এফএনএস বিনোদন : নাটকের গল্পে দেখা যাবে, যাত্রাপালার নর্তকী প্রিন্সেস জরিনা। গ্রাম-গঞ্জে নেচে বেড়ান। এক গ্রামে নাচতে গিয়ে তাঁর সঙ্গে হঠাৎ করেই পরিচয় হয় হারুন নামের এক সাধারণ গ্রাম্য যুবকের। দুজনেরই দুজনকে ভালো লেগে যায়।
এদিকে গ্রামে অবস্থান করা পাকিস্তানি মেজরেরও ভালো লাগে জরিনাকে। যাত্রাপালা করে জরিনা যে অর্থ উপার্জন করেন, তা ব্যয় করা হয় মুক্তিযোদ্ধাদের জন্য। হারুনও মুক্তিযুদ্ধ করতে চান কিন্তু বৃদ্ধ মায়ের কারণে যেতে পারেন না। তবুও তাঁর মনে হয় যদি একটা অস্ত্র থাকত, তাহলে যুদ্ধটা হয়তো করা যেত।
অন্যদিকে রাজাকাররা জেনে যায়, হারুনের সঙ্গে জরিনার সম্পর্কের কথা। সে জন্য তারা হারুনের বাড়ি আক্রমণ করে তাঁর মাকে মেরে ফেলে। প্রতিশোধের স্পৃহা জেগে ওঠে হারুনের। তাঁকে সহযোগিতা করেন জরিনা।
মেজবাহ উদ্দিন সুমনের রচনা ও তুহিন হোসেনের পরিচালনায় ‘প্রিন্সেস জরিনা’ নাটকে তিশা ছাড়া আরও অভিনয় করেছেন শ্যামল মাওলা, সেতু, রুমি, নিপা প্রমুখ।
- See more at:
TAG: Fairnews24
No comments:
Post a Comment