Thursday, December 26, 2013

শীতের ৫টি রোগের ঘরোয়া চিকিৎসা একটুখানি লবণে!

Salt, lifestyle Photo
শীতকাল এসেছে। আবহাওয়ার রুক্ষতার দরুন নানান ধরণের রোগ শোকের প্রবণতাও বেড়েছে। অল্পতেই গলায় খুশখুশে কাশি, কিংবা হঠাৎই ফ্লুয়ের আক্রমণ- এই সবই শীতকালের অংশ। আবার ত্বকের অবস্থাও বেশ নাজুক হয়ে যায় এই শীতে। এই সব থেকে মুক্তির উপায় খুঁজে থাকেন সবাই। কিন্তু অনেকেই জানেন না মজার একটি তথ্য। রান্নাঘরের যে ছোট বয়ামে আপনি লবন রাখেন, সেখানেই আছে আপনার সকল সমস্যার সমাধান। লবণ যেমন রান্নার কাজে অতি দরকারি একটি জিনিষ ঠিক তেমনি এই শীতে শীতকালীন অনেক সমস্যার সমাধানেও লবন অতি জরুরী। আজ জেনে নিন লবণের ব্যাতিক্রম কিছু উপকারের কথা
কানের ইনফেকশন জনিত ব্যথা দূর করতে লবণ

শীতকালে কানে ব্যথা রোগে ভুগে থাকেন অনেকেই। কানের ইনফেকশনের জন্য হয়ে থাকে এই ব্যথা যা অনেক কষ্টদায়ক। অনেকেই কানের ব্যথায় তেল ব্যবহার করে থাকেন কিন্তু এটা একটি ভুল চিকিৎসা। কানের ব্যথা উপশমে আপনার দরকার শুধুমাত্র লবন।

এক কাপ পরিমাণ লবণ গরম করে নিন প্যানে কিংবা মাইক্রোওয়েভ ওভেনে। একটি মোটা কাপড়ে গরম লবণ নিয়ে কানে সহ্য করার মতো তাপমাত্রায় ঠাণ্ডা হতে দিন। এরপরে শুয়ে থেকে ৫ মিনিট ধরে এই লবণের ভাপ নিতে থাকুন কানে। এভাবে প্রতিদিন ৩/৪ বার ভাপ নিন। কানের ইনফেকশন দূর হবে ।
ফ্লু রোধে লবন

শীতকালে সব চাইতে যন্ত্রণাদায়ক রোগ হচ্ছে ফ্লু। আর ফ্লু হওয়া মানেই ৩/৪ দিনের বিছানাবাস। নাক বন্ধ হয়ে শ্বাসপ্রশ্বাসে সমস্যা হওয়া জনিত এই ফ্লু থেকে অতি সহজেই নিস্তার পেতে পারেন লবনের মাধ্যমে।
২৫০ মিলি লিটার হালকা গরম পানিতে ১/৪ চা চামচ লবন ও ১/৪ চা চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। এরপরে একটি পাম্প সিরিঞ্জের মাধ্যমে এই হালকা গরম পানি নাকে প্রবেশ করান। একপাশের নাক আঙুল দিয়ে চেপে ধরে অন্য পাশে এই হালকা গরম পানি প্রবেশ করান ও বয়ে যেতে দিন। এতে করে নাক বন্ধ সমস্যা দূর হবে। এবং পাশাপাশি ফ্লুয়ের জন্য দায়ী ব্যাকটেরিয়া ও ভাইরাস মুক্ত হবে।
গলার খুশখুশে কাশি দূর করতে লবনের ব্যবহার

গলার খুশখুশে অনুভূতি ও কাশি দূর করার সব চাইতে প্রচলিত ও সর্বজন স্বীকৃত সহজ উপায় হচ্ছে লবণ গরম পানির গারগল। অনেকেই মনে করে থাকেন গারগলে তেমন উপকার পাওয়া যায় না। কিন্তু এটি অনেক কার্যকরী একটি ঔষধ শীতকালীন এই সমস্যা দূরীকরণে।

২৫০ মিলি লিটার গরম পানিতে ১ চা চামচ লবন দিয়ে মিশিয়ে নিন। পানির গরম আপনি যতটুকু সহ্য করতে পারবেন ততোটুকু নিন। এরপর এই গরম পানি দিয়ে গারগল করুন দিনে ৩/৪বার। সব চাইতে সহজ হলেও গলার খুশখুশে অনুভূতি ও কাশি দূর করার সব থেকে দ্রুত উপায় হচ্ছে লবন গরম পানির গারগল।
ত্বকের শুষ্কতা দূর করতে লবন

শীতকালে সবার ত্বকেই আসে শুষ্কতা। এই শুস্কতা দূর করার অনেক উপায়ের মধ্যে সবচাইতে সহজ উপায় হচ্ছে লবনের ব্যবহার। শীতকালে কম বেশি সবাই গরম পানিতে গোসল করে থাকেন। এই গরম পানির মধ্যে লবন মিশিয়ে নিন। এতে করে ত্বকের আদ্রর্তা বজায় থাকবে ও ত্বক নরম ও কোমল হবে।
সাইনাসের সমস্যা দূর করতে লবন

শীতকালে সাইনাসের সমস্যা আরও বেড়ে যায়। যাদের এই সমস্যা আছে একমাত্র তারাই জানেন কতোটা দুর্ভোগ পোহাতে হয় এই জন্য। কিন্তু শীতে সাইনাসের সমস্যাও কমাতে পারে লবন।

একটি পাত্রে ১ লিটার ফুটন্ত গরম পানিতে ১ চা চামচ লবন ও ১ চা চামচ বোরিক পাউডার দিয়ে মিশিয়ে নিন। এরপর এই পানির ভাপ নিতে থাকুন নাক দিয়ে। এতে করে অনেক উপশম হবে সাইনাসের সমস্যার।

TAG: lifestyle, Health, Salt,

Wednesday, December 25, 2013

বড়দিন উৎসব- Celebrates Christmas Day

celebrates Christmas day


celebrates Christmas day





বড় পর্দায় সাকিবের সাথে তিশা

Sakib khan, Tesha
 সাফিউদ্দিন সাফির পরিচালনায় এবং প্রযোজক ফ্রেন্ডস মুভিজ ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মাণাধীন নতুন ছবি ‘প্রেম করে আমি মরবো’তে অভিনেত্রী তিশাকে শাকিব খানের বিপরীতে দেখা যাবে। নতুন বছরের ফেব্র“য়ারি থেকে ছবিটির শুটিং হবে বলে জানিয়েছেন এ ছবির কাহিনী, চিত্রনাট্যকার রুম্মান রশীদ খান।

তিনি আরো জানান, ২৩ ডিসেম্বর রাতে এ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন শাকিব-তিশা।

শাকিব খান বলেন, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ ছবিটি থেকে বেশ সাড়া পেয়েছি। এরই ধারাবাহিকতায় ‘প্রেম করে আমি মরবো’ ছবিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। এ ছবিতেও সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। দেশ এবং দেশের বাইরে এ ছবির কাজ করা হবে বলে জেনেছি। তাছাড়া পরিচালক সাফির সঙ্গে বরাবরই কাজ করতে আমি স্বাচ্ছন্দ্যবোঁধ করি।

তিশা বলেন, এটি আমার চতুর্থ ছবি। এর আগে মোস্তফা সরয়ার ফারুকীর ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ এবং টেলিভিশন ছবিতে কাজ করেছি। প্রয়াত তারেক মাসুদের রানওয়ে ছবিতেও অতিথি চরিত্রে অভিনয় করেছি। আশা করছি, শাকিবের সাথে আমার এ কাজটি ভালো হবে।
- See more Sakib khan

আমির, সালমান এবং ঋত্বিকের প্রতি আগ্রহী দীপিকা

আমির, সালমান এবং ঋত্বিকের প্রতি আগ্রহী দীপিকা-Deepika Padukone
বলিউডের অতি কাঙ্খিত অভিনেত্রী দীপিকা পাডুকোন নতুন বছরে নতুন অভিজ্ঞতা নিতে চান সালমান খান, আমির খান এবং ঋত্বিকের সাথে কাজ করে। অক্ষয় কুমার, সাইফ আলী খান, রণবীর কাপুর এবং শাহরুখ খানের মতো দাপুটে অভিনেতাদের সাথে কাজ করার পর এখন দীপিকার বিশেষ আগ্রহ সালমান খান, আমির খান ও ঋত্বিক রোশনের উপর।

দীপিকা বলেন, প্রতিবছর আমার কাছে জানতে চাওয়া হয়, আমি কার সাথে কাজ করতে বেশি আগ্রহী। আগামী ২/১ বছর আমি চাই ঋত্বিক, সালমান এবং আমির খানের সাথে কাজ করতে।

এ বছর চারটি হিট ছবিতে কাজ করা অভিনেত্রী দীপিকা তার পার্টিতে সাংবাদিকদের বলেন, আমি এখনো আমির, সালমান এবং ঋত্বিকের সাথে কাজ করিনি।

শোনা গেছে, সুরুজ বারজাতিয়ার পরবর্তী ছবিতে সালমানের সাথে জুটিবদ্ধ হবেন দীপিকা। কিন্তু এ বিষয়ে দীপিকা বলেন, এটা সত্যি নয়। সুরুজ বারজাতিয়ার সাথে আমার আনুষ্ঠানিক কোন আলাপ হয়নি এ বিষয়ে।

তবে শুধু দীপিকাই নন, সালমানও আগ্রহী দীপিকার সাথে কাজ করতে। এ বিষয়ে দীপিকা বলে, আমি খুব আনন্দিত যে, সালমানও আমার সাথে কাজ করতে চান। সূত্র: হিন্দুস্তান টাইমস

deepika padukone hot
Tag: Deepika Padukone, Salman Khan, Amir Khan, Shahrukh Khan, Bollywood actor, actress, Celebrity actress, 

ইহলোকের ওপারে

এই বছরে অনেকেই হারালাম স্বজনকে। কেউ বা হারিয়েছি তরতাজা আপনজনকে। কেউ বা বার্ধক্য জর্জরিত, কষ্টে দিনাতিপাত করা আত্মজনকে। আপন হারানোর ব্যথা সর্বত্রই। বছর শেষে তেরোর প্রান্তে ফিরে দেখি, খুব চেনা মুখের সারিতে নেই তাঁরা। খবরের জগতেও ছবিটা একই। যোগ বিয়োগের জীবন অঙ্কে হিসেব মেলেনি। সংবাদের শিরোনামে, টিভির পর্দায়, কাগজের ছবিতে আর আপন গুণে তাঁরা ছিলেন আমাদেরই চেনা আপনজন। কিন্তু দুর্ভাগ্যবশত দেশে, বিদেশে মৃতের তালিকায় ঠাঁই হল তাঁদেরও। কেউ চলে গেলেন বড় তাড়াতাড়ি বহু কাজ বাকি রেখে। কেউ গেলেন খুব কষ্টে অনেক রোগভোগের পর। এঁদের কেউ বা মোস্ট ওয়ান্টেড বিতর্কিত, কেউ বা সুকৃতী মহাগুণী। তবু মনের মণিকোঠায় জীবন্ত তাঁরা। আমাদের সেই বড় চেনা কাছের মানুষদের আত্মার শান্তি কামনা করি।


Paul Walker
Fast & Furious actor Paul Walker

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ মুভি সিরিজের প্রতিভাবান অভিনেতা পল ওয়াকার। গতির আরেক নাম পল। ৪০ বছরে তীব্র গতিই দাঁড়ি টানল জীবনে।


Margarett Thacher
Margarett Thacher
নারীশক্তির প্রতীক। দুনিয়ার নারী জাতির প্রেরণা। লৌহমানবী মার্গারেট থ্যাচার। ৮ এপ্রিল ৮৭ বছর বয়সে জীবনাবসান।


Rituparno Ghsoh
Rituparno Ghsoh

 চিরকালীন বঙ্গ জীবনের অঙ্গ। নিছক চিত্রপরিচালক নন। বহুমুখী প্রতিভার অধিকারী এক বিরল মানুষ যাঁর মূল্যায়ন করতে ব্যর্থ আধুনিক সমাজ।


Jhia Khan

মানসিক যন্ত্রণা, অত্যাচার, প্রেমের নামে ধর্ষণ আর ব্ল্যাকমেলিং। বলিউডের ঘৃণ্য দিকটা বেআব্রু করে দিয়ে গেলেন বেচারি জিয়া।