Sunday, December 15, 2013

বিকিনি পরার অযোগ্য পাঁচ অভিনেত্রী

vidya balan
বলিউডের প্রায় সব অভিনেত্রীই জিরো সাইজ থাকার প্রচেষ্টা চালান। তবে ব্যতিক্রমও আছেন অনেকে, যারা অভিনয়টা দারুণ করলেও ফিগারের জন্য সমালোচনার মুখে পড়েন। তেমনই কয়েজন অভিনেত্রীদের তালিকা তুলে ধরা হলো ওজন কমানোর আগে যাদের বিকিনি পরা উচিত হবে না।

বিদ্যা বালান: বিদ্যা বালান ‘ডার্টি পিকচার’ ও ‘কাহানি’ ছবিতে নিজের সাহসী অভিনয় দিয়ে দর্শকদের তাক লাগিয়েছেন। বাড়তি ওজন ও আনফিট হওয়ার কারণে প্রায়ই তাকে সমালোচিত হতে হয়। তাই বিকিনি থেকে তার দূরে থাকা উচিত। ছোটখাটো পোশাক বাদ দিয়ে বেশিরভাগ সময়ে তিনি শাড়িই পরেন। বিকিনি নিয়ে তার এক্সপেরিম্যান্ট করা মোটেও ঠিক হবে না।


sonakshi sinh
সোনাক্ষী সিনহা: বাড়তি মেদের জন্য বারবার সমালোচিত হতে হয়েছে তাকে। একই কারণে খবরের শিরোনামও হয়েছেন তিনি। ‘দাবাং’ খান সালমানের পর আর কেউই তাকে আরো বেশি ফিট করার সাহস দেখাননি। তার চেহারায় সাধারণত্ব ও ভারতীয়দের যে স্বাভাবিক সৌন্দর্য তা সহজেই ধরা পড়ে। অনেক অভিনেতা তাকে সম্পূর্ণ বললেও বিকিনি থেকে তার মাইল দূরুত্ব বজায় রাখা উচিত।

কাজল: পোশাক সচেতনতা নিয়ে তাকে বারবার সমালোচিত হতে হয়েছে। কিন্তু সমালোচনায় কান দেননি। নিজের নিজস্বতা নিয়েই তার দীর্ঘ পথচলা। এখনো বিকিনি দৃশ্যে অভিনয় করা থেকে দূরে থেকেছেন। সারা জীবন তার এটা থেকে দূরেই থাকা উচিত।

রানী মুখার্জী: ভিন্নধর্মী চরিত্রে কাজ করে অভিনয় দক্ষতা প্রমাণের মাধ্যমে জনপ্রিয়তা কুড়িয়েছেন রানী মুখার্জী। ‘তালাশ’ ও ‘নো ওয়ান কিল্ড জেসিকা’ ছবি দুটিতে সম্পূর্ণ গ্ল্যামারবিহীন চরিত্রে কাজ করেছেন। ব্যবসাসফল ‘দিল বোলে হাড়িপ্পা!’ ছবিতে নিজেকে উপস্থাপন করেছেন যৌনাবেদনময়ী হিসেবে। আবার ‘কাভি আলভিদা না কেহনা’ ছবিতে তার চরিত্রটি অনেক বেশি গ্ল্যামারাস। উভয়ধর্মী ছবিতে তার সাফল্য উল্লেখ করা মতো। কিন্তু বিকিনি'র দৃশ্যের জন্য তিনি ফিট নন।

হুমা কোরেশি: ‘গ্যাং অব ওয়াসিপুর’ ছবিতে সবাইকে তাক লাগিয়েছেন হুমা। তবে একই সঙ্গে তার বাড়তি ওজনের কারণে সমালোচকরা দুয়োধ্বনি তুলেছেন। যখন অন্য অভিনেত্রীরা সাইজ জিরো হওয়া চেষ্টা করছেন তখনো হুমা ভাবলেশহীন। হুমার এই নিজস্বতার মধ্যেই তার সৌন্দর্য। তবে বাড়তি মেয়াদ ঝেড়ে ফেলার আগে তারও বিকিনি পরা উচিত হবে না। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
- See more at: http://www.fairnews24.com/details.php?id=15422#sthash.WzuzGfWq.dpuf



TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,
Heisman, Foot Locker, Sandy Hook, Khloe Kardashian, Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, Ethan Couch, sexy-wallpapers, Army Navy Game, Maurice Clarett, Cody Walker, Khloe Kardashian, entertainment news, Hollywood,  actress, Bollywood, Hot, Sexy,  Madhuri,  Ranbir, Bollywood superstars, sunny leone, hot images, hot photos, vidya balan hot, sonakshi sinha hot, kajol, rany,

জুয়াখেলায় সানি লিওন (ভিডিও)

Sunny Leone
সানি লিওন ইদানিং মনপ্রাণ সঁপেছেন জুয়ায়! একটু চোখ রাখলেই দেখা যাচ্ছে, জুয়ার আসরে জ্যাকপট ঘিরে রয়েছে কন্যের যাবতীয় হুঁশ। সেই জুয়ার আসরে যেমন রূপে-গুণে জুয়াড়িদের ঘায়েল করছেন নায়িকা, তেমনই অলক্ষে থেকে নিয়ন্ত্রণ করছেন খেলাটিকেও।


কেমন সেই সানির জুয়াখেলা, সরাসরি জেনে নিন এই ভিডিও থেকে।
- See more at:




TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,
Heisman, Foot Locker, Sandy Hook, Khloe Kardashian, Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, Ethan Couch, sexy-wallpapers, Army Navy Game, Maurice Clarett, Cody Walker, Khloe Kardashian, entertainment news, Hollywood,  actress, Bollywood, Hot, Sexy,  Madhuri,  Ranbir, Bollywood superstars, sunny leone, hot images, hot photos,

পুরো ভূখণ্ডই পুরুষদের দ্বারা নিয়ন্ত্রিত: মাধুরী

Madhuri with Ranbir
নারী কেন্দ্রিক ‘দেড় ইস্কিয়া’ চলচ্চিত্রটির অন্যতম প্রধান চরিত্রের অভিনেত্রী মাধুরী দীক্ষিত চলচ্চিত্রটির প্রচার অনুষ্ঠানে বললেন, পুরো পৃথিবীই পুরুষ সমাজ দ্বারা শাসিত আর নিজের অস্তিত্ব কিভাবে জানান দিবে সেই ব্যাপারটি মেয়েদের উপরিই নির্ভর করে।

বিয়ের পর চলচ্চিত্র জগতে নায়িকাদের সুযোগ কমে যাওয়া এবং আদৌ বলিউড পুরুষতান্ত্রিক কিনা? এ প্রসঙ্গে তিনি বলেন,“শুধুমাত্র বলিউডই নয় পুরো ভূখণ্ডই পুরুষদের দ্বারা নিয়ন্ত্রিত।”

তবে এর ব্যতিক্রমও হতে পারে, কিন্তু মেয়েটিকে তার অস্তিত্বকে জানান দেয়ার জন্য প্রতিনিয়ত সংঘর্ষ করতে হয়। নিজেকে প্রমাণ করার জন্য একজ পুরুষের থেকে দ্বিগুণ কষ্টের কাজ করতে হয়। এবং এটাই জীবনের বাস্তবতা। এভাবেই বলেন মাধুরী।

‘দিল’ ‘বেটা’ এবং ‘দিল তো পাগল হে’ চলচ্চিত্রের নায়িকা যোগ করে বলেন, অথচ এতো কষ্টের পর যেটুকুই পায় তাই সন্তোষজনক।

মাধুরী দীক্ষিতের ছয় বছরের চলচ্চিত্র জীবনে পুরদস্তুর নারী কেন্দ্রিক চরিত্রে এবারই প্রথম অভিনয় করলেন ‘দেড় ইস্কিয়া’র মাধ্যমে।এই চলচ্চিত্রের মাধ্যমে এবারই প্রথম নাসিরুদ্দিন শাহের বিপরীতে অভিনয় করলেন মাধুরী।

নাসির উদ্দিন শাহ সম্পর্কে মাধুরী বলেন, এটা আসলে তেমন চ্যালেঙ্গিং ছিল না কারণ তিনি অসম্ভব খোশ মেজাজের লোক এবং একই সাথে বিস্ময়কর অভিনেতা। এছাড়া প্রত্যেকটি দৃশ্য এতো সুন্দর করে লেখা যে প্রত্যেকটি চরিত্র ভালো লাগতে বাঁধ্য।

মাধুরী দীক্ষিত, নাসিরুদ্দিন শাহ, আরশাদ ওয়ার্সি এবং হুমা কুরাইশি অভিনীত ‘দেড় ইস্কিয়া’ ২০১৪ এর জানুয়ারি মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

৪৬ বছর বয়সী এই অভিনেত্রীর সৌন্দর্যের রহস্য সম্পর্কে জানতে চাইলেদুই সন্তানের জননী বলেন, শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতাই এর মূল রহস্য। এটার উপরে আর কোন রহস্য নেই। আমার খাদ্যাভ্যাস, জীবনযাপন এবং আমার কোন বাজে অভ্যাস নেই। যা ফুটে উঠে আমার সৌন্দর্য হিসেবে। সূত্র: ইন্ডিয়া টুডে
- See more at:



TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,
Heisman, Foot Locker, Sandy Hook, Khloe Kardashian, Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, Ethan Couch, sexy-wallpapers, Army Navy Game, Maurice Clarett, Cody Walker, Khloe Kardashian, entertainment news, Hollywood,  actress, Bollywood, Hot, Sexy,  Madhuri,  Ranbir, Bollywood superstars,
 



সালমানও ভাবী বললেন ক্যাটরিনাকে!


বলিউড অভিনেতা সালমান খান শেষ পর্যন্ত সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফকে ‘ভাবী’ বলে মেনে নিলেন! ক্যাটরিনাকে ‘ভাবী’ বলে সম্বোধন করে ইতোমধ্যেই মিডিয়াতে ঝড় তুলেছেন কারিনা কাপুর খান। আর এ বিষয়ে সালমানের মন্তব্য চাওয়া হলে, তিনি নিজেও ক্যাটরিনাকে ভাবী বলে মেনে নেন।

মিডডে পত্রিকার খবর অনুযায়ী, সম্প্রতি নতুন সিনেমা ‘জয় হো’র ট্রেইলার উদ্বোধনের দিনে এ কথা বলেছেন সালমান।

সালমান কৌতুক করে বলেন, “যদি কারিনার ভাবী হয়, তাহলে তো আমারও ভাবী হয়ে গেল! তাই না?”

কারিনার বড় বোন কারিশমার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের সুবাদে ওই অভিনেত্রীকে নিজের ছোটবোনের মতোই দেখেন সালমান। আর তাই কারিনা যাকে ভাবী বলবেন, তাকে সালমানও ভাবী বলে সম্বোধন করবেন।

অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে প্রেম চুকে যাবার পর সালমানের জীবনে আসেন ক্যাটরিনা কাইফ। বলা হয়, সালমানের হাত ধরেই বলিউডে প্রতিষ্ঠিত হয়েছিলেন ক্যাটরিনা। তবে নিজেদের সম্পর্কের কথা কখনও মিডিয়ায় স্বীকার করেননি কেউই।

অবশেষে ২০১১ সালে এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানান, বেশ কয়েক বছর প্রেমের পর ২০১০ সালে তার সঙ্গে বিচ্ছেদ ঘটে সালমানের।

এরপর থেকে রনবীর কাপুরের সঙ্গে অভিনেতা ক্যাটরিনার ঘনিষ্ঠতা বাড়ে।

চলতি বছরে সালমানের কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে ২০১৪ সালের শুরুতেই মুক্তি পাবে অ্যাকশন ধাঁচের সিনেমা ‘জয় হো’। ২৪ জানুয়ারি মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমার ট্রেইলার ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে।

- See more at: 



TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,
Heisman, Foot Locker, Sandy Hook, Khloe Kardashian, Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, Ethan Couch, sexy-wallpapers, Army Navy Game, Maurice Clarett, Cody Walker, Khloe Kardashian, entertainment news, Hollywood,  actress, Bollywood, Salman Khan,  katerina kaif, Bollywood superstars,

আমির-ক্যাটরিনার বিরুদ্ধে অভিযোগ

Amir Khan and Katerina Kaif
আমির খান ও ক্যাটরিনা কাইফের বিরুদ্ধে ধর্মীয় অনূভূতিতে আঘাত হানার অভিযোগ উঠেছে। ‘ধুম থ্রি’র ‘মালাং’ গানটিতে পারফর্ম করার জন্য তাদের বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়েছে।

একই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে ‘মালাং’ গানটির সুরকার সামির আনজান ও ‘ধুম থ্রি’র ছবির প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মসের বিরুদ্ধে। এ ব্যাপারে আদালত থেকে লিগাল নোটিশও পাঠানো হয়েছে।

‘ধুম থ্রি’ ছবিটি মুক্তি পাচ্ছে ২০ ডিসেম্বর। শেষ মুহূর্তে আদালতের এমন পদক্ষেপে বিস্মিত হয়েছেন সামির। তিনি বলেন, “শেষ মুহূর্তে আদালতের এমন পদক্ষেপের অর্থ পরিচালককে অহেতুক ঝামেলায় ফেলা। ‘রামলীলা’ ছবিটিকেও এমন ঝামেলার মুখোমুখি হতে হয়েছে।

‘হাউজফুল টু’ ছবির ‘আনারকলি ডিসকো চলি’ গানটির জন্যও আমাকে অনেক ঝামেলায় পড়তে হয়েছিল। অথচ এখন এটা অন্যতম সেরা গান হিসেবে বিবেচিত হচ্ছে। আপনার কী মনে হয় কোনো সম্প্রদায় কিংবা ধর্মীয় অনূভুতিতে আঘাত হানকে এমন কোনো গানে আমির খান পারফর্ম করবেন?”
- See more at:



TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,
Heisman, Foot Locker, Sandy Hook, Khloe Kardashian, Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, Ethan Couch, sexy-wallpapers, Army Navy Game, Maurice Clarett, Cody Walker, Khloe Kardashian, entertainment news, Hollywood,  actress, Bollywood, Amir Khan, katerina kaif,