Wednesday, January 15, 2014

‘রাজত্ব’ ছবিটির প্রমো নিয়ে তোলপাড়! (ভিডিও)

Sakib Khab n Boby
এবার জনপ্রিয় নায়ক শাকিব খান ও হালের সেনসেশন চিত্রনায়িকা ববির ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ঝড় উঠেছে ফেইসবুকেও। এছাড়া সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্যমেও ছড়িয়ে পড়েছে ভিডিওটি।

সম্প্রতি শাকিব ববি জুটি অভিনীত ‘রাজত্ব’ ছবিটির একটি প্রমো ইউটিউবে আপলোড করা হয়। এর পরেই শুরু হয় তোলপাড়। জনপ্রিয় হয়ে উঠে ভিডিওটি। সেখান থেকে মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ভিডিওটি।

বর্তমানে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘রাজত্ব’ ছবিটি বেশ কিছুদিন ধরেই মুক্তির প্রহর গুনছে।

এক মিনিট কয়েক সেকেন্ডের এই ভিডিওটিতে চিত্রনায়িকা ববিকে একটি ক্লাবের মধ্যে গানের সঙ্গে নাচতে দেখা যায় আবেদনময়ী ঢংয়ে। আর চিত্রনায়ক শাকিব খান তখন উপভোগ করছিলেন। হঠাৎ করেই সেখানে গুন্ডাদের প্রবেশ ঘটে। তথনই শুরু হয়ে যায় নায়কের অ্যাকশন।


অ্যাকশন ঘরানার এই ছবির মাধ্যমে ঢাকাই ছবিতে আরো একটি জুটির পথচলা শুরু হতে যাচ্ছে। তাই ছবিটি নিয়ে ব্যাপক আশাবাদি তরুণ পরিচালক ইফতেখার চৌধুরী।



Sakib khan, Boby, Rajotto, Promo,

বন্ধুর জন্য নগ্ন হলেন মিরান্ডা!

Australian supermodel Miranda Ke
 এবার বন্ধুর জন্য নগ্ন হলেন অস্ট্রেলিয়ান সুপারমডেল মিরান্ডা কের। আর ৩০ বছর বয়সী মিরান্ডার অনেকগুলো নগ্ন ছবি তুলে তার ইনস্টেগ্রামে একের পর এক পোস্ট করে যাচ্ছেন বন্ধু ক্রিস কোলসের। এর আগে মডেলরা সাধারণত কোনো সাময়িকীর প্রচ্ছদ, ফটোশুট কিংবা পর্দায় নগ্ন হয়ে হাজির হতেন।

‘দ্য অস্ট্রেলিয়ান’ নামের একটি পত্রিকা জানিয়েছে, মিরান্ডা-কোলসের এই বন্ধুত্ব নতুন না হলেও সাম্প্রতিক সময়ে তাদের ঘনিষ্ঠতা বেড়েছে। সম্প্রতি নাওমি ক্যাম্পবেলের রিয়েলিটি শো ‘দ্য ফেস’-এ বিচারক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিরান্ডা। খুব শিগগির কাজ শুরু করবেন তিনি।

Miranda ke

Tuesday, January 14, 2014

মিস লাভলি ছবিতে থাকছে ১৭৬টি আপত্তিকর দৃশ্য

Miss lovely
বলিউডের সবচেয়ে ‘উত্তেজক সিনেমা’কে নিয়ে সেন্সর বোর্ডে অবশেষে রায় দিল। মাত্র ৪টি দৃশ্যকে কাটছাঁট করে প্রাপ্তবয়স্কদের জন্য সিনেমা হিসাবে মিস লাভলি-কে ছাড়পত্র দিল ভারতীয় সেন্সরবোর্ড।

অথচ এই সিনেমার অন্তত ১৭৬ টি দৃশ্যে আপত্তিকর অংশ রয়েছে বলে অভিযোগ জমা পড়ে। কিন্তু কান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত এই সিনেমাটি থেকে ওই দৃশ্যগুলি বাদ দিলে ছবির আসল কনটেন্টকে নষ্ট করা হবে বলে অপরিবর্তিত রাখা হল।

 প্রশ্ন উঠছে এত উত্তেজক একটি সিনেমাকে ছাড়পত্র দিয়ে কি সেন্সরবোর্ড একটু বেশি সাহস দেখিয়ে ফেলল? সিনেমাটিতে আছেন নবাগতা নীহারিক সিং, নওয়াজউদ্দিন সিদ্দিকি। উল্লেখ্য, ২০১২ সালে ১৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল অসীম আলুওয়ালি পরিচালিত এই সিনেমাটি।
Miss-lovely




Miss lovely

প্রেম সম্পর্কে ১৪টি বিচিত্র মজার তথ্য!

lovely couple
 ভাবছেন প্রেম-ভালোবাসা নিয়ে নতুন করে আবার কী জানবেন,সবই তো সবার জানা! ধারণাটা কিন্তু একেবারেই ভুল। প্রেম সম্পর্কে বেশির ভাগ তথ্যই এখনো অজানা। প্রেম-ভালোবাসা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। প্রেমের অনুভূতি গুলো কেমন, কেনই বা মানুষ ভালোবাসে, প্রেমে পড়ার সময় মানুষ কী দেখে ইত্যাদি নানা রকমের প্রশ্ন জাগে অনেকের মনেই। ভালোবাসা নিয়ে মানুষের এই আগ্রহ চিরন্তন একটি বিষয়।

চিরচেনা ভালোবাসার এই অনুভূতি সম্পর্কে অনেক কিছুই আমাদের জানা। আবার এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা আজও জানি না। বিজ্ঞানীরা তাই রীতিমত গবেষণা করে প্রেম সম্পর্কে প্রতিনিয়ত আবিষ্কার করে চলেছেন মজার সব বিচিত্র তথ্য। তেমনই কিছু মজার তথ্য নিয়ে এই আয়োজন।

➳ প্রথম দেখাতেই প্রেম বলে কিছু নেই! প্রথম দেখাতে যে আবেগ সৃষ্টি হয় মনে সেটা প্রকৃতপক্ষে প্রেম না। সেটা সৌন্দর্যের প্রতি মানুষের সহজাত শারীরিক আকর্ষন।

➳ অনেকেই মনে করে নারীরা প্রেমের ক্ষেত্রে পুরুষের শারীরিক সৌন্দর্য দেখেন না। কিন্তু একথা সম্পূর্ণ ভুল। নারীরাও পুরুষদের মতই বাহ্যিক সৌন্দর্য দেখে আকর্ষনবোধ করে এবং দীর্ঘমেয়াদী সম্পর্কে যাওয়ার ক্ষেত্রে তারা একজন সুন্দর সুপুরুষ আকাঙ্খা করে।

➳ প্রেমে পড়ার অনুভূতিকে কোকেইন নেয়ার পর মস্তিষ্কের অনুভূতির সাথে তুলনা করা হয়।

➳ জীবনে একবারই প্রেমে পরেছেন বললেও প্রায় সব মানুষই জীবনে একাধিকবার প্রেমে পড়ে থাকেন। [প্রেম]

➳ প্রায় ৪০% পুরুষই প্রেমিকার সাথে প্রথম বার দেখা করার সময় মনে মনে একদম আত্মবিশ্বাসী থাকে না।

➳ গবেষণায় দেখা গিয়েছে যে স্কুল,কলেজ, ফাস্ট ফুড, কফিশপ ও শপিং মল গুলো ফ্লার্টিং এর জন্য সবচেয়ে জনপ্রিয় যায়গা কারণ এসব স্থানে সাধারণত মানুষের মন ভালো থাকে ও মন খুলে কথা বলার মত মানসিকতা থাকে।

➳ পুরোনো প্রেমিক/প্রেমিকাকে হিংসা করানোর চেষ্টা করার অর্থ হলো পুরানো প্রেমের জন্য এখনো আপনার মনে স্থান আছে।

➳ আমাদের দেশে বলা হয়ে থাকে যে নারীরা সম্পর্ক ভাঙ্গে বেশি। কিন্তু প্রকৃতপক্ষে এই কাজটি পুরুষরাই বেশি করে। কারণ সম্পর্কে যাওয়ার আগে তারা এর ভবিষ্যত পরিণতি চিন্তা না করেই এগিয়ে যায় এবং পরবর্তিতে সামাল দিতে না পেরে সম্পর্ক ভেঙ্গে ফেলে।

[প্রেম] ➳ সঙ্গী প্রেমের সম্পর্ক ভাঙতে চাইছে সেটা বোঝা যাবে যদি সে ইচ্ছে করে গায়ে পড়ে ঝগড়া করে, আগের মত দেখা করার আগ্রহ না দেখায় কিংবা কথায় কথায় বিরক্তি প্রকাশ করে।

➳ প্রায় ৪৮% অনলাইন প্রেমিক/প্রেমিকারা জানিয়েছে যে তাদের ব্রেকআপটা হয়েছে ইমেইলের মাধ্যমে।

➳ গবেষণায় জানা গিয়েছে যে মাত্র ৩বার ডেট করেই পুরুষরা বুঝে ফেলে যে তারা প্রেমে পড়েছে। কিন্তু নারীরা এক্ষেত্রে প্রায় ১৪বার বা তারও বেশি ডেট করার পর বুঝতে পারে প্রেমে পড়ার বিষয়টি।

➳ সাধারণত ৩ থেকে ৫ মাসের মধ্যেই সবচেয়ে বেশি সংখ্যক ব্রেকআপ হয়।

➳ গবেষণায় দেখা গিয়েছে যে সব পুরুষ প্রতিদিন সকালে স্ত্রীকে চুম্বন করে তারা অন্যদের চাইতে প্রায় ৫ বছর বেশি বাঁচে।

➳ হতাশা, ভয় ও মানসিক চাপ দূর করার জন্য ভালোবাসার মানুষটি হাত শক্ত করে ধরাই যথেষ্ট। ভালোবাসার মানুষদের হাত ধরার সঙ্গে সঙ্গে অনেকটাই শান্ত হয়ে যায় মন।
love, relations, love relations, affairs, relationship,   first published

Wednesday, January 08, 2014

মাদকের আরেক নাম সিসা


Sisa-drug
তরুন তরুনীরা এতটাই অসচেতন যে সিসা টানার ছবি এখন নিজেদের ফেসবুক পেইজে ব্যবহার করছে।

এক টেবিলে গোল হয়ে বসা ৪-৫ তরুণ-তরুণী। সবাই অভিজাত পরিবারের সন্তান। গাঢ় ধোঁয়ায় আচ্ছন্ন আলো-আঁধারি পরিবেশ। গুড় গুড় করে আসছে শব্দ। সবার হাতেই একটি করে পাইপ। কখনও একই পাইপ এক হাত থেকে যাচ্ছে আরেক হাতে। রাজধানীর অধিকাংশ নামিদামি রেস্টুরেন্টে এমন চিত্র  হরহামেশাই দেখা যায়। এর নাম সিসা লাউঞ্জ। আর এই সিসায় ঝুঁকছে অভিজাত পরিবারের তরুণ-তরুণীরা।

বিশেষজ্ঞরা বলছেন, এক সেশনে সিসা টানলে ৫৪টি সিগারেটের সমান ক্ষতি হয়। এছাড়া সিসার ধোঁয়ায় প্রচুর পরিমাণে কার্বন মনোঅক্সাইড থাকে, যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। মাদক ও নেশা নিরোধ সংস্থা-মানসের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশেষজ্ঞ চিকিত্সক অধ্যাপক অরূপ রতন চৌধুরী বলেন, সিসা সিগারেটের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। এছাড়া সিসায় ফলের নির্যাসের সঙ্গে অন্যান্য ক্ষতিকর মাদকদ্রব্যের রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়। অন্য মাদকে যে ক্যান্সার ছড়াতে পাঁচ বছর লাগবে সেখানে নিয়মিত সিসায় আসক্ত হলে দুই বছরের মধ্যে শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়তে পারে।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, উচ্চবিত্ত পরিবারের উঠতি বয়সী তরুণ-তরুণীদের নতুন নেশার নাম সিসা। নতুন মাদক হিসেবে আবির্ভাব হয়েছে সিসার। অনেকটা দেশীয় হুক্কার আদলে তৈরি সিসার প্রচলন মোগল আমল থেকে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সিসা অনেক জনপ্রিয়। বিভিন্ন ফলের নির্যাস দিয়ে তৈরি হয় সিসার উপাদান। কিন্তু বাংলাদেশে এর সঙ্গে মেশানো হচ্ছে বিভিন্ন মাদকদ্রব্য তৈরির উপাদান। মাদক হিসেবে তালিকাভুক্তি না থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা নিতে পারছে না।