Sunday, December 22, 2013

দেখে নিন দৈনন্দিন জীবনকে সহজ করে তোলার ১০টি কৌশল!

lifestyle photo

দৈনন্দিন জীবনে অনেক সময়েই ছোটোখাটো কিছু কাজ করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। খুব সাধারণ একটা কাজ করতে গিয়েও এত ঝামেলায় পড়তে হয় যে মেজাজটাই খারাপ হয়ে যায়। এসব কাজ করার শর্টকাট কোনও পদ্ধতি থাকলে কতোই ভালো হতো, তাই না? দেখে নিন এমন কয়েকটি কৌশল, যা ব্যবহারে আপনার দৈনন্দিন জীবনের টুকিটাকি কাজগুলো হয়ে উঠবে একেবারেই ঝামেলাবিহীন।

১) রান্নায় টমেটো ব্যবহারঃ
টমেটো কিংবা যে কোনো টক জাতীয় দ্রব্য যদি আপনি রান্নার শুরুতেই দিয়ে দেন, তাহলে দেখবেন যে অন্য খাবারগুলো ঠিক মত সিদ্ধ হবে না কিংবা অনেকটা সময় বেশি নিবে। কেননা এরা বাঁধা দেয় খাবার দ্রুত সিদ্ধ হতে। টমেটোও তাই। নিজে গলে যায়, কিন্তু বাঁধা প্রদান করে পিয়াজ, সবজি ইত্যাদি সিদ্ধ হতে। আর তাই খাবারে তখনই টমেটো দিন, যখন বুঝবেন যে অন্যান্য উপাদান সিদ্ধ হয়ে গেছে।


২) ফেলনা চাপাতার ব্যবহারঃ
চা কেবল পানীয় হিসেবে নয়, হতে পারে আপনার রূপচর্চার উপাদান। কড়া চায়ের লিকার চুলের জন্য খুব ভালো কন্ডিশনার। চোখের কোলের কালি দূর করতে ঠাণ্ডা টি ব্যাগ চোখে রেখে শুয়ে থাকুন ২০ মিনিট। এটা নিয়মিত করুন, ভালো উপকার পাবেন। আর ব্যবহারের পর চায়ের পাতাগুলো ফেলে না দিয়ে গাছের গোড়ায় দিয়ে রাখুন। খুব ভালো সার হিসেবে কাজ করবে।

৩) করল্লার তেতোভাব দূর করাঃ
খুব স্বাস্থ্যকর সবজি করল্লা অনেকেই খেতে চান না এর তেতো স্বাদের জন্য। করল্লার তেতো ভাব দূর করার জন্য টুকরো করা করল্লা ভিজিয়ে রাখুন হাল্কা উষ্ণ পানি ও বেশ খানিকটা লবণ দিয়ে। তারপর ভালো করে কচলে ধুয়ে নিন। দেখবেন ফেনা ফেনা উঠছে। এমন কয়েকবার করুন, যখন ফেনা উঠবে না বুঝবেন তেতো ভাবটাও কমে গেছে। এবার আর কি, রেঁধে নিন পছন্দমতন উপায়ে।

৪) কমলার/মাল্টার ব্যবহারঃ
অনেক সময়েই দেখা যায় বাড়িতে রয়ে গেছে বেশ অনেকগুলো কমলা, মালটা ইত্যাদি ফল। অসুখ-বিশুখে দেখতে এলে, কিংবা সাধারণভাবেই মেহমান বেড়াতে এলে এসব ফল এনে থাকেন। ঘরে কমলা বা মালটা বেশি জমে গেলে কি করেন? হয়তো জোর করে খেয়ে নেয়া হয়, কিংবা রান্নায় ব্যবহার করেন। আরেকটি কাজ করতে পারেন। এগুলো ভালো করে রস করে নিন। ছাকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নিন, কোনো পানি দিবেন না। এবার বরফ জমাবার ট্রে-তে দিয়ে জমিয়ে ফেলুন কমলার রসের বরফ। ভাবছেন কি করবেন এগুলো দিয়ে? জুস থেকে শুরু করে নানান রকম শরবত ও পানীয়, যে কোনো প্রকার কাজেই ব্যবহার করতে পারবেন। বেকিং সহ নানা প্রকার রান্নাতেও ব্যবহার করা যাবে।
lifestyle photo, Tea


৫) আপেলের কালচে ভাব রোধ করাঃ
আপেল এমন একটি ফল, যা কিনা কাটার পর বেশিক্ষণ রাখা যায় না। সহজেই কালচে হয়ে যায় কিছু মিনিটের ব্যবধানে। এর জন্য রয়েছে সহজ একটি কৌশল। পাতলা করে চিনির সিরা তৈরি করুন, সাথে মিশিয়ে দিন খানিকটা লেবুর রস। এবার কাটা আপেলের টুকরোগুলো ভিজিয়ে রাখুন এই মিশ্রণে। চাইলে রেখে দিতেন পারেন ফ্রিজে। আপেল কালচে হবে না এতে, যখন ইচ্ছা ব্যবহার করতে পারবেন। মিশ্রণ থেকে আপেল তুলে নেয়ার পরেও অনেকটা সময় কালচে হওয়া থেকে রক্ষা পাবে।


৬) চটজলদি পেঁয়াজ বাটাঃ
ব্লেন্ডারে অল্প মসলা পেষা যায় না। আবার একটুখানি পিঁয়াজ বাটা লাগবে বলে শিল পাটা নিয়ে বসবেন? তাছাড়া ব্যাচেলরদের ঘরে তো শিল পাটা থাকেও না। তাহলে, কি উপায়? আছে ৫ মিনিটের সহজ সমাধান! আজকাল গ্রেটার সবার বাসাতেই থাকে। পিঁয়াজ ছিলে নিন, এবং সেই গ্রেটার দিয়ে ঘষে নিন। এবার দেখুন তো, কি চমৎকার পিঁয়াজ বাটা তৈরি! গ্রেট করা পিঁয়াজ এত মিহি হবে যে পার্থক্য ধরতেই পারবেন না।

৭) খুশকি দূর করাঃ
মাথার খুশকি অনেকেরই দীর্ঘস্থায়ী সমস্যা হয়ে দাঁড়ায়, কিন্তু এর জন্য রাসায়নিক পদার্থ ব্যবহার করতে চান না অনেকেই। প্রাকৃতীক উপায়ে খুশকি দূর করতে পারেন। এর জন্য কাজে আসবে পিঁয়াজ। পিঁয়াজ বেটে নিন, তারপর রসটা ছেঁকে নিন। এই রস মাথার তালুতে ঘষে ঘষে লাগিয়ে নিন। এভাবে ঘণ্টা খানেক রাখুন। তারপর শ্যাম্পু করে ধুয়ে নিন। প্রথম ধোয়াতেই খুশকি দূর হয়ে যাবে অনেকটাই। নিয়মিত কয়েকবার ব্যবহার করলে একদম চলে যাবে। যাদের খুশকির কারণে মাথায়া ঘা হয়ে গিয়েছে, তারা ব্যবহার করবেন না। জ্বলতে পারে।

৮) পরিষ্কার রাখুন চপিং বোর্ডঃ
যারা চপিং বোর্ডে কাটাকুটির কাজ করেন, তাঁরা ভালো করেই জানেন যে কিছুদিন ব্যবহারের পরেই বিচ্ছিরি কালো দাগ পড়ে যায়। আবার মাছ, মাংস, রসুন ইত্যাদি কাটা হলে বাজে গন্ধ সহসা দূর হতে চায় না। এই সমস্যা থাকে মুক্তি পেতে আছে সহজ একটা সমাধান।বাজে গন্ধ দূর করার জন্য কাপড় বা টিস্যুতে ভিনেগার নিয়ে চপিং বোর্ড ভালো করে মুছে নিন। আর কালো দাগ দূর করার জন্য চপিং বোর্ডে ভিনেগার ছড়িয়ে রাখুন। ৩০ মিনিট পর সাবান পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। একদন ঝকঝকে হয়ে যাবে।


৯) দুধকে রাখুন ফ্রেশঃ
বাইরে রাখুন বা ফ্রিজে, দুধ জ্বাল দেবার সময় ছোট্ট একটা উপায় অনলম্বন করলে দুধ থাকবে বেশ কিছুদিন "ফ্রেশ"।
কেবল এক চিমটি লবণ দিয় দিন জ্বাল দেয়ার সময়ে বা প্যাকেটের জ্বাল দেয়া দুধ হলে প্যাকেট খোলার পরেই। এতে আপনার দাম দিয়ে কেনা দুধ বেশ অনেকটা সময় থাকবে তাজা ও স্বাদ থাকবে অক্ষুণ্ণ। লবণের স্বাদ ধরতেই পারবেন না!

১০) পেঁয়াজ কাটার সময় থাকুন ঝাঁঝ থেকে মুক্তঃ
পেঁয়াজ কাটতে গেলে চোখ জ্বলে খুব। কেঁদে-কেটে অস্থির হয়ে একেবারে নাজেহাল অবস্থা? আছে খুব সহজ একটা উপায়। আজ থেকে আর পেঁয়াজ কেটে জ্বলবে না চোখ। পেঁয়াজ কাটার সময় মূলের কাছে অংশটা একটু গভীর করে কেটে ফেলে দিন। তারপর ছিলে নিয়ে ভিজিয়ে রাখুন অনেকটা পানিতে। ১৫/ ২০ মিনিট পর ভালো করে ধুয়ে নিয়ে তারপর কাটুন। এবার আর পেঁয়অজ কেটে কান্না পাবে না মোটেই!
- See more @ Fairnews24.com

রাজনীতিতে অক্ষয়ের অনাগ্রহ

Akshay Kumar
 রাজনীতি করার কোন ইচ্ছে পোষণ করেন না বলিউড তারকা অক্ষয় কুমার। তবে সুযোগ হলে খেলাধুলা এবং স্বাস্থ্যবিষয়ক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। ভারতীয় সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা গেছে।

অক্ষয় বলেন, আমি রাজনীতির মতো অজানা জগতে কেন প্রবেশ করতে যাবো? আমি সুখী জীবন চাই। একটা ভিন্ন ক্ষেত্রে আমি আমার কাজ চালিয়ে যাবো। আমি শুধু খেলাধুলা এবং স্বাস্থ্য বিষয়ক কাজে অবদান রাখতে চাই।

তিনি আরও বলেন, আমি স্বাস্থ্য এবং খেলাধুলা সম্পর্কে অনেক জানি। চাইলে এগুলোর উপর একটা বইও লিখে ফেলতে পারি। তাই আমি সব বিষয় নিয়ে মাথা ঘামাতে যাই না।

অভিনেত্রী সোনাক্ষি সিনহাও রাজনীতির ব্যাপারে একই মত পোষণ করেন। সোনাক্ষি বলেন, আমার বাবা রাজনীতির সাথে জড়িত বলে আমাকে অনেকেই জিজ্ঞেস করেন আমি রাজনীতিতে প্রবেশ করবো কিনা। কিন্তু আমি মিডিয়া জগত নিয়েই ভালো আছি। বাবা রাজনীতির সাথে আছেন বলে আমাকেও জড়াতে হবে এটা আমি বিশ্বাস করি না। সূত্র: ইন্টারনেট
- See more at: http://www.fairnews24.com/details.php?id=16525#sthash.NqotJgsN.dpuf

মুম্বাইয়ে নিরাপদ নন কারিনা!

Karina Kapor

বলিউডের অভিনেত্রী কারিনা কাপুর খান সম্প্রতি একটি টিভি চ্যানেলের অ্যাপ উদ্বোধন করতে গিয়ে বলেছেন, তিনি মুম্বাইতে আর নিরাপদ বোঁধ করছেন না। মুম্বাই নগরীতে নারীর বিরুদ্ধে ক্রমবর্ধমান সহিংসতা প্রসঙ্গে এ মন্তব্য করেছেন তিনি।

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, সম্প্রতি নারীর নিরাপত্তাবিষয়ক একটি টিভি চ্যানেলের অ্যাপ উদ্বোধন করতে গিয়েছিলেন কারিনা। সে সময় তিনি বলেন, গত দুবছর আগেও তিনি মুম্বাইতে নিরাপদ বোঁধ করতেন, তবে এখন আর করছেন না।

কারিনা বলেন, ‘নারীর বিরুদ্ধে সাম্প্রতিক অপরাধের কারণে শুধু দিল্লিই নয়, মুম্বাইও অনিরাপদ হয়ে গেছে। রাজধানীতে যদি এ ধরনের অপরাধ হয়, তাহলে তা সবখানেই হতে পারে। এজন্য আমার মনে সবসময় একটা অশান্তি থাকছে।’

ভারতের ক্রমবর্ধমান ধর্ষণের কারণেও কারিনা দুঃখ প্রকাশ করেন। তিনি আরও জানান, শুটিং থেকে ফিরতে দেরি হলে তার মা চিন্তিত থাকেন। ফলে দেরি হলে ফেরার পর প্রতি রাতেই তার মাকে ম্যাসেজ পাঠাতে হয়।
- See more at: http://www.fairnews24.com/details.php?id=16524#sthash.FB5WsX5B.dpuf

ক্যাটরিনা কাইফের স্কিন মেক-আপ আর্টিস্টের কাছে স্বপ্নের মতো

katrina kaif

ভারতে এখন শহর জুড়ে আমির খানের লাইফ সাইজ কাট-আউট। সেই কাট-আউটেই দেখা যাচ্ছে আমিরের খালি গায়ে বডি আর্ট-এর বাহার। আমিরের এই বডি আর্ট বানাতেই লস অ্যাঞ্জেলেস থেকে এসেছিলেন এয়ারব্রাশ মেক-আপ আর্টিস্ট অ্যাডাম টেনেনবাওম। এমনিতে আমেরিকায় অ্যাডাম কাজ করেন ফ্যাশন শ্যুট আর লাইভ পারফরম্যান্সের জগতে। র‌্যাল্ফ লরেন, টম ফর্ড আর টিফানোভার মতো আন্তর্জাতিক ফ্যাশন লাইনের কাজ করেন। সিনেমায় কাজ, ‘ধুম থ্রি’তেই প্রথমবার৷ ভারতেও পা ফেলা সেই সূত্রেই৷

এয়ারব্রাশ মেক-আপটা আমিই করছি
আমি অনেক দিন ধরেই জিমন্যাস্টিক আর অ্যাক্রোবেটিকের সঙ্গে যুক্ত। আমার অনেক বন্ধুও রয়েছে এই জগতে। তাদের মধ্যেই একজনের সূত্রে আমি ‘ধুম থ্রি’-তে সুযোগ পাই৷ আসলে এই ছবিতে যিনি আমির খানকে অ্যাক্রোব্যাটিক শিখিয়েছেন তিনি আমার ঘনিষ্ঠ। আমার পোর্টপোলিও তিনিই আমিরকে দেখান। ওর মনে হয়েছিল বলিউডের জন্য আমি উপযুক্ত। কয়েক সপ্তাহের মধ্যে শিকাগোয় একটা ফিল্মের সেট-এ আমিরের সঙ্গে আমার দেখা হয়। বেশ কিছুক্ষণ আমির কথা বলেন আমার সঙ্গে৷ আমার কাজের ধরন, পদ্ধতি নিয়ে নানা প্রশ্ন করেন৷ তারপর ভারতে ফিরে আমায় জানান যে এই এয়ারব্রাশ মেক-আপটা আমিই করছি।

আমিরকে তৈরি করতে চার থেকে পাঁচ ঘণ্টা লাগত
প্রায় দশ বছর ধরে আমি এয়ারব্রাশ মেক-আপ করছি৷ আমির চেয়েছিলেন পেইন্টিংটা এমন হবে যেন দেখেই মনে হয় ট্যাটু করা হয়েছে৷ আমির খুব খুঁতখুঁতে। এই তথ্যটা আমি জানতাম না৷ ভেবেছিলাম কয়েকটা ডিজাইন দেখালেই ওঁর পছন্দ হবে। কিন্তু তা হয়নি। পাঁচদিন ধরে বিভিন্নি ভ্যারিয়েশন, রং, মডেলের উপর পরীক্ষা করার পর ঠিক হয় শেষ পর্যন্ত কেমন হবে ব্যাপারটা। প্রতিদিন আমিরকে তৈরি করতে আমার চার থেকে পাঁচ ঘণ্টা সময় লাগত। স্টান্ট শক্ত হলে বডি ডাবল ব্যবহার করা হত। তখন তো দু’জনকেই তৈরি করতে হতো আমায়। একমাস ধরে আমাকে এই কাজ করতে হয়েছে। তবে আমিরের ধৈর্য খুব বেশি। এটা ক্রিয়েটিভ কাজ প্রতিদিন একই সময়ে শেষ হবে এমন কথা তো বলা যায় না। আবার কন্টিনিউয়িটিরও ব্যাপার আছে৷ আমিরকে কখনও বিরক্ত হতে দেখিনি। সব সময় বলতেন যতটা সময় লাগে নিয়ে যেন কাজটা করি। আমির স্যার ইজ গ্রেট৷

কাজ না থাকলে সেটে ক্যাটরিনার সঙ্গে দাবা খেলতাম
ক্যাটরিনা কাইফের সঙ্গে আমার একটা দৃশ্যেই কাজ ছিল। কিন্ত্ত ওর মসৃণ ত্বকের কথা আমার চিরকাল মনে থাকবে। ওর স্কিন যেকোনো মেক-আপ আর্টিস্টের কাছে স্বপ্নের মতো। কোনো খুঁত নেই। নিজের মতো করে মেক-আপ দিয়ে তৈরি করে নেয়া যায়। একটা দৃশ্যে কাজ করলেও আমার সঙ্গে বেশ ভালোই আলাপ হয়ে গিয়েছিল ক্যাটের। সেটে সময় পেলে আমরা দাবা খেলতাম। আর শেষ অবধি জিততে না পারলে ক্যাট পুরো ছকটাই ঘেঁটে দিত। সত্যিই আমির আর ক্যাটরিনা দুজনের বন্ধুত্বই বেশ এনজয় করেছি।

প্রথম দিনের গুগলি
আমার প্রথম দিনের শ্যুটের অভিজ্ঞতা বেশ মজার। ভেবেছিলাম প্রথম দিন থেকেই আমির খানকে মেক-আপ করার সুযোগ পাবো। কিন্ত্ত কোথায় কী! পাঁচজন পুরুষ মডেলকে দেয়া হলো আমায়৷ আমার কাজ হলো বডি টাইপ অনুযায়ী প্রত্যেকের বডি পেইন্ট করা৷। একটা সেট হতো আর ফোটোগ্রাফার ছবি তুলে পাঠিয়ে দিতেন প্রযোজক আর পরিচালকদের অফিসে। সেখান থেকে পরবর্তী নির্দেশ আসতো কীভাবে ইম্প্রোভাইজ করতে পারি। নির্দেশ বলব না, বরং বলা উচিত ‘সাজেশন’। কারণ আমাকে বরাবরই ক্রিয়েটিভ ফ্রিডম দেয়া হয়েছে। সত্যি কথা বলতে বলিউডের ক্রিউ এত প্রফেশনাল হবে আমি ভাবিনি। কিন্ত্ত ভারতে কাজ করে দেখলাম ওখানকার ফিল্ম মেকিং টেকনিকটা খুবই উন্নত আর প্রফেশনাল।

ফার্স্ট ডে ফার্স্ট শো
আমি এখন লস অ্যাঞ্জেলেসে৷ ইচ্ছে ছিল ‘ধুম থ্রি’ রিলিজ করার সময় ভারতে থাকব। কিন্ত্ত সেটা সম্ভব হল না। তাই ঠিক করেছি এখানকার হলে রিলিজ করলেই ফার্স্ট ডে ফার্স্ট শো দেখব। সারা বিশ্ব ঘুরে ছবিটা শ্যুট করা হয়েছে। নানা ফিল্ডের ক্রিয়েটিভ মানুষরা এই ছবিতে কাজ করেছেন। তাই ছবিটা দেখার অপেক্ষায় রয়েছি।
- See more at: http://www.fairnews24.com

মুক্তির প্রথম দিনেই ‘ধুম থ্রি’র বক্সঅফিস জয়


Amir khan & Katrian kaif at Dhom:3
২০ ডিসেম্বর মুক্তির পরই বক্স অফিসে রীতিমতো তোলপাড় তুলেছে অ্যাকশন-থ্রিলারধর্মী ছবি ‘ধুম ৩’। এবার প্রমাণিত হয়েছে এটি বছরের অন্যতম আলোচিত ছবি। প্রথম দিনেই হইচই ফেলে দিয়েছে জনপ্রিয় ‘ধুম’ সিরিজের তৃতীয় এ ছবিটি।

এখন পর্যন্ত প্রথম দিনে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড ধরে রেখেছিল শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিটি। ভারতের সাড়ে তিন হাজার প্রেক্ষাগৃহ থেকে প্রথম দিনে ছবিটির হিন্দি, তামিল ও তেলেগু সংস্করণ থেকে আয় হয়েছিল ৩৩ কোটি ১২ লাখ রুপি।

অন্যদিকে ভারতজুড়ে সাড়ে চার হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ধুম ৩’। এতে করে ইতোমধ্যেই সবচেয়ে বেশিসংখ্যক প্রেক্ষাগৃহে ছবি মুক্তির রেকর্ড গড়েছে ‘ধুম ৩’। প্রথম দিনে প্রতিটি প্রেক্ষাগৃহে ৯৫ থেকে ১০০ শতাংশ দর্শক উপস্থিতি নিশ্চিত করেছেন হল মালিকেরা। এর ভিত্তিতে চলচ্চিত্র বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, ছবিটির হিন্দি, তেলেগু ও তামিল সংস্করণ থেকে প্রথম দিনের আয়ের পরিমাণ ৪০ কোটি রুপি ছাড়িয়ে গেছে।

সাপ্তাহিক ছুটির দিন না হওয়া সত্ত্বেও গতকাল শুক্রবার ‘ধুম ৩’ ছবি দেখতে প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়েন দর্শকেরা। বাজার বিশ্লেষকদের ধারণা, এ ধারা অব্যাহত থাকলে মাত্র তিন দিনেই ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করবে ছবিটি।

‘ধুম’ সিরিজের প্রথম ছবি মুক্তি পেয়েছিল ২০০৪ সালে। এতে অভিনয় করেছিলেন জন আব্রাহাম, অভিষেক বচ্চন, উদয় চোপড়া, রিমি সেন, এষা দেওল প্রমুখ। প্রথম ছবির সাফল্যের রেশ ধরে দুই বছর পর মুক্তি পেয়েছিল এ সিরিজের দ্বিতীয় ছবি ‘ধুম ২’। এতে অভিনয় করেন হৃতিক রোশন, ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন, উদয় চোপড়া, বিপাশা বাসু প্রমুখ। সিরিজের দ্বিতীয় ছবিটিও দারুণভাবে ব্যবসাসফল হয়।

এবার ‘ধুম’ সিরিজের তৃতীয় ছবি উপহার দিল যশ রাজ ফিল্মস। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আমির খান, ক্যাটরিনা কাইফ, অভিষেক বচ্চন ও উদয় চোপড়া। ‘ধুম ৩’ ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনার পাশাপাশি এটি পরিচালনাও করেছেন ‘তাশান’ ছবির নির্মাতা বিজয় কৃষ্ণ।
- See more at Fairnews24.com