভাঙে।
- See more

TAG: Bollywood, Mumbai, lifestyles, super star, Hero, divorce, starts, India, life,

তিন শর্তে মুক্তি পাচ্ছে ‘ধুম থ্রি’

DHOM:3
মুক্তির ঠিক আগ মুহুর্তে সেন্সর জটিলতায় পড়েছিল বছরের আলোচিত ছবি ‘ধুম থ্রি’। অবশ্য কিছু পরিবর্তন সাপেক্ষে শেষ পর্যন্ত সেন্সর ছাড়পত্র পেয়েছে আমির খান ছবিটি।
তিনটি বড় ধরনের পরিবর্তন আনার পর ‘ধুম ৩’ ছবিকে সেন্সর ছাড়পত্র দিয়েছে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
ছবির একটি সংলাপে ‘ব্লাডি ইন্ডিয়ান’ শব্দের ব্যবহার নিয়ে আপত্তি তুলেছিল সেন্সর বোর্ড। শব্দ দুটি ভারতীয় নাগরিকদের জন্য খুবই আক্রমণাত্মক ও অপমানজনক আখ্যা দিয়ে তা পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ‘ব্লাডি ইন্ডিয়ান’-এর পরিবর্তে ‘ইউ আর ইন্ডিয়ান’ শব্দগুলো জুড়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট ওই সংলাপে। আরেকটি সংলাপে ‘ব্লাডি রিটার্ড’ শব্দের পরিবর্তে ‘ব্লাডি ইডিয়ট’ শব্দ ব্যবহারের পর আপত্তি তুলে নেয় সেন্সর বোর্ড।
এ ছাড়া ‘ধুম ৩’ ছবিতে দুঃসাহসিক সব ঝুঁকিপূর্ণ দৃশ্য থাকায় ছবির শুরুতেই সতর্ক বাণী জুড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ছবির শুরুতেই জুড়ে দেওয়া সতর্ক বাণীতে বলা হয়েছে, ছবিটিতে যেসব স্টান্ট দেখানো হয়েছে, তা পেশাদার লোকদের দিয়ে করানো হয়েছে। দয়া করে ঝুঁকিপূর্ণ এসব স্টান্ট নকল করার চেষ্টা করবেন না।
- See more at:
TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,
Sandy Hook, Khloe Kardashian, Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, sunny leone,  Amir Khan, Ali, Katrina Kaif, Abhishekh Bacchan, Bollywood Movie,

আসছে হৃদয় খানের তৃতীয় অ্যালবাম

Hridoy Khan
খুব শীঘ্রই প্রকাশ পাচ্ছে বর্তমান সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী হৃদয় খানের তৃতীয় অ্যালবাম। এখনো নাম ঠিক না হওয়া এ অ্যালবামের কাজ এরই মধ্যে শেষ হয়ে গেছে।
জানা গেছে, নতুন এ অ্যালবামে থাকছে মোট ৯টি গান। একাধিক গীতিকারের কথায় অ্যালবামের গানগুলোর সুর-সঙ্গীতায়োজন করেছেন বরবারের মতো হৃদয় নিজেই। অ্যালবামের সবক’টি গানই থাকছে হৃদয়ের একক কণ্ঠে।
হৃদয় খান বলেন, একক অ্যালবাম মানেই তো হলো একক গান। আমার আগের দুটি এককেও দ্বৈত গান ছিল না। এবারও থাকছে না। তবে এবারের অ্যালবামে অনেক ভেরিয়েশনের চেষ্টা করেছি। গানগুলো শুনলেই হয়তো শ্রোতারা বুঝতে পারবেন। আমি অ্যালবামটি শিগগিরই প্রকাশ করতে চাই। তবে সেটা দেশের পরিস্থিতির ওপর নির্ভর করবে।
- See more at:



TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,
Sandy Hook, Khloe Kardashian, Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, sunny leone, Akhi Alomgir, Akhi, Akhi Alamgir, Bangladeshi singer, singer, Hridoy Khan,

‘বোকা মন’ নিয়ে আঁখি আলমগীর


Akhi Alamgir, Bangladeshi Singer
‘বোকা মন’ নামের নতুন একটি অ্যালবাম নিয়ে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। অ্যালবামটি আঁখির সঙ্গীত ক্যারিয়ারের ১৮তম একক অ্যালবাম। পহেলা বৈশাখে অ্যালবামটি প্রকাশিত হবে। অ্যালবামটির টাইটেল গান ‘বোকা মন’র মিউজিক ভিডিও ইউটিউবেও প্রকাশ করা হয়েছে।

আঁখি বলেন, “অনেক সময় নিয়ে গানগুলোর রেকর্ডিং করেছি। এর যাবতীয় কাজ শেষ হয়ে গেছে। তাছাড়া বেশ যতœ নিয়ে অ্যালবামটি সাজিয়েছি। আশা করি, শ্রোতামহলেও গানগুলো প্রশংসিত হবে।”

অ্যালবামটির দুটি গানের সুর-সঙ্গীত করেছেন কলকাতার সঙ্গীত পরিচালক বিশ্বরূপ ঘোষ। এ অ্যালবামের বাকি গানগুলোর সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন, জেকে ও কিশোর। গানগুলোর কথা লিখেছেন তামা খোশনুর, শওকত আলী ইমন, জীবন ও শহিদ। অ্যালবামটিতে মোট ১২টি গান স্থান পেয়েছে।
- See more



TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,
Sandy Hook, Khloe Kardashian, Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, sunny leone, Akhi Alomgir, Akhi, Akhi Alamgir, Bangladeshi singer, singer,

সর্বাধিক ছবির রেকর্ডে ইমন

Emon, Bangladeshi Hero

 এ প্রজন্মের ভেতরে বাপ্পী বা সাইমনরা এক ঘরানার কাজ করলেও ইমন তাদের থেকে অভিজ্ঞতায় যেমন এগিয়ে, তেমনি কাজের ধারাবাহিকতায়ও এগিয়ে আছেন অনেক খানি।

এ ছাড়া সময়ের সবচেয়ে সম্ভাবনাময় চলচ্চিত্র অভিনেতা হিসেবেও ইমনকে অনেকেই মনে করছেন। হাতে ছবির সংখ্যা গুনলেও অনেকটা তেমনি আভাস পাওয়া যায়। শুধু সাইনিং হিরো নয়, বরং চাষী নজরুল ইসলামের মতো বিজ্ঞ নির্মাতা, স্বপন আহমেদের মতো সর্বাধুনিক নির্মাতার প্রথম পছন্দের নাম এখন তিনি।

এই প্রসঙ্গে ইমন বলেন, ‘আমার কাছে কাজটাই ধর্ম। কোনোদিন কারও শিডিউল ফাঁসিয়েছি বলে মনে পড়ে না। এ ছাড়া আমার চলচ্চিত্রে কখনও ভরাডুবি খেতে হয়েছে প্রযোজককে এমন কোনো নজির নেই। তবু বলব চূড়ান্ত সাফল্য এখনই আমার আসেনি। সেই চেষ্টাতেই এগোচ্ছি। পুরোপুরি চলচ্চিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছি।’

এ ছাড়া ইমনের ক্যারিয়ারে সিনিয়র নায়িকার পাশাপাশি এ সময়ের নায়িকাদের নিয়েও নির্মাতারা এখন এক্সপেরিমেন্ট করছেন। তার হাতে ছবির সংখ্যা গুনলে সর্বাধিক প্রায় এক ডজন চলচ্চিত্রে একক নায়ক হিসেবে কাজ করছেন তিনি। এর কোনোটিই ছোট বাজেটের কোনো চলচ্চিত্র নয়। তাই নির্মাতারাও তাকে নিয়ে কষছেন নতুন অংক।
- See more at:



TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,
Sandy Hook, Khloe Kardashian, Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, sunny leone, Emon, Bangladeshi Hero,