Saturday, December 14, 2013

আদালতের রায়ে সহস্রাব্দ প্রাচীন সমকাম আজ বিকৃত





lesbian sex....
অজিত রায়: সমকামিতা অপরাধ। সুপ্রিম কোর্টের এই রায়ে এখন তোলপাড় গোটা দেশ। অথচ আদিকাল থেকেই তো আমরা দেখে আসছি শিল্প-সাহিত্যেও মানুষের একান্ত ব্যক্তিগত এই অভিলাষের প্রতিফলন। গ্রিক সভ্যতা থেকে প্রাচীন ভারত। সমকামিতার উদাহরণ যুগে যুগে। আধুনিক সাহিত্য-সিনেমাতেও বারবার জায়গা করে নিয়েছে সমকামী মানুষের গল্প। প্রাচীন নাগরিক সমাজ, ব্যক্তির স্বাধীনতা, আধুনিক রাষ্ট্রব্যবস্থার ধারণা যেখানে জন্ম নিয়েছিল গ্রিসে। সেই গ্রিস, যে কখনও নাগরিকের যৌন স্বাধীনতায় হস্তক্ষেপ করেনি। সমলিঙ্গ যৌন সংসর্গের বৈধতা নিয়ে কোনও প্রশ্ন ছিল না সেখানে। হেরোডেটাস, প্লেটোর মতো দার্শনিক-চিন্তাবিদদের লেখায় আকছার পাওয়া যায় সমকামী সম্পর্কের কথা। আনুমানিক খ্রিস্ট পূর্ব ষষ্ঠ শতাব্দীতে গ্রিসের লেসবস দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন স্যাফো। এই মহিলা কবির লেখার প্রতিটি পরতে পরতে নারী শরীরের বন্দনা। স্যাফোর জন্মস্থান লেসবস থেকেই তো অভিধানে জায়গা পেয়েছে লেসবিয়ান শব্দটি।

পাশ্চাত্য থেকে এবার আসা যাক প্রাচ্যে। ইতিহাস বলছে, প্রাচীন পারস্যে সমকামী সম্পর্কের চল ছিল। যেমনটা ছিল, এই ভারতবর্ষেও। বহু হিন্দু মন্দিরের দেওয়ালের ভাস্কর্য তো সমকামেরই অভিজ্ঞান। খাজুরাহোর শিল্পকীর্তিতে তো রয়েছে গ্রুপ সেক্সের নিদর্শনও। মহাভারতে বৃহন্নলা আর শিখণ্ডি, পুরাণে বিষ্ণুর মোহিনী রূপ আর অর্ধনারীশ্বর শিব, মহাকাব্য- পুরাণের পাতায় পাতায় যেন তৃতীয় লিঙ্গের সদর্প উপস্থিতি। এমনকী, বাতসায়নের কামসূত্রও বলছে সমকামিতা যৌন সম্পর্কেরই অন্য রূপ।

আধুনিক সাহিত্যেও বহু লেখকের কলমে স্বীকৃতি পেয়েছে সমকামিতা। প্যারিসের রাস্তায় ঘুরতে ঘুরতে যে মানুষটি খুঁজে পেয়েছিলেন নিজের যৌনসত্ত্বা, তাঁর কথা জেমস বল্ডউইন লিখে গেছেন জিওভান্নিজ রুম বইয়ে। ই এম ফস্টারের মৃত্যুর পর প্রকাশিত হয় মাউরাইস। ব্রিটেনে যখন সমকামিতা নিষিদ্ধ ছিল, তখন দুই পুরুষের প্রেমের গল্প যার উপাখ্যান। অস্কার ওয়াইল্ডের জীবনী লিখতে গিয়ে প্রখ্যাত এই সমকামী সাহিত্যিকের জীবনের নানা দিক তুলে ধরেছেন রিচার্ড এলম্যান

দীপা মেহতার ফায়ার বা মধুর ভাণ্ডারকারের পেজ থ্রি। সমকালে ভারতীয় সিনেমাতেও সমলিঙ্গ প্রেমের হরেক উদাহরণ। সদ্যপ্রয়াত ঋতুপর্ণ ঘোষের চিত্রাঙ্গদা, কিংবা তিনকন্যা, তাসের দেশের মতো হাল আমলের নানা বাংলা ছবির গল্পও ঘিরেছে সমকামী সম্পর্ক।

ইতিহাস বর্তমান, কোনও কালেই সমকামিতাকে অস্বীকার করার উপায় না থাকলেও রক্ষণশীল সমাজের বাধা আছেই। বছর দুয়েক আগে এই কলকাতায় একটি নৃত্যগোষ্ঠী তাঁদের উপস্থাপনায় গে রিলেশনশিপ তুলে ধরতে গিয়ে পড়ে প্রবল বিক্ষোভের মুখে। অস্বাভাবিকতার দোহাই দিয়ে বারবার দমিয়ে দেওযার চেষ্টা হয়েছে মানবের ইচ্ছেকে। অথচ কী আশ্চর্য, সেই আদিকাল থেকেই তো মানবমনের গোপন ঠিকানার হদিশ করতে করতেই তো এগিয়েছে আমাদেরে শিল্প-সাহিত্য-সিনেমা।
- See more at




TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,
Sandy Hook, Khloe Kardashian, Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, Ethan Couch, sexy-wallpapers, Sapho,  Homosexuality,  Supreme Court,  Art & Culture,  Greece, India, Delhi, Mombai, Indian, lesbian sex, 

ভেঙে গেল হৃত্বিক ও সুজানের ১৩ বছরের সংসার


অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে ভেঙে গেল হৃত্বিক রোশন ও সুজানের ১৩ বছরের সংসার। একটি বিবৃতিতে হৃত্বিক এ খবর নিশ্চিত করে বলেছেন, ‘সুজানে আমার কাছ থেকে আলাদা হয়ে যাওয়ার এবং ১৭ বছরের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। এটা আমার পরিবারের জন্য খুবই খারাপ একটি সময়। আমি মিডিয়া ও অন্যদের অনুরোধ জানাই যেন আমাদের প্রাইভেসি ক্ষুণ্ন না করা হয়।‌’

গত চার মাস ধরেই হৃত্বিক ও সুজানের সম্পর্ক নিয়ে কথা চলছে। ধারণা করা হচ্ছিল, এসময় দুজন আলাদা থাকছেন। লোকজনের সামনে দুজনকে এর মধ্যে একত্রে দেখা যায়নি। এমনকি ক্রিস থ্রির সাফল্যেও হৃত্বিকের পাশে ছিলেন না সুজানে।

হৃত্বিক ও সুজানের দুই সন্তান রেহান ও হৃধানের বয়স এখন ৭ ও ৫।

- See more at:



TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,
Sandy Hook, Khloe Kardashian, Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, Ethan Couch, sexy-wallpapers, ali zafor, actress, Pakistani actress, Asian hot male actress, lesbian sex, Bollywood lesbian movie, girlfriend, female-female sex, female sex partners, India, Mombai, Indian hot female, Indian hot girl, soha ali khan hot, bollywood hot actress, JenniferLopez-Vucud, bollywood heartthrob,  Hrithik Roshan, spotted kiss, suzanne khan, kisses,

"জেলের ভিতর মদ খেয়েছেন সঞ্জয়"


Bollywood prominent Hero Sanjoy Datta

জেলের মধ্যে সঞ্জয় দত্তকে মদ খেতে দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক বিনোদ তাওড়ে। তাঁর অভিযোগ, জেল রক্ষীরাই একাজে সঞ্জয়কে সাহায্য করছেন। তাঁরাই সঞ্জয়কে মদ সরবরাহ করছেন। সঞ্জয় জেলের ভিতর বসে কাদের মদতে এই বেআইনি কাজ করছেন তার তদন্ত হওয়া দরকার।
উল্লেখ্য, জেলের মধ্যে মদ খাওয়া একেবারেই নিষিদ্ধ। তা সত্ত্বেও কীভাবে সঞ্জয় এই বেআইনি কাজ করছেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। যদিও এই অভিযোগের সত্যতা তদন্ত সাপেক্ষ বলে মনে করছে পুলিশ।
আপাতত স্ত্রী মান্যতার অসুস্থতার কারণে ৩০ দিনের জন্য প্যারোলে মুক্ত হয়ে জেলের বাইরে রয়েছেন সঞ্জয় দত্ত। ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ মামলায় পুণের ইয়েড়েওয়ারা জেলে সাজা কাটাচ্ছেন এই অভিনেতা। সেখানে কাগজের প্যাকেট তৈরির কাজ বরাদ্দ করে হয়েছে তাঁর জন্য।পুণের ডিভিশনাল কমিশনার প্রভাকর দেশমুখ বলেন, "৩০ দিনের জন্য প্যারোলে মুক্ত রয়েছেন সঞ্জয়। জেল আধিকারিকরা তাঁর এই প্যারোলে মুক্তি আবেদন অনুমোদন করেছেন।" মুম্বই পুলিশের সহকারি কমিশনার তাঁর হয়ে প্যারোলে মুক্তির সুপারিশ করেন। সেই সুপারিশ বিবেচনা করে সঞ্জয়কে ৩০ দিনের জন্য জেলের বাইরে থাকার অনুমতি দেওয়া হয়। উল্লেখ্য, এর আগে শারীরিক কারণে ১৫ দিনের জন্য প্যারোলে মুক্ত ছিলেন সঞ্জয়। source: পিটিআই




TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,
Sandy Hook, Khloe Kardashian, Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, Ethan Couch, sexy-wallpapers, ali zafor, actress, Pakistani actress, Asian hot male actress, lesbian sex, Bollywood lesbian movie, girlfriend, female-female sex, female sex partners, India, Mombai, Indian hot female, Indian hot girl, soha ali khan hot, bollywood hot actress, JenniferLopez-Vucud, priyanka chopra, sanjoy datta,
 


জেনিফার লোপেজকে অনুকরণ করছেন প্রিয়াঙ্কা

ফের আমেরিকান অভিনেত্রী-গায়িকা জেনিফার লোপেজকে নকল করার অভিযোগ ওঠেছে প্রিয়াঙ্কা চোপড়ার বিরুদ্ধে।

সম্প্রতি ‘গুন্ডে’ ছবির একটি গান প্রকাশ করা হয়েছে। আর এতে নেচেছেন প্রিয়াঙ্কার। তার পরনের পোশাক নিয়েই যত আলোচনা-সমালোচনা। কারণ বেশ কয়েকমাস আগ ঠিক এ পোশাক পরেই এক স্টেজ শোতে পারফর্ম করেছিলেন হলিউড তারকা জেনিফার।

নিজের মিউজিক ভিডিও ‘এগজোটিক’ গানেও জেনিফারের মতো পোশাক পরেছিলেন প্রিয়াঙ্কা। তখনও সমালোচনা মুখে পড়েছিলেন তিনি। তখন অবশ্য সব অভিযোগ তিনি অস্বীকার করেন।

এবার আবারও জেনিফারকেই নকল করলেন প্রিয়াঙ্কা। আমেরিকান অভিনেত্রীকে নকল করার বৃত্ত থেকে ঝংলি বিলি যেন কিছুতেই বের হতে পারছেন না। নাকি বেরই হওয়ার চেষ্টাই করছেন না!
- See more at:



TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,
Sandy Hook, Khloe Kardashian, Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, Ethan Couch, sexy-wallpapers, ali zafor, actress, Pakistani actress, Asian hot male actress, lesbian sex, Bollywood lesbian movie, girlfriend, female-female sex, female sex partners, India, Mombai, Indian hot female, Indian hot girl, soha ali khan hot, bollywood hot actress, JenniferLopez-Vucud, priyanka chopra,

অনাগত সন্তানের অপেক্ষায় ন্যান্সি


রেকর্ডিং, স্টেজ শো এমনকি অ্যালবামের সব কাজ বন্ধ রেখেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। এখন তাঁর অপেক্ষা শুধু অনাগত সন্তানের জন্য। ময়মনসিংহের শ্বশুরবাড়িতে অধীর আগ্রহে দ্বিতীয় সন্তানের মুখ দেখার অপেক্ষা করছেন এই সঙ্গীতশিল্পী।

চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী সব কাজকর্ম করছেন তিনি। ন্যান্সি বলেন, ‘চিকিৎসক আমাকে জানিয়েছেন জানুয়ারি মাসের শেষ দিকে আমার সন্তান পৃথিবীতে আসবে। এরই মধ্যে শারীরিক অবস্থারও অনেক পরিবর্তন হয়েছে। এই শরীর নিয়ে শো কিংবা রেকর্ডিং কোনোকিছু করতে ইচ্ছে করছে না। তা ছাড়া চিকিৎসকও আমাকে পুরোপুরি বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন। তাই সব ধরনের কাজকর্ম বাদ দিয়ে অনাগত সন্তানের অপেক্ষায় দিন গুনছি।’

আগামী বছরের মার্চ মাস থেকে আবারও কাজে নিয়মিত হতে পারবেন বলে আশা করছেন শিল্পী ন্যান্সি। সবার কাছে অনাগত সন্তানের জন্য দোয়া চেয়েছেন তিনি।

ন্যান্সি জানান, তিনি সর্বশেষ অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রি’ ছবির গানে কণ্ঠ দিয়েছেন। ছবিটিতে ন্যান্সির গানটির সুর-সঙ্গীত পরিচালনা করেছেন সন্ধি। এ ছাড়া সম্প্রতি একটি মিশ্র গানের অ্যালবামেও কণ্ঠ দিয়েছেন তিনি।
- See more at: http:



TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,
Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, Ethan Couch, sexy-wallpapers, ali zafor, actress, Pakistani actress, Asian hot male actress, lesbian sex, Bollywood lesbian movie, girlfriend, female-female sex, female sex partners, India, Mombai, Indian hot female, Indian hot girl, soha ali khan hot, bollywood hot actress,nancy

Friday, December 13, 2013

নিজেকে প্রমাণ করতে হলে প্রতিনিয়তই শিখতে হয়: সোহা আলী খান



অভিনয় জগতকে সম্ভাবনার বিশাল একটা ক্ষেত্র উল্লেখ করে সোহা বলেন, একজন অভিনয় শিল্পী হিসেবে আপনি সম্ভাবনার যে প্লাটফর্ম পাবেন, তা পৃথিবীর অন্য কোনো কাজের ভেতর পাবেন না। আপনি যদি দক্ষ হন, তবে সাফল্যে আপনার কাছে ধরা দিবেই।

সোহা আরও বলেন, আমাকে বুদ্ধিমত্তার পরীক্ষা সবসময়ই দিতে হয়। ইন্ডাস্ট্রির বাইরে সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন ধরণের মানুষকে প্রতিদিন সামলাতে হয়। তারা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে চান। সেসময় আমাকে অভিজ্ঞতার স্বাক্ষর রাখতেই হয়।

৩৫ বছর বয়সী এই অভিনেত্রীর কণ্ঠে শোনা গেল শিক্ষার জয়গান, আমি বিভিন্ন দৈনিকে, ম্যাগাজিনে কলাম লিখি। এছাড়া অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির নিমন্ত্রণ রক্ষা করি। আপনি যখন এসব করবেন, তখন আপনাকে শিক্ষিত এবং তথ্যাভিজ্ঞ হতেই হবে। অন্যথায় সমস্যায় পড়বেন আপনি নিজেই।

উল্লেখ্য বেশ কয়েক বছর আগে বলিউড অঙ্গনে এসেছেন সোহা আলী খান। ‘রঙ দে বাসন্তী’ ছবিতে অভিনয় করে তিনি সফলতা পেয়েছেন। সময়ের সাথে সাথে দেখেছেন, শিখেছেন অনেক কিছু। তাই বলিউড সম্পর্কে তার ধারণা একেবারে ফেলে দেয়ার মতো নয়।
- See more at:

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ‘গ্রাজুয়েশন’ শেষ করা অভিনেত্রী সোহা আলী খান মনে করেন, বলিউডে টিকে থাকা এত সহজ নয়। বুদ্ধিমত্তার ঘাটতি থাকলে এই জগতে ভালো করা যায় না। নিজেকে প্রমাণ করতে তাই শিখতে হয় প্রতিনিয়ত।



TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,
Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, Ethan Couch, sexy-wallpapers, ali zafor, actress, Pakistani actress, Asian hot male actress, lesbian sex, Bollywood lesbian movie, girlfriend, female-female sex, female sex partners, India, Mombai, Indian hot female, Indian hot girl, soha ali khan hot, bollywood hot actress,

বলিউডের ১০ সমকামিতা বিষয়ক ছবি

বুধবার ভারতের সুপ্রিম কোর্ট সমকামিতাকে অপরাধ হিসেবে গণ্য করতে বলায় অনেকেরই বিবেক নড়ে উঠেছে। প্রতিবাদ হচ্ছে এমনকি সেই প্রতিবাদে অংশ নিয়েছেন বলিউড তারকারাও। ভারতীয় ছবিতে বিভিন্ন সময়ে বিষয়বস্তু হিসেবে উঠে এসেছে সমকামিতা। বলিউডের সমকামিতা বিষয়ক ১০টি ছবির উল্লেখ করা হলো এখানে।

ফায়ার (১৯৯৭): ভারতে সমকামী ছবি তৈরির পথপ্রদর্শক দীপা মেটা। তাঁর ট্রিলজির প্রথম ছবি ফায়ার। বৈবাহিক জীবনের সমস্যায় জর্জরিত দুই মহিলার শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ার কাহিনি নিয়ে ফায়ার ভারতে আগুন জ্বলেছিল। বক্সঅফিসে মুক্তি রক্ষণশীল সমাজের ভ্রুকুটি এড়াতে পারেনি ফায়ার।

বমগে (১৯৯৬): বমগে সমকামিতার ওপর তৈরি ভারতের প্রথম ডকুছবি বমগে। যদিও ভারতে মুক্তি পায়নি এই ছবি। কবি আর. রাজ রাওয়ের লেখার ওপর, মুম্বাইয়ের গে সংস্কৃতি নিয়ে গে পরিচালক রিয়াদ ভিঞ্চি ওয়াদিয়ার ছবিতে অভিনয় করেছিলেন রাহুল বোস।

ম্যাঙ্গো সুফলে (২০০২): ৬ বছর পর ম্যাঙ্গো সুফলে বানিয়েছিলেন সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারপ্রাপ্ত মহেশ দত্তানি। একাকিত্বে ভোগা গে ফ্যাশন ডিজাইনারের গল্প কমিক মোড়কে উপস্থাপন করেছিলেন মহেশ। ফায়ারের মতো প্রতিবাদের মুখে না পড়তে হলেও, চুপিচুপি মুক্তি পেয়ে চুপিচুপিই হলো থেকে চলে গিয়েছিল ম্যাঙ্গো সুফলে।

কাল হো না হো (২০০৩): মুম্বইয়ের মেনস্ট্রিম ধারায় সমকামিতাকে ব্যঙ্গাত্মক রূপ দিয়েছিলেন করণ জোহর। তবে শুধু সমকামিতা নয়, সমকামিতার প্রতি মানুষের ভুরু কোঁচকানোও করণ তুলে এনেছিলেন ছবিতে। শাহরুখ ও সাইফ আলি খানের গে সম্পর্ক দেখে চমকে ওঠেন ছবির চরিত্র কান্তা বেন।

গার্লফ্রেন্ড (২০০৪): গে সম্পর্ক নিয়ে ছবি বেশ কিছু হলেও লেসবিয়ান সম্পর্ক নিয়ে ছবি ফায়ারের পর হয়েছে গার্লফ্রেন্ড। দুই বন্ধুর মধ্যে একজন লেসবিয়ান, অন্যজন বাইসেক্সুয়াল। বন্ধুর সঙ্গে সমকামিতার সম্পর্ক ছাড়াও তার জীবনে ছিল প্রেমও। সমকামিতার সম্পর্ক ও স্ট্রেট সম্পর্কের দ্বন্দ্ব, বয়ফ্রেন্ড ও বন্ধুর মধ্যে যৌন হিংসা, নিয়ে এগিয়েছে গার্লফ্রেন্ডের গল্প।

মাই ব্রাদার নিখিল (২০০৫): প্রথম ছবিতেই গে সমকামিতাকে দারুণ সফলভাবে নিয়ে এসেছিলেন গে পরিচালক ওনির। ভারতের মতো দেশে থেকে সমকামিতার কারণে একঘরে হয়ে যাওয়া থেকে এইডস নিয়ে বাঁধাধরা ধারণা, সর্বোপরি পরিবারের পাশে দাঁড়ানো, সবকিছুই ওনির তুলে ধরেছিলেন ছবিতে।

হনিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড (২০০৭): ছটি সদ্যবিবাহিত জুটির হনিমুনের গল্পো। এই ছয় জোড়ার মধ্যেই ছিলেন সমকামী সদ্য বিবাহিত এক পুরুষ। কীভাবে সেখান থেকেই অন্য সমকামী পুরুষের প্রতি আকর্ষণ ও বৈবাহিক সম্পর্কেও নিজেদের নিজেদের পছন্দের জায়গা বেছে নেন তারা।

দোস্তানা (২০০৮): পাঁচ বছর আবার একই বিষয় রুপোলি পর্দায় নিয়ে আসেন করণ জোহর। অভিষেক বচ্চন আর জন আব্রাহামের সাজানো গে সম্পর্ক বক্সঅফিসে প্রথমবারের জন্য কিছুটা হলেও দর্শকদের আনুকূল্য পেয়েছিল। পরে বম্বে টকিজ ছবিতেও সমকামিতা দেখিয়েছেন করণ।

ফ্যাশন (২০০৮): ফ্যাশন ছবিতে সমকামিতার অন্য দিক তুলে ধরেন মধুর ভান্ডারকর। সমাজের সামনে নিজের সমকামিতা লুকিয়ে রাখতে বন্ধু মুগ্ধা গডসেকে বিয়ে করেন গে ডিজাইনার সমীর সোনি।

ডোননো হোয়াই...না জানে কিঁউ (২০১০): তিন বছর আগেও সমকামিতা নিয়ে ছবি ডোননো হোয়াই...না জানে কিঁউ কে সেন্সরবোর্ডের চোখরাঙানির মুখে পড়তে হয়েছে। এমনকি, সমকামিতার দৃশ্যে অভিনয়ের জন্য অভিনেতা যুবরাজ পরাশরকে ত্যাজ্য করেছিল তার পরিবার।
- See more at:



TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,
Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, Ethan Couch, sexy-wallpapers, ali zafor, actress, Pakistani actress, Asian hot male actress, lesbian sex, Bollywood lesbian movie, girlfriend, female-female sex, female sex partners, India, Mombai, Indian hot female, Indian hot girl,

এশিয়ার সবচেয়ে আবেদনময় পুরুষ আলী জাফর

অভিনেতা আলী জাফর পাকিস্তানের প্রথম ব্যাক্তি যিনি ইস্টার্ন আই নিউজপেপার এর আবেদনময় ৫০ পুরুষের তালিকার প্রথম স্থান দখল করে নিয়েছেন।

৩৩ বছর বয়সী এই অভিনেতা ২বার এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়া ঋত্বিক রোশানকেও ছাপিয়ে গেছেন। এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন ঋত্বিক।

আলী জাফর বলেন, এটা খুব আনন্দের এবং আমি কখনো এতো বড় প্রাপ্তির কথা চিন্তাই করতে পারিনি।
তিনি আরও বলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে মনেপ্রাণে সমর্থন করেছেন।
- See more at:



TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,
Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, Ethan Couch, sexy-wallpapers, ali zafor, actress, Pakistani actress, Asian hot male actress,ali zafar,

ছেলে সন্তানের মা হলেন কেট উইন্সলেট

 এক বছরেরও বেশি সময় ধরে চুটিয়ে প্রেম করার পর ২০১২ সালের ডিসেম্বরে নেড রকনলকে বিয়ে করেন অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী কেট উইন্সলেট। এবার রকনলকে প্রথম সন্তান উপহার দিলেন ৩৮ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। ৭ ডিসেম্বর শনিবার যুক্তরাজ্যের এনএইচএস হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন কেট উইন্সলেট।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কেটের মুখপাত্র জানিয়েছেন, ‘মা এবং ছেলে দুজনই সুস্থ আছে।’ রকনলকে প্রথম সন্তান উপহার দিলেও, এই নিয়ে তৃতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ নিলেন ‘টাইটানিক’ তারকা কেট উইন্সলেট। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ডেইলিমেইল।

প্রথম স্বামী ব্রিটিশ নির্মাতা জিম থ্রিপলটনের সঙ্গে কেটের প্রথম মেয়ে মিয়া থ্রিপলটনের বয়স এখন ১৩। ২০০১ সালের ডিসেম্বরে জিমের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর ‘স্কাইফল’ ছবির নির্মাতা স্যাম মেন্ডেসের সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়ান কেট। ২০০৩ সালের মে মাসে গাঁটছড়া বাঁধেন কেট ও স্যাম। একই বছরের ডিসেম্বরে তাঁদের ঘরে আসে ছেলে জো মেন্ডেস। ২০১১ সালে কেট ও স্যামের বিচ্ছেদ হয়ে যায়।

স্যাম মেন্ডেসের সঙ্গে বিচ্ছেদের পরপরই যুক্তরাজ্যের ধনাঢ্য ব্যবসায়ী ও ভার্জিন গ্যালাক্টিকের প্রধান রিচার্ড ব্র্যানসনের ভাতিজা নেড রকনলের সঙ্গে পরিচয় হয় কেটের। কিছুদিনের মধ্যেই অভিসারে মেতে ওঠেন নেড ও কেট। বাগদানের পর ২০১২ সালের সেপ্টেম্বরে নিউইয়র্ক ছেড়ে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তাঁরা। একই বছরের ডিসেম্বরে ঘরোয়া আয়োজনে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

কেটের আগে ব্রিটিশ চলচ্চিত্র প্রযোজক ভিসকাউন্ট কাউড্রে’র মেয়ে এলিজা পিয়ারসনকে বিয়ে করেছিলেন ভার্জিন গ্যালাক্টিকের নির্বাহী কর্মকর্তা নেড রকনল।
- See more at:

TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,

Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, Ethan Couch, kate winslet, sexy-wallpapers,

রণবীরের বিয়েতে ‘বেশরম’ গানে নাচব: ক্যাটরিনা

বিয়ে নিয়ে ভক্তদের বেশ দোটানার মধ্যে রেখেছেন রণবীর-ক্যাটরিনা জুটি। একজন বিয়ে প্রসঙ্গে লজ্জা পান অন্যজন আবার নাকি বিয়ের জন্য এখনো প্রস্তুত নন। আসলে কি করতে যাচ্ছেন এই সময়কার দুই আলোচিত জুটি! বিয়ের পিড়িতে বসি বসি করতেই উল্টো পথে হাঁটতে শুরু করলেন ক্যাটরিনা।

রণবীর কাপুর আর ক্যাটরিনা কাইফের বিয়েতে কারিনা কাপুরের নাচ প্রসঙ্গে খোদ ক্যাটরিনা বলেন, ওরা কেউই দুজন চাচাতো ভাইবোন কাজেই ওরা একজন আরেকজনকে নিয়ে মজা করতেই পারে। এমন কোন কিছু (রণবীরের সাথে বিয়ে) ঘটতে যাচ্ছে না।

তাই যদি হয় তবে রণবীর কাপুরের বিয়েতে ক্যাটরিনা কোন গানে নাচতে যাচ্ছেন এমন প্রশ্নের জবাবে ক্যাটরিনা বলেন, কোন কারণে যদি একান্তই নাচতে হয় তবে আমি অবশ্যই ‘বেশরম’ গানে নাচব।

‘ক্যাটরিনা তার জীবনে বিশেষ স্থান দখল করে আছে এবং যার জন্য রণবীর কাপুর সবকিছু করতে পারেন’ রণবীরের এমন কথায় ক্যাটরিনার জবাব,আমিও খুব কাছের মানুষটির জন্য আমার জীবন উৎসর্গ করতে পারি, রণবীর যদি তাদের মধ্যে পড়েন তবে অবশ্যই তার জন্যও একই কাজ করবো আমি। যখন তার আমাকে প্রয়োজন হবে তার পাশে থাকব।

বিয়ে প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, আগামী ২০ থেকে ৩০ বছরের মধ্যে আমি বিয়ে করছি না। এটাই চূড়ান্ত এবং মাথায় গেঁথে নিন, আমি এখন কাউকেই বিয়ে করতে যাচ্ছি না।
- See more at:

TAG: fns,fairnews24, Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, Dhaka, Bangladesh, suny leon, Ethan Couch, Katrina Kaif bikini, katrina kaif, bikini, katrina kaif hot, sexy katriana kaif,

Thursday, December 12, 2013

বিগ বসের পুরুষ প্রতিযোগীদের সাথে ডেটিং করবেন সানি লিওন!

এফএনএস বিনোদন : কানাডিয়ান পর্ণতারকা সানি লিওন নিজ দক্ষতায় জায়গা করে নিয়েছেন বলিউড অঙ্গনে। বিগ বসের পঞ্চম শোতে তিনি তার উষ্ণতা দিয়ে মাতিয়ে রেখেছিলেন বিগ বস হাউজ এবং এই অভিনেত্রী আবারও সেখানে ডেটিং বিষয়ক কাজের জন্য প্রবেশের সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদসূত্র অনুযায়ী, আগামী সপ্তাহে সানিকে বিগ বস শোতে দেখা যাবে। তিনি সেখানে একটি ডেটিং বিষয়ক কাজ করবেন। সব পুরুষ প্রতিযোগীদের বলা হবে সানির সাথে ডেটিং করতে এবং যার যার নিজস্ব কৌশলে সানিকে মুগ্ধ করতে।

এখন এটা পরিষ্কার জানা যাবে, বিগ বসের প্রেমিক আরমান, কুশাল, আজাজের মেয়ে ভোলানোর দক্ষতা কতখানি এবং তারা সানির সৌন্দর্যে আকর্ষিত হন কিনা। বিগ বস শোর পরবর্তী এপিসোডে এই নিয়ে থাকছে এক বিশেষ চমক। সূত্র: জিনিউজ
- See more at:

tago.. that is suny leon, hot porn star of Idia. 

FNS, Fairnews24, Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, sexual relations, sexy, sex, hot, porn star, Saudi arabia women, women want to need sex, Dhaka, Bangladesh, suny leon

যৌন চাহিদা পূরণের আন্দোলনে নেমেছেন সৌদি আরবের ছাত্রীরা

এফএনএস ; এবার নিজেদের যৌন চাহিদা পূরণের আন্দোলনে নেমেছেন সৌদি আরবের ছাত্রীরা। এ আন্দোলনের অংশ হিসেবে চিরকুমারীত্ব রোধে প্রত্যেক পুরুষকে ৪ স্ত্রী রাখার আহ্বান জানিয়েছেন তারা। দেশটির দাহরান অঞ্চলের একদল কলেজ ছাত্রী টুইটার প্রচারণায় এ আহ্বান জানান। এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এরই মধ্যে তারা টুইটাইরে প্রচার অভিযান জোরদার করেছে।তারা ইসলাম ধর্মের এ সংক্রান্ত বিধানের আলোকে এ ধরনের পদক্ষেপ নিতে ধনী ও শারীরিক দিক থেকে সক্ষম পুরুষদের প্রতি আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

গণমাধ্যম জানায়, সৌদি আরবে মেয়েদের চিরকুমারী থাকার সমস্যা দিনকে দিন বাড়ছে। দেশটিতে এ ধরণের নারীর সংখ্যা গত ২০১২ সালেই ১০ লাখে উন্নীত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে অনেকেই চিরকুমারীত্ব রোধে এ প্রচার অভিযানের প্রশংসা করলেও সৌদি আরবের বিবাহিত মহিলারা এর বিরোধিতা করেছেন।
অন্যদিকে সৌদি পুরুষরা বলছেন, তারা এক স্ত্রীকে রেখেই দ্বিতীয় বিয়ে করতে ভয় পাচ্ছেন। কারন তাতে সংসারে অশান্তি দেখা দেয়ার সম্ভাবনা রয়েছে। একজন সৌদি পুরুষ বলেছেন, কেউ যখন এ ব্যাপারে নিশ্চিত হতে পারবেন যে তিনি প্রথম ও দ্বিতীয় স্ত্রী উভয়ের সঙ্গেই ন্যায়বিচারপূর্ণ আচরণ করতে পারবেন কেবল তখনই তিনি এ ধরনের বিয়ের কথা ভাবতে পারেন।

সামিয়া আল দানদাশি নামের এক সৌদি নারী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, প্রত্যেক সৌদি পুরুষ যদি চার জন স্ত্রী রাখেন এবং তার প্রত্যেক স্ত্রী যদি গড়ে আট সন্তান জন্ম দেন তাহলে নারীদের চিরকুমারিত্ব সমস্যা সমাধানের পাশাপাশি এ দেশটির জনসংখ্যাও বেড়ে যাবে।প্রসঙ্গত অর্থনৈতিক সংকট ও বিয়ের জন্য পুরুষদেরকে বিপুল অর্থসম্পদ যৌতুক হিসেবে দেয়ার ব্যয়বহুল প্রথা সৌদি মেয়েদের অবিবাহিত থাকার সবচেয়ে দুটি বড় কারন। দেশটির অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রণালয়ের জরিপে দেখা গেছে, ২০১১ সালে সেখানে ৩০ বছর বয়সী অবিবাহিত নারীর সংখ্যা ছিল ১৫ লাখ ২৯ হাজার ৪১৮ জন।
- See more at:

TAG: FNS, Fairnews24, Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, sexual relations, sexy, sex, hot, porn star, Saudi arabia women, women want to need sex, Dhaka, Bangladesh,

ছেলে ‘গে’, চোর তো নয়

এফএনএস ডেস্ক: সমকামী বোনকে ‘উচিত শিক্ষা’ দিতে বাবা-মায়ের সম্মতিতেই তাঁর ঘরে নিজের এক বন্ধুকে ঢুকিয়ে দিতেন দাদা। এটা কলকাতারই ঘটনা। সেই বন্ধু দিনের পর দিন ধর্ষণ করতেন বন্ধুর বোনকে। এই প্রক্রিয়াকেই বোনের সমকামী মনোভাব শেষ করার উপযুক্ত পদ্ধতি বলে মনে করেছিলেন দাদাটি। একটা সময়ে আর সহ্য করতে না পেরে বাড়ি থেকে পালিয়ে সমকামীদের অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠনের অফিসে যায় সেই মেয়ে। অনেক ঝড়ঝাপ্টার পর দক্ষিণ কলকাতার এক পাড়ায় বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে নিজের ‘সঙ্গী’-কে নিয়ে। ২০০৯ সালে দিল্লি হাইকোর্টের রায়ের পরে সেই মেয়ে ভেবেছিল, হয়তো এ বার নিজের যৌন অধিকার সম্পর্কে সোচ্চার হওয়া যাবে। বুধবার সুপ্রিম কোর্টের রায়ে আবার সেই অধিকারের জায়গাটা অনিশ্চিত হয়ে গিয়েছে।
এ দিন রায় ঘোষণার পরেই কলকাতার জায়গায়-জায়গায় বিক্ষোভ-মিছিল শুরু করে সমকামীদের বিভিন্ন সংগঠন। মূল জমায়েত হয়েছিল অ্যাকাডেমি অব ফাইন আর্টসের সামনে। ব্যানারে, স্লোগানে উত্তাল হয়ে উঠেছিল রাজপথ। আন্দোলনকারীদের বক্তব্যের সারমর্ম একটাই ‘এই রায়ে শুধু সমকামীদের অধিকার খর্ব হল না। এটি গণতন্ত্রের উপর কুঠারাঘাত।” জমায়েতে ছিলেন মধ্য তিরিশের যুবক অনীশ রায়চৌধুরী। বললেন, “সকাল থেকে আমার ৭৯ বছরের মা বারংবার ফোনে বলছেন, ‘তোদের মুক্তি আর দেখে যেতে পারলাম না।’ মা আমার সব চেয়ে বড় শক্তি।” রূপান্তরকামী রঞ্জিতা সিংহের বক্তব্য, “এত দিন ৩৭৭ ধারা সম্পর্কে লোকের ধারণা কম ছিল। সুপ্রিম কোর্ট আজ এত ফলাও করে রায় ঘোষণা করায় সমকামী ও রূপান্তকামীরা সাধারণের চোখে আরও বেশি ‘অপরাধী’ বলে প্রতিভাত হবেন এবং তাঁদের উপরে অত্যাচার বাড়বে।”
২০০৯ সালে দিল্লি হাইকোর্ট তার রায় জানানোর পরেই সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় একাধিক সংগঠন। তাদের যুক্তি ছিল, সমকামিতা স্বীকৃতি পেলে দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ ধাক্কা খাবে। এদের আবেদনের বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্টে সমকামীদের পক্ষে পাল্টা আবেদন করেন ১৯ জন বাবা-মা, যাঁদের প্রত্যেকের ছেলে কিংবা মেয়ে সমকামী। এঁদের মধ্যে কলকাতার চার জন ছিলেন। অনীশের মা এবং বাবা, তীর্থঙ্কর গুহঠাকুরতার মা, জগদীশ জানা-র মা এবং দেবজ্যোতি ঘোষের মা। শীর্ষ আদালতের এ দিনের রায়ে তাঁরাও স্তম্ভিত। তীর্থঙ্করের মা বীণা গুহঠাকুরতার বক্তব্য, “হ্যাঁ, আমার ছেলে ‘গে’। চোর-ডাকাত তো নয়। তাঁকে নিজের ইচ্ছেমতো জীবন কাটানোর অধিকার দিতে হবে।”
কলকাতা হাইকোর্টের আইনজীবী তথা সমকামী আন্দোলনের কর্মী কৌশিক গুপ্ত অন্য একটি বিষয়েও দৃষ্টি আকর্ষণ করে বলেন, “স্বামী-স্ত্রীর মধ্যে যদি প্রজননের প্রয়োজন ছাড়া কোনও যৌনসম্পর্ক হয়, তা হলে সুপ্রিম কোর্টের আজকের রায়ে সেটাও অপরাধ বলে গণ্য হবে।”
সমকামী অধিকার আন্দোলনের জাতীয় স্তরের কর্মী, কলকাতার পবন ধর অভিযোগ করেন, এ দিনের রায়ের পরেই দেশের বিভিন্ন শহরে বিচ্ছিন্ন ভাবে পুলিশের অত্যাচার শুরু হয়ে গিয়েছে। দিল্লি, মুম্বইয়ের বিভিন্ন এলাকায় পুলিশ সমকামীদের প্রতিবাদ মিছিল আটকে দিয়েছে। পবন বলেন, “আমার বাবার মৃত্যুর দিন যতটা শোক পেয়েছিলাম, এ দিনের শূন্যতাবোধ অনেকটা তেমনই। আমরা যে অপরাধী নই, রোগী নই, তা মানুষকে বোঝানোর চেষ্টা করছিলাম। সুপ্রিম কোর্ট সেই চেষ্টাটাকেই নস্যাৎ করে দিল।” তবে তাঁরা হাল ছাড়বেন না বলে জানান পবন। সমকামীদের অধিকার নিয়ে কাজ করা ‘স্যাফো ফর ইক্যুয়ালিটি’-র মালবিকা একরাশ ক্ষোভ নিয়ে বলেন, “দু’জন প্রাপ্তবয়স্ক মানুষ পারস্পরিক ইচ্ছায় একসঙ্গে থাকবেন বা যৌন সম্পর্ক করবেন। তা নিয়ে রাষ্ট্রের এত আপত্তি কেন আজও বুঝলাম না।”
রূপান্তরকামী মানবী বন্দ্যোপাধ্যায় বিষয়টি অন্য ভাবে দেখছেন। বললেন, “৩৭৭ ধারায় নারীর সঙ্গে নারীর সম্পর্ক নিয়ে কিছু বলা নেই। পুরুষের সঙ্গে পুরুষের সম্পর্ক নিয়ে আছে। তা ছাড়া, ওই আইনের তো অস্তিত্বই চোখে পড়ে না। তা হলে এত হইচই কীসের?”
সমকামীদের নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে একই সঙ্গে ক্ষুব্ধ এবং হতাশ ‘স্যাফো ফর ইক্যুয়ালিটি’, ‘প্রত্যয়’, ‘সাথী’-সহ বিভিন্ন সামাজিক সংগঠন। এই সংগঠনের মতে, সুপ্রিম কোর্টের এই রায় গণতন্ত্র এবং মানবাধিকার বিরোধী। বুধবার শীর্ষ আদালতের এই রায় ঘোষণার পরে অ্যাকাডেমি অব ফাইন আর্টসের সামনে জমায়েত হয়ে তাঁরা এই রায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। একই সঙ্গে শীর্ষ আদালতের এই রায়ের বিরুদ্ধে আন্দোলনে চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন তাঁরা। সূত্র: আনন্দবাজার পত্রিকা
- See more at:

TAG: rape, shamokami, gey, gay, sex, sexual relation, India, Kalkata, Bangladesh, Dhaka, Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions,fairnews24,Hotter,Lesbian Sex,

আবারও জিরো ফিগারে ফিরেছেন শিল্পা

এফএনএস বিনোদন : ছেলে সন্তান জন্মের ১৮ মাস পর আবার নিজের ঐতিহ্যপূর্ণ ফিগারে ফিরে এসেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী। তাকে রিয়েলিটি শো ‘নাচ বলিয়ে ৫’ এ অংশ নিতে দেখা গেছে।

শাড়ির আচল ছেড়ে রাখা শিল্পাকে খুব মনোমুগ্ধকর লেগেছে দেখতে।

তিনি এখনও দেহের চর্বি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেননি। কিন্তু তাকে বেশ শীর্ণ দেখাচ্ছিল। টেরেন্স লুইস এবং সাজিদ খানের পাশাপাশি শিল্পা এখন ‘নাচ বলিয়ে ৫’ এর বিচারকের দায়িত্ব পালন করছেন। সূত্র :ইন্টারনেট
- See more at:

TAG: Kelly Clarkson, Mega Millions, Shipa sheti, shilpa shety, Bollywood,actress, hot actress, FNS, Bangla khabor, fairnews24,

মেয়েদের যৌনাঙ্গে রডও ঢোকাতে পারে: তসলিমা নাসরিন

এফএনএস : ভারত এখন তরুণ তেজপাল নিয়ে ব্যস্ত। তরুণ তেজপাল তেহেলকার সম্পাদক, নামি-দামি বুদ্ধিজীবী। তার তেহেলকা হিন্দু মৌলবাদের বিরুদ্ধে খুব সরব। যেহেতু আমি মৌলবাদের বিরুদ্ধে দীর্ঘকাল সংগ্রাম করছি, তেহেলকার এই ভূমিকাকে শুরু থেকেই স্বাগত জানিয়েছি। মাঝে মাঝে তেহেলকায় খুঁজেছি মুসলিম মৌলবাদের বিরুদ্ধে একই রকম বলিষ্ঠ লেখা, খুঁজেছি ক্রিশ্চান মৌলবাদের বিরুদ্ধে লেখা।

হয়তো কখনো কখনো কিছু লেখা হয়, তবে খুব বলিষ্ঠ নয়। বেশির ভাগ সময় মুসলিমদের পক্ষ নিতে গিয়ে ইসলামের গুণগানও গেয়ে ফেলে। এটিই দুর্ভাগ্যবশত ভারতীয় সেকুলার বা বামপন্থি নরমপন্থিদের সমস্যা। তারা সব ধর্মের সব মৌলবাদের বিরুদ্ধে ঠিক একইভাবে দাঁড়ান না। কোনো এক মৌলবাদী গোষ্ঠীর অন্যায় দেখলে তেলেবেগুনে জ্বলে ওঠেন, আবার আরেক মৌলবাদী গোষ্ঠীর অন্যায় দেখেও দেখছেন না ভাব দেখান।

তেহেলকা এদিকে গোয়ায় থিংক ফেস্ট করেছে। জমকালো অনুষ্ঠান। দেশ-বিদেশের নামি সব লোক, এমনকি হলিউডের বিখ্যাত সব অভিনেতাও এসেছেন আমন্ত্রিত হয়ে। আমার এক ফরাসি বন্ধুও দেখলাম থিংক ফেস্টে আমন্ত্রিত। অবশ্য খুব অবাক হয়েছিলাম তালেবান নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে দেখে।

আমরা কি ইতোমধ্যে জানি না তালেবানরা কি চায়, তাদের মত এবং মতলব? তালেবান নেতাকে তার মতপ্রকাশের জন্য কি ভারতের সবচেয়ে প্রগতিশীল মঞ্চটি দেওয়া দরকার ছিল? গণতন্ত্রের বিরুদ্ধে, নারীর অধিকারের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, সারা পৃথিবীকে দারুল ইসলাম বা ইসলামের জগৎ বানানোর জেহাদি শপথ নেওয়া তালেবান নেতার বক্তব্য প্রচার খুব কি জরুরি ছিল তেহেলকার?

সভ্য, শিক্ষিত, হিন্দুত্ববিরোধী বুদ্ধিজীবীদের আদর পেয়ে তালেবান নেতা নিশ্চয়ই মহাখুশি। থিংক ফেস্টে তালেবান নেতা অতিথি হিসেবে আসার পর মনে হলো, সমাজের সবরকম বিশ্বাসের লোককে মতপ্রকাশের সুযোগ দেওয়ার শুদ্ধ বৃহত্তর গণতন্ত্রের চর্চা করছে তেহেলকা।কিন্তু মনে খচখচ করা পুরনো প্রশ্নটি আবার করলাম, তাহলে কি তেহেলকা সেই দিকভ্রান্ত বাম বুদ্ধিজীবীদের মতো, যারা হিন্দু মৌলবাদের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু মুসলিম মৌলবাদকে নানা ছলছুতোয় সমর্থন করেন?

ইউরোপীয় সংসদ থেকে মানবাধিকারের ওপর সপ্তাহ খানেকের একটা কনফারেন্স শেষ করে দিল্লি ফিরেই শুনি তেহেলকার সম্পাদক তরুণ তেজপাল তেহেলকারই এক তরুণী সাংবাদিককে যৌন নিগ্রহ করেছে, খবরটি শুনে হতবাক বনেছিলাম। এই দিল্লিতে খুব বেশি দিন হয়নি একটি ঘৃণ্য ধর্ষণের বিরুদ্ধে বিরাট বিক্ষোভ হয়েছে।

সারা পৃথিবীর মানুষ সমর্থন জানিয়েছে ভারতীয়দের বিক্ষোভকে। ধর্ষণের বিরুদ্ধে তেহেলকার ভূমিকাও ছিল বড়। আর এরই সম্পাদক কিনা সহকর্মী, তাও আবার কন্যার বান্ধবী, তাকে ধর্ষণের চেষ্টা করেছে। তরুণ তেজপাল অসম্ভব সব কাজ করেছেন সাংবাদিক হিসেবে।আবার বইও লিখেছেন, পুরস্কারও পেয়েছেন। এত বড় মানুষ হয়েও মেয়েদের যৌনবস্তু হিসেবে দেখছেন। মুখে বলছেন একরকম, লিখছেন একরকম, আর কাজ করছেন আরেক রকম! এর নামই তো হিপোক্রেসি! যারা অন্য লোকের হিপোক্রেসির নিন্দা করে, তারা নিজেরাই আজ হিপোক্রেট।

তরুণ তেজপালের সঙ্গে আমার আলাপ নেই। ২০০৭-০৮ সালে আমি যখন ভারত সরকার দ্বারা গৃহবন্দী, আমার যখন সবচেয়ে বড় দুঃসময়, আমাকে গৃহবন্দী করার বিরুদ্ধে লেখক অরুন্ধতী রায়ের উদ্যোগে বুদ্ধিজীবীদের যে প্রতিবাদ সভা হয়েছিল দিল্লির প্রেসক্লাবে, সেই সভায় যোগ দেওয়া বুদ্ধিজীবীদের মধ্যে একজন ছিলেন তরুণ তেজপাল।কিন্তু তাই বলে তরুণ তেজপালের ধর্ষণকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখব, তা কখনোই নয়। অতটা স্বার্থান্ধ আমি কোনো দিনই নই। তবে এ কথা ঠিক যে, সেকুলার তেজপালকে আমি শ্রদ্ধা করি। কিন্তু যৌনহেনস্থাকারী তেজপালকে, সত্যি বলতে কী ঘৃণা করি।

তরুণী সাংবাদিকটির তরুণ তেজপালের আর তত্ত্বাবধায়ক সম্পাদক সোমা চৌধুরীর যে ই-মেইলগুলো প্রচার হয়েছে, তা থেকেই ঘটনাগুলো সব স্পষ্ট এখন। ওগুলো পড়লেই দোষ কার, নির্দোষ কে, সব আমরা খুব সহজেই অনুমান করতে পারি। তরুণ তেজপাল নিজেই বলেছেন, তিনি অন্যায় করেছেন। ক্ষমা চেয়েছেন।এমনকি ছয় মাসের ছুটি-শাস্তিও নিয়েছেন নিজে। শেষ পর্যন্ত মিডিয়ায় খবরটা এলে থানা-পুলিশ হলো। তা না হলে এভাবেই হয়তো তেহেলকার তত্ত্বাবধায়ক সোমা চৌধুরী আর সম্পাদকীয় বিভাগের প্রধান তরুণ তেজপাল কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে পুরো ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দিয়ে দিতেন।

এরকম নিশ্চয়ই আরও অনেক কোম্পানিতে ঘটে। মেয়েরা ধর্ষণের বিনিময়ে চাকরি বাঁচায়। প্রতিবাদ করলে চাকরি চলে যায়। নয়তো চাকরি ছেড়ে দিয়ে পথে বসতে হয়। কাস্টিং কাউচের সমস্যা সারা ভারতে ভীষণ। যাদের প্রতিবাদ করার কথা এসবের বিরুদ্ধে, তারাই যদি একই চরিত্রের হয়, ধর্ষক হয়, তবে কারা আর সমাজ বদলাবে!

তরুণ তেজপাল তার কন্যার বান্ধবীকে ধর্ষণ করতে গিয়ে বলেছিলেন, এটিই সবচেয়ে সহজ পন্থা যদি তার চাকরিটি সে বাঁচাতে চায়। কী ভয়ঙ্কর হুমকি! মৌলবাদীদের চরিত্র নষ্ট হলে, রাজনীতিকদের চরিত্র নষ্ট হলে সমাজ নষ্ট হয় না, কিন্তু বুদ্ধিজীবীদের চরিত্র নষ্ট হলে সমাজ নষ্ট হয়।

বুদ্ধিজীবীরাই তো অন্যায়ের, অসত্যের, অত্যাচারের, অবিচারের প্রতিবাদ করে সমাজকে শুদ্ধ করে, বাঁচায়, প্রগতির পথে নিয়ে যায়। কিন্তু নিজেরাই অন্যায় করলে কোন অন্যায়কারীর বিরুদ্ধে তারা প্রতিবাদ করবে?

তরুণ তেজপাল মেয়েদের যৌনবস্তু হিসেবে দেখেন। বুদ্ধিজীবী-মুখোশের আড়ালে তিনি তার ধর্ষকের মুখটা আড়াল করে রেখেছিলেন। কিন্তু সবচেয়ে বেশি অবাক হয়েছি নারীবাদী মুখোশের আড়ালে এতকালের নারীবিরোধী মুখটা যখন বেরিয়ে এসেছে। অন্য ধর্ষকদের বিরুদ্ধে তারা ভীষণ সরব, কিন্তু তেজপালের ধর্ষণের ঘটনায় খুব কায়দা করে ইনিয়ে-বিনিয়ে তাকে সমর্থন করেছেন। নিজের চোখ-কানকে বিশ্বাস করা যায় না।

সোমা চৌধুরী নিজেকে বারবারই নারীবাদী হিসেবে পরিচয় দেন। কিন্তু ধর্ষিতা সাংবাদিকটির পক্ষে তিনি কিন্তু মূলত কিছুই করেননি, বরং ওর বিরুদ্ধে অভিযোগ করেছেন। কেন ও দ্বিতীয়বার লিফটে চড়ল, যেন লিফটে চড়েছে বলেই ও দ্বিতীয়বার ধর্ষণের মুখে পড়েছে, যেন লিফটে চড়েছে, কারণ আগের দিনের যৌনতায় ওর সায় ছিল।

শুধু সোমা চৌধুরী নন, তার মতো অনেকেই গলার স্বর পাল্টে ফেলেছেন, ধর্ষণ আর ধর্ষকদের বিরুদ্ধে তারা আগে যেমন গর্জে উঠতেন, তেমন আর উঠছেন না। অশিক্ষিত আর গরিবরা ধর্ষণ করলে সেই ধর্ষণকে ‘জঘন্য অপরাধ’ বলা হয় আর শিক্ষিত বুদ্ধিজীবীরা ধর্ষণ করলে তাকে বলা হয়, ‘মিসকনডাক্ট’।

ভারতবর্ষ বিভক্ত জাত-ধর্মে ততটা নয়, যতটা শ্রেণীতে। আমার শ্রেণীর লোক, সুতরাং তাকে আমি সমর্থন করব, সে যত অন্যায়ই করুক না কেন। অনেকের মধ্যে এরকম শ্রেণী সমর্থন দেখেছি। কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হলে বিভিন্ন রাজনীতির লোকরা অন্যায়ের পক্ষে অথবা বিপক্ষে সটান দাঁড়িয়ে যান। মিথ্যের প্রয়োজন হলে অবলীলায় মিথ্যে বলেন। সৎ, নিরপেক্ষ বলতে প্রায় কিছুই নেই।

আসারাম নামের এক ধর্মগুরু ধর্ষণ করছে অল্প বয়সী মেয়েদের, খবরটা প্রচার হওয়ার পর আসারামের ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে দেখি, একটি রাজনৈতিক দল বলছে, আসারাম কস্মিনকালেও ধর্ষণ করেনি, আবার আরেকটি দল বলছে, আলবৎ করেছে।

তেজপালের ধর্ষণের বেলায়, আসারামের পাশে দাঁড়ানো দল বলছে, তেজপাল দোষী, আবার যে দলটি আসারামকে দোষ দিয়েছে, সেই দল বলছে, তেজপাল দোষী নয়, দোষী ধর্ষিতা মেয়েটিই। আর আমি যদি আসারাম আর তেজপালের দুজনের অন্যায়ের বিরুদ্ধেই একই রকম তীব্রকণ্ঠে প্রতিবাদ করি, আমি খুব একা হয়ে পড়ি।

আমার পাশে শেষ পর্যন্ত কেউ থাকে না। সবাই আমাকে ক্ষণকালের জন্য বন্ধু মনে করলেও শেষে গিয়ে আমার নাম শত্রুর খাতায় লেখে। এই সমাজে কোনো দলের হয়ে কথা না বললে একা হয়ে যেতে হয়। একা হয়ে যাওয়ার আমার অভ্যেস আছে। চিরকালই আমি একা।

যখন থেকে বৈষম্যের বিরুদ্ধে একা প্রতিবাদ করতে শুরু করেছি, তখন থেকেই। আমার আর কিসের ভয়! তেজপালের বিচার যদি সঠিক না হয়, তবে যেসব কোম্পানির উঁচু পদে বসে থাকা শত শত পুরুষ ঊধ্র্বতন বা চাকরিদাতা হওয়ার সুবাদে অবাধে ধর্ষণ করে যাচ্ছে তরুণী সহকর্মীদের,

তা মহাউৎসাহে, তা মহাআনন্দে, মহাবিজয়ের সঙ্গে করে তো যাবেই, এই সংখ্যাটা আরও বাড়বে। কাস্টিং কাউচ জমকালো হবে আরও। তরুণ তেজপাল নিশ্চয়ই স্বপ্নেও ভাবতে পারেনি যে, ভারতবর্ষে তার পাশে দাঁড়ানোর লোকের কোনো অভাব নেই।

যৌন অপরাধ করার পরও তার সমর্থক আর অনুরাগীর সংখ্যা কিছুমাত্র কমেনি। পুরুষ বলেই অবশ্য কমেনি। ধর্ষণের সঙ্গে পৌরুষের একটা নিবিড় সম্পর্ক আছে। ধর্ষণ আইনের চোখে হয়তো অপরাধ, নারীবিরোধী সমাজের চোখে এখনো এটি অপরাধ নয়, এটি এখনো পুরুষের অধিকার।

সে কারণেই তেজপালের বিরুদ্ধে সমাজের বড় নেতারা, বড় রাজনৈতিক দল, নারীবাদী বা মানবাধিকার গোষ্ঠী একযোগে প্রতিবাদী হচ্ছে না। তেজপাল বড় সাংবাদিক, বড় বুদ্ধিজীবীথ এসব বলে বলে তার যৌন নির্যাতনের অপরাধকে একটু ক্ষমাসুন্দর চোখে দেখার জন্য যেন একরকম আহ্বান জানানো হচ্ছে।

কিন্তু কথা হলো, যে লোকেরা বিনা অনুমতিতে কোনো মেয়ের যৌনাঙ্গে আঙ্গুল ঢোকাতে পারে, তারা কিন্তু কোনো এক দিন জোর খাটিয়ে মেয়েদের যৌনাঙ্গে লোহার রডও ঢোকাতে পারে। কাকে বিশ্বাস করবে মেয়েরা?

ধর্ষণের বিরুদ্ধে ধর্ষিতাকে দোষ দেওয়ার প্রবণতা এখনো যায়নি। এখনো ধর্ষিতা মেয়েটিকেই প্রশ্ন করা হচ্ছে, লিফটে একবার তেজপাল দ্বারা যৌন হেনস্থার শিকার হওয়ার পরও কেন ও তেজপালের সঙ্গেই দ্বিতীয়বার লিফটে চড়ল! এর কারণ তো খুব সহজ, মেয়েটা তার চাকরি বাঁচাতে চেয়েছে।

ধর্ষিতা হয়ে নয়, ধর্ষিতা না হয়ে চাকরি বাঁচানোর চেষ্টা করছে। ধর্ষণের জন্য কোনো ধর্ষকের লিফটের দরকার হয় না। ধর্ষকরা সহজে ধরা পড়বে নাথ এমন যে কোনো জায়গায় ধর্ষণ করে। যদি দ্বিতীয়বার মেয়েটি না চড়ত লিফটে, তাহলে কি তাকে দোষ দেওয়া হতো না?

ঠিকই হতো, যারা তাকে আজ দোষ দিচ্ছে লিফটে চড়ার জন্য, তারাই বলত কী ব্যাপার তেহেলকার সম্পাদক তোমাকে যৌন হেনস্থা করার পরও তুমি তেহেলকায় দিব্যি চাকরি করে যাচ্ছ, নিশ্চয়ই তোমার সায় ছিল ওই যৌন হেনস্থায়।

তেজপাল বেশ স্পষ্ট করেই তার ই-মেইলে লিখেছেন, মেয়েটির অসম্মতিতেই মেয়েটির যৌনাঙ্গে তিনি আঙ্গুল ঢুকিয়েছেন। ই-মেইল প্রচারিত হওয়ার পরও মেয়েটিকে দোষী বানানো হচ্ছে। সমাজ, সত্যি বলতে কী, ভীষণরকম নারীবিদ্বেষী। এই সমাজে সব শ্রেণীর পুরুষই সব শ্রেণীর মেয়ের যৌনাঙ্গে যা ইচ্ছে তাই ঢুকিয়ে বিকৃত আনন্দ পায়, মেয়েদের এতে সায় আছে কী নেই, তা অনেকেই মনে করে না, দেখা সবার আগে প্রয়োজন।

দিল্লি বাসের অসভ্য অশিক্ষিত সেই ধর্ষকদের সঙ্গে দিল্লির সভ্য-শিক্ষিত তরুণ তেজপালের পার্থক্য খুব বেশি নেই। ওদের মতো তরুণ তেজপালও মেয়েদের যৌনবস্তু হিসেবে মনে করেন। ঘৃণা করতে হলে দিল্লি বাসের ধর্ষকদের চেয়ে তরুণ তেজপালকেই বেশি করা উচিত। কারণ তিনি জেনে-বুঝে অপরাধটি করেছেন।

দিল্লি বাসের ধর্ষকরা নারীবাদের ওপর কোনো বই পড়েনি। নারীরা যে মানুষ, নারীরা যে যৌনবস্তু নয়, এটি তাদের কেউ শেখায়নি। কিন্তু তরুণ তেজপাল সব জেনেও নারী-পুরুষের বৈষম্য যে কোনো সভ্য সমাজে থাকা উচিত নয়, পুরুষের যে অধিকার নেই, নারীর বিনা অনুমতিতে নারীকে স্পর্শ করার, তা বুঝেও জোর করে এক নারীর সঙ্গে যৌন সম্পর্ক করতে চেয়েছেন। তরুণ তেজপাল নিশ্চিতই এক জ্ঞানপাপী।

এখনকার অফিস-আদালতে তথাকথিত সভ্য-শিক্ষিত ভদ্রলোকরা মেয়ে-সহকর্মীদের যৌন হেনস্থা করে চলেছে, এ সবাই জানে, এ থেকে মেয়েদের বাঁচানোর জন্যও তেজপালের শাস্তি জরুরি। তেজপালের মতো অগুনতি যৌন হেনস্থাকারীর টনক নড়বে। বুঝবে, এত নিশ্চিন্তে হেনস্থা চালিয়ে যাওয়া যাবে না, ধরা পড়লে সর্বনাশ।

অবশ্য আমরা সবাই জানি যে শাস্তি বা মৃত্যুদণ্ড দিয়ে কখনো কোনো অপরাধকে কমানো যায়নি সমাজে। আসলে তরুণ তেজপাল যে চোখে মেয়েদের যৌনবস্তু হিসেবে দেখেন, পুরুষের সেই দেখার চোখটা যতদিন পাকাপাকিভাবে বন্ধ না হয় বা অন্ধ না হয়, ধর্ষণ, যৌন হেনস্থা ইত্যাদি কমবে না।

আমার আত্দজীবনীতে লিখেছিলাম, বাংলাদেশের বয়স্ক এক নামি লেখক আমাকে ছলে-কৌশলে দূরের এক শহরে নিয়ে গিয়ে এক ঘরে ঘুমোবার ব্যবস্থা করেছিলেন। লেখকটি আমার ওপর ঝাঁপিয়ে পড়তে পারেন, এই আশঙ্কায় সারা রাত আমি ঘুমোতে পারিনি।

এই ঘটনা লেখার পর লোকে ওই লেখককে দোষ না দিয়ে আমাকে দিয়েছিল। পশ্চিমবঙ্গের এক বড় লেখকের যৌন হেনস্থা করার খবর যেদিন বলি, ওখানেও একই অবস্থা হয়েছিল। লোকে যৌন হেনস্থাকারী লেখককে দোষ না দিয়ে আমাকে দোষ দিয়েছিল।

ওদের ছি ছি না করে আমাকে ছি ছি করেছিল। যেন ওরা কেউ নন, অন্যায়টা বা অপরাধটা আমি করেছি। জানি সাধারণ লোকেরা বড় লেখক-বুদ্ধিজীবীদের দেবতা বলে মনে করে। তাদের পক্ষে যে কোনো দুঃসময়ে দাঁড়ায়। আমি নিজে কিন্তু বানের জলে ভেসে আসা মেয়ে নই, বা এঙ্-ওয়াই-জেড নই। দেশ-বিদেশের অনেক পুরস্কার পাওয়া জনপ্রিয় লেখক, কিন্তু যত বড় লেখকই আমি হই না কেন, আমি মেয়ে, আমি মেয়ে বলেই কেউ আমার পাশে দাঁড়ায়নি।

পুরুষতান্ত্রিক সমাজের বেশির ভাগ লোকই বিশ্বাস করে, যৌন হেনস্থা করার অধিকার পুরুষের আছে, এবং পুরুষের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করার অধিকার কোনো মেয়ের নেই, বিশেষ করে সে পুরুষ যদি নামি-দামি কোনো পুরুষ হয়। সমাজটা আসলে শুধু পুরুষের নয়, সমাজটা নারীবিদ্বেষী, নারীবিরোধী পুরুষের।
- See more at:

TAG: Taslima Nasreen, Taslima Nasrin, hot writer, hot, sex, Bangladeshi hot, FNS, Bangladesh, Bangla news, fairnews, google search, hot bangladeshi

সে কি আপনার প্রেমে পড়েছে? জেনে নিতে পারেন এই সহজ কুইজের মাধ্যমে!

 এফএনএস ডেস্ক : জীবন চলার পথে যে সম্পর্কগুলোর প্রয়োজনীয়তা অনেক বেশি, তার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক একটি। সুখদুঃখ মিশ্রিত এই জীবনে পরিবারের পাশাপাশি বন্ধুত্বের সম্পর্ক একটি আশ্রয়ের ঠিকানা। অনেকে বলেন বন্ধুর কোন লিঙ্গ হয় না। বন্ধু বন্ধুই। কথাটি কি পুরোপুরি সত্যি? অনেক ক্ষেত্রেই একজন ভালো জীবনসঙ্গীর মাঝে ভালো বন্ধু খুঁজে পাওয়া না গেলেও, একজন ভালো বন্ধুর মাঝে একজন ভালো জীবনসঙ্গী খুঁজে পাওয়া যায়। বন্ধুত্ব বজায় রেখে একজন আরেকজনকে জেনে নিয়ে অনেকেই নিজের জীবনসঙ্গী হিসেবে খুঁজে বেড়ান তার বন্ধুর মত কাউকে। একই সাথে আড্ডা, কথা বলা, ঘোরাফেরার মাধ্যমে দুজন ভালো বন্ধুর ভেতরেও গড়ে উঠতে পারে ভালোবাসার সম্পর্ক। এই ধরনের বন্ধুত্বপূর্ণ ভালোবাসার সম্পর্ক অনেক গভীর হয়। কারণ এই সম্পর্কে দুই ধরনের বন্ধন কাজ করে, প্রথমত বন্ধুত্বের বন্ধন ও দ্বিতীয়ত ভালোবাসার বন্ধন।

কিন্তু, এই ধরনের সম্পর্ক গঠনের শুরুতে অনেক বড় একটি ঝুঁকি রয়েছে। আর তা হল আসলেই আপনার বন্ধুটি আপনাকে ভালোবাসে কী না, তা না জেনে ভালোবাসার প্রকাশ করা। যদি আপনার বন্ধুটি আপনাকে শুধুমাত্র বন্ধু হিসেবেই নিয়ে থাকেন তবে একতরফা ভালোবাসার প্রকাশ আপনাদের মধ্যকার সুন্দর বন্ধুত্বের সম্পর্কটি ভেঙে দিতে পারে। কিন্তু কিভাবে বুঝবেন আপনার বন্ধুটি আপনাকে ভালোবাসে নাকি সে শুধুই আপনার বন্ধু? এই কুইজটির মাধ্যমে হয়ত বুঝতে পারবেন আপনার বন্ধুটির মনোভাব।

আপনার বন্ধুটি আপনাকে দেখলে কি করেন?
ক) যাই করতে থাকুক না কেন কাছে এসে কথা বলেন।
খ) একটি হাসি উপহার দিয়ে নিজের কাজে মগ্ন হন।
গ) উল্লেখযোগ্য কিছুই করেন না।
ঘ) কখনো খুব আন্তরিক্তা দেখান, কখনো আবার অবহেলাও করেন।

[প্রেমে] ফেসবুক বা অন্যান্য যোগাযোগের সাইটে আপনাকে দেখতে পেলে আপনার বন্ধুটি কি করেন?
ক) আপনার সম্পর্কে জানতে চান, আপনার দিন কেমন গেল এই ধরনের কথা বলেন।
খ) নিজে এসেই হাই বলেন। তবে সাধারণ ও কাজ সম্পর্কিত কথা হয়।
গ) বেশিরভাগ সময়ই তাকে দেখা যায় না। দেখা গেলেও নিজে থেকে কথা বলে না।
ঘ) আপনি কথা বললে খুব আন্তরিকতার সাথে কথা বলেন।

আপনাদের বন্ধুত্ব কতদিনের?
ক) অনেকদিনের। কবে প্রথম দেখেছিলাম মনে নেই।
খ) ২/৩ কয়েক বছর।
গ) ১বছর বা তার কম।
ঘ) খুব বেশিদিন হয়নি, কিন্তু খুব আন্তরিক সম্পর্ক।

আপনি কোন কারণে বিষণ্ণ থাকলে আপনার বন্ধুটি কি করেন?
ক) আপনার মন ভালো করার জন্য যা যা আপনার পছন্দ তা করেন।
খ) ফোন করে কথা বলে জানার চেষ্টা করেন কি হয়েছে।
গ) প্রথমে জিজ্ঞেস করেন কি হয়েছে, তারপর অন্য বিষয়ে কথা বলেন।
ঘ) খুব উচ্ছ্বসিত না হলেও আপনাকে বুঝিয়ে মন ভালো করতে চেষ্টা করেন।

সর্বশেষ কি বলে আপনার প্রশংসা করেছিলেন/আদৌ প্রশংসা করেন কি না?
ক) এই পোশাকে অনেক সুন্দর দেখাচ্ছে।
খ) ভালই তো লাগে দেখতে।
গ) তোমার রুচি ভালো।
ঘ) তোমাকে এমনিতেই ভালো লাগে।
আপনারা দিনের কতসময় একসাথে থাকেন?
ক) যতক্ষণ বাসার বাইরে থাকি প্রায় ততক্ষণই।
খ) বেশি হলে ২/৩ ঘণ্টা।
গ) দেখা হলে সাধারণ কথাবার্তা বলতে যতক্ষণ লাগে।
ঘ) রোজ সময় না পেলেও সপ্তাহে অন্তত একদিন এক সাথে ঘোরাফেরা হয়।

আপনাদের সম্পর্কে অন্যান্য বন্ধুরা কি ভাবেন?
ক) আপনাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক আছে।
খ) আপনারা খুবই ভালো বন্ধু। ভালোবাসার সম্পর্কে গেলেই পারেন।
গ) বন্ধু।
ঘ) খুব একটা মাথা ব্যথা নেই এটা নিয়ে।

যদি আপনি অন্য কারো সাথে সম্পর্কে জড়ানোর কথা বলেন তখন আপনার বন্ধুটি কি করেন?
ক) আপনি যা ভালো মনে করেন এই নীতিতে আপনাকে উপদেশ দেন।
খ) আপনার ভালোবাসার সম্পর্কের ব্যাপারে সর্বাত্মক সাহায্য করেন।
গ) আপনাকে অভিনন্দন জানিয়ে পার্টি দেয়ার কথা বলেন।
ঘ) প্রসঙ্গটা এড়িয়ে যেতে চান।

ফলাফলঃ
প্রতিটি ক উত্তরের জন্য ১৫ পয়েন্ট, খ উত্তরের জন্য ১০ পয়েন্ট ও গ উত্তরের জন্য ০ পয়েন্ট ও ঘ উত্তরের জন্য ৫।

০-২০ পয়েন্টের জন্যঃ
আপনাদের মধ্যে বন্ধুতের সম্পর্কটিও ঠিক ভাবে গঠিত হয়নি। ভালোবাসার সম্পর্কের কোন প্রশ্নই আসে না।

২১-৪০ পয়েন্টের জন্যঃ
আপনারা ভালো বন্ধু। এই বন্ধুত্ব শুধুমাত্র বন্ধুতের সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ। এর বেশি কিছু এই সম্পর্ক থেকে আশা করা ঠিক নয়। বন্ধুই থাকুন।

৪১-৬০ পয়েন্টের জন্যঃ
আপনারা বেশ ভালো বন্ধু। আপনার বন্ধুটি আপনাকে বোঝেন। তিনি আপনার সাথে থাকতে পছন্দ করেন। কিন্তু এই সম্পর্ক এখনই ভালোবাসার সম্পর্কে পরিণত করার মত গভীর নয়। বন্ধুই থাকুন। যদি ভবিষ্যতে সব কিছু ঠিক থাকে তাহলে সম্পর্কে জড়াতে পারেন।

৬১-৮০ পয়েন্টের জন্যঃ
আপনার বন্ধুটি আপনাকে অনেক ভালোবাসেন। আপনার সব ধরনের খেয়াল রাখেন। আপনার প্রতিটি কথার গুরুত্ব দেয়ার চেষ্টা করেন। যদি সঠিক মনে করেন তাহলে ভালোবাসার সম্পর্কে জড়াতে পারেন। আপনাদের সম্পর্কটি অনেক গভীর হবে। শুভকামনা রইল।
- See more at:

TAG: love, lovely, kiss, affairs, relations, FNS, fairnews, Banglanews, banglakhabor,

৪টি যন্ত্রণাদায়ক রোগের সহজ ঘরোয়া চিকিৎসা

খাদ্য একটি শক্তিশালী উপাদান। খাদ্যের জন্য আমাদের দেহ বেড়ে উঠে। খাদ্য থেকে আমরা কাজ করার শক্তি পাই। খাদ্য খেয়ে আমরা বেঁচে থাকি। প্রত্যেকেরই খাদ্যের প্রয়োজন আছে। খাদ্য আমাদের দেহকে নীরোগ রাখতেও সাহায্য করে।

অসুখ-বিসুখ হলে আমরা সবার প্রথমে ঔষধ খুঁজি। কিন্তু আমরা জানি না খাদ্য আমাদের দেহকে সুস্থ রাখতে কতোটা সাহায্য করে অসুস্থতার মাঝেও। অনেকেই বলতে পারেন খাদ্য ওষুধের মত, কিন্তু ওষুধ নয়। কিন্তু ডাক্তার ও গবেষকদের মতে খাদ্য ওষুধের মত নয়, বরং খাদ্যই ওষুধ। অনেক খাদ্যই আছে যেগুলো ওষুধের মত কাজ করে, কিন্তু আমরা না জেনে আগে ওষুধের পেছনে ছুটি। কিন্তু প্রাকৃতিক ভাবে যে খাদ্য যে ভাবে ওষুধের কাজ করে তার তুলনা নেই। আসুন জেনে নেই কিছু কিছু রোগের ঘরোয়া চিকিৎসা ও কিছু খাবারের মধ্যের লুকায়িত ঔষধি গুনাগুন।

মাংসপেশির ব্যথা দূর করতে আদার ব্যবহার
ড্যানিশ গবেষকদের মতে আদা মাংসপেশির আড়ষ্টতা দূর করতে সাহায্য করে। বিশেষজ্ঞরা দেখতে পান আদার মধ্যে রয়েছে ব্যথানাশক একটি উপাদান যা ‘জিঞ্জারলস’ নামে পরিচিত। আদা খেলে এই উপাদানটি শরীরে পৌঁছে ব্যথানাশক হিসেবে কাজ করে ও মাংসপেশি সহজ হতে সাহায্য করে।


যাদের মাংসপেশির ব্যথার জন্য ব্যথানাশক ঔষধ সেবনের অভ্যাস আছে, তারা দৈনিক খাবার তালিকায় শুকনো আদা ১ চা চামচ অথবা আদা কুচি ২ চা চামচ রাখতে পারেন। তৈরি করে খেতে পারেন আদা চা, কিংবা কাঁচা চিবিয়েও খেতে পারেন মধু সহকারে। এতে করে মাংসপেশির ব্যথার সমস্যা দূর হবে কোন ব্যথানাশক ঔষধ ছাড়া।

দাঁত ব্যাথা উপশমে লবঙ্গ
দাঁতে ব্যাথা হচ্ছে? ডাক্তারের কাছে যেতে পারছেন না? কোন সমস্যাই নয়। একটি লবঙ্গ নিয়ে খানিকক্ষণ চিবিয়ে নিন। দাঁত ব্যথা কমে তো যাবেই, সাথে দুই ঘণ্টার মত মাড়ির প্রদাহ কম থাকবে। ইউসিএলএ এর গবেষকরা বলেন, লবঙ্গে প্রাকৃতিক ভাবে অনেক শক্তিশালী একটি অ্যানেস্থেটিক উপাদান আছে যা ব্যাথা দূর করে। এই উপাদানটির নাম ‘ইউজেনল’।
প্রতিদিন নিয়মিত ১/৪ চা চামচ লবঙ্গ গুঁড়ো খেলে মাড়ি প্রদাহজনিত সমস্যার সমাধান হয়। এছাড়া ১/৪ চা চামচ লবঙ্গ গুঁড়ো ৩ সপ্তাহের মধ্যে ধমনীর রক্ত চলাচলে বাঁধা প্রদান করে, যা কোলেস্টরল তা কমাতেও সাহায্য করে।

পায়ের নখের সমস্যা সমাধানে লবন
বর্তমানে পায়ের নখে ছত্রাকের আক্রমণ খুবই সাধারন ঘটনা। নখের সুস্থতা ফিরিয়ে আনতে দরকার ধৈর্য। কারন যে কোন ডাক্তারের প্রেসক্রিপশনই অনেক সময়ব্যাপী পালন করলে এই ছত্রাকের হাত থেকে নিরাময় সম্ভব। কিন্তু বিশেষজ্ঞরা বলেন ডাক্তারের ওষুধের কাজের চেয়ে প্রাকৃতিক পদ্ধতি বেশ কার্যকরী। সামান্য লবনের সঠিক ব্যবহার এর থেকে মুক্তি দিতে পারে। আপনাকে শুধুমাত্র ধৈর্যশীল হতে হবে।

একটি পাত্রে প্রতিকাপ পানির জন্য ১ চা চামচ লবন যোগ করে পানি গরম করুন। পানি ঠিক ততোটাই গরম করবেন যতটা আপনার পা সহ্য করতে পারে। তারপর এই পানিতে পা ভিজিয়ে রাখুন ২০ মিনিট। এভাবে নিয়মিত করুন যতদিন না ছত্রাক নির্মূল হচ্ছে।

ক্যালিফোর্নিয়া 'র স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের মতে এই প্রাকৃতিক পদ্ধতিটি শুধুমাত্র নখের ছত্রাকই নয়, পায়ে যে কোন ধরনের প্রদাহ ও পা ফোলা দূর করতে অত্যন্ত কার্যকর। এর কারন হিসেবে তারা বলেন লবনের ‘নেক্সাস’ নামক উপাদানটি পায়ের প্রদাহ জনিত ব্যাকটেরিয়া ও জীবাণু ধ্বংস করতে সক্ষম।


কানের ইনফেকশন দূর করতে রসুন
প্রতি বছর কানের ইনফেকশনের জন্য অনেক মানুষ ডাক্তারের কাছে ছোটেন। কিন্তু ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকো স্কুল অফ মেডিসিনের এক্সপার্টরা বলেন, ঘরোয়া চিকিৎসায় অতি দ্রুত এই ধরনের কানের ইনফেকশন দূর করা সম্ভব যা যে কোন প্রেসক্রিপশনের থেকেও দ্রুত কাজে দেবে। এর জন্য দরকার রসুনের তেল। দিনে ২ বার ২ ফোঁটা রসুনের তেল কানের ইনফেকশন দূর করে ৫ দিনের মধ্যে। বিশেষজ্ঞরা বলেন রসুনের সক্রিয় উপাদানগুলো যেমন জার্মেনিয়াম, সেলেনিয়াম, এবং সালফার যৌগ ইনফেকশনের জন্য দায়ী ব্যাকটেরিয়া মেরে ফেলতে সক্ষম।

বাসায় সহজেই রসুনের তেল তৈরি করে নিতে পারেন। এর জন্য আপনার লাগবে একটু বড় আকৃতির ৩ টি রসুনের কোয়া ও অলিভ অয়েল। প্রথমে রসুনের কোয়া পিষে নিন ও এটি ২ মিনিট এক কাপ অলিভ অয়েলে রাখুন। তারপর তেলটুকু ছেঁকে নিন। এই রসুনের তেল আপনি ফ্রিজে ২ সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারেন।
- See more at: http://www.fairnews24.com/details.php?id=14351#sthash.ljPUCz1e.dpuf

<br> fns, Dhaka, Bangladesh, sex, hot, heath, fairnews24.com,banglanews, banglakhabor, bangla, bdnews,<br/>

ভালোবাসা আসলে কি? শারীরিক না মানসিক?

এফএনএস :  ভালোবাসা আসলে সমস্ত শুভ ও সৃষ্টির শক্তি। এটা শুধুমাত্র জৈবিক বা শারীরিক ব্যাপার নয়। আবার শুধুমাত্র মানসিক বিষয়ও নয়। এটা একধরনের জৈব-মানসিক (psycho-somatic) প্রক্রিয়া। যদিও বিজ্ঞানীরা গবেষণায় প্রাণ-রসায়নের নানা বিক্রিয়াকেই ভালোবাসা হিসেবে প্রমাণ করেছেন, তবু ভালোবাসার স্থান মানুষের জৈবিক স্তরের উপরে। কোন কামনা ছাড়া নিখাদ প্ল্যাটোনিক ভালোবাসা অতি বিরল ও টেকসই নয়। মানুষের জীবনের প্রয়োজনেই কামনা-বাসনা, চাওয়া-পাওয়া ভালোবাসার প্রয়োজনীয় জৈবিক উপাদান। ভালোবাসা সুন্দর জীবনের কারণেই খুব প্রয়োজন। অমর ইংরেজ কবি কীটস বলে গেছেন, ‘ভালোবাসা যে পেল না, আর ভালোবাসা যে কাউকে দিতে পারল না, সংসারে তার মতো দুর্ভাগা নেই’, অজানা আরেক কবির কবিতা: কেউ বলে প্রেম আত্মিক আমি বলি - ধিক তাকে, ধিক! কেউ বলে - প্রেম দেহজ আমি বলি - এতোই সহজ? এক বাঁচাল ছোকড়া ফস করে বলে বসে- প্রেম মানে "জোড়া দেহ জোড়া মন" আমি বলি
- See more at: http://www.fairnews24.com/details.php?id=14374#sthash.HMmfiGQZ.dpuf

<br>Tag: love, teenage, kiss, sexual relation, FNS, Dhaka, Bangladesh, Fairnews24<<br/>>

’জ্যাকপট’ থেকে বাতিল অন্তরঙ্গ দৃশ্য

এফএনএস বিনোদন : একজন অভিনেতা হিসেবে চলচ্চিত্রকে তার সর্বোচ্চ শ্রমটুকুই দিচ্ছেন সানি লিওন। তবে সেন্সর বোর্ডের মতে, তিনি একটু বেশিই দিয়ে ফেলেছেন কাইজাদ গুস্তাদের ‘জ্যাকপট’ ছবিতে।

সম্প্রতি সানি লিওন এবং তার সহ-অভিনেতা সচিন যোশীর একটি অন্তরঙ্গ দৃশ্য খুবই স্পর্শকাতর মনে হয়েছে সেন্সর বোর্ডের কাছে। ফলে সেন্সর বোর্ডের কথামত দৃশ্যটি কেটে ফেলা হয়েছে ছবি থেকে।

এসব দৃশ্যের সাথে সুপরিচিত সানি লিওন দাবি করেছেন, ছবিটিতে সেন্সরশিপের কোন প্রয়োজন ছিলনা। তার আগের ‘জিসাম টু’ ছবিও একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছে। কিন্তু পরবর্তীতে প্রকাশিত ডিভিডিতে সবগুলো দৃশ্যই রাখা হয়েছে। এই ছবির ক্ষেত্রেও একই কাজ করা যেতে পারে।

এ বিষয়ে সচিন যোশী আশা প্রকাশ করছেন যে, সেন্সর বোর্ড বিষয়টি পুনরায় বিবেচনা করবে। সূত্র :ইন্টারনেট।
- See more at: http://www.fairnews24.com/details.php?id=14783#sthash.yBsDIbvz.dpuf

tag: sany leon, Suny leon, hot actress, porn star, FNS, Fairnews24, Dhaka, Bangladesh,

অর্ধ নগ্ন মিউজিক ভিডিও নিয়ে শারলিন


এফএনএস বিনোদন : নগ্ন এবং অর্ধ নগ্ন ছবি দিয়ে সবার নজরে পড়া ভারতীয় মডেল ও অভিনেত্রী শারলিন চোপড়া কামসূত্র থ্রিডি’র পর এবার হাজির হচ্ছেন ‘ব্যাড গার্ল’ শিরোনামের মিউজিক ভিডিও। ধারণা করা হচ্ছে এই মিউজিক ভিডিওটি দর্শকের হৃদয়য়ে আরও একবার ঝড় তুলতে সক্ষম হবে।

এদিকে শারলিন চোপড়া তার এই একক মিউজিক ভিডিও নিয়ে বেশ আশাবাদি। কামসূত্র থ্রিডি খ্যাত শারলিন মনে করেন গানটির কথা এবং সুর তার ব্যক্তিত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। আর গানটিতে শারলিনের আবেদনময়ি উপস্থাপনা এবং কথা সমন্বয় গানটিকে করেছে উত্তেজনাপূর্ণ। এই গানটির চিত্রায়ন মূলত শুরু হয় শারলিন চোপড়া কান উৎসব থেকে আসার পর।

এ প্রসঙ্গে শারলিন চোপড়া বলেন, এই গানটি পুরোপুরি আমার সাথে যায়। এই গানটি কৃত্তিম মায়াজালেরও অনেক উর্ধে, প্রাথমিক পর্যায়ে এটি নিখাদ দুর্বলতাকে ফুটিয়ে তলে।

তিনি আরও বলেন,খারাপই ভালো, খারাপ মেয়ে হতে আমি স্বাচ্ছন্দ্যবোঁধ করি। স্কুলে পড়ার সময়ে আমি যখন চার্চ সঙ্গীতে গলা মেলাতাম তখন আমার মনে হয়নি কখনো আমি ব্যাড গার্লে পরিণত হব। গানটি পুরোপুরি আমাকে প্রতিনিধিত্ব করে।

উল্লেখ্য, ছোটখাটো কিছু বলিউড চলচ্চিত্র যেমন ‘টাইম পাস’, ‘রেড সোয়াস্তিক’ এবং ‘গেম’ দিয়ে শুরু করলেও মূলত পরিচিতি পান ‘বিগ বস’ রিয়েলিটি শো দিয়ে।এরপর একে একে প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নেন এই আবেদনময়ি নায়িকা। পরে শারলিন চোপরাকে ‘এমটিভি স্পি­টসভিলা’র উপস্থাপনা করতে দেখা যায়।

- See more at: http://www.fairnews24.com/details.php?id=14799#sthash.HhGsxtIy.dpuf
Tag: Sharlin chopra, node video, bad gril, music video, FNS, Fairnews24,Dhaka, Bangladesh,

Sunday, December 08, 2013

শুষ্কতা মোকাবেলা

ঋতুভেদে দেখা যায় শারীরিক ছোটখাটো সমস্যা, যেসবের বেশকিছু ঘরোয়া প্রতীকার জানা থাকা ভালো। বাজারের প্রসাধনসামগ্রীর চেয়ে হারবাল পদ্ধতিতে অনেক ক্ষেত্রে ভালো ফল পাওয়া যায়। আমেরিকার অনলাইন সংবাদমাধ্যম হাফিংটন পোস্টের এক লেখায় প্রকাশ করা হয়েছে ঘরে বসে এসবের প্রতীকারের উপায়

খুশকি
যা দরকার: চার টেবিল চামচ আলমন্ড তেল, এক টেবিল চামচ গ্রিক ইয়োগার্ট, দুই টেবিল চামচ কচলানো কলা।

করণীয়: আলমন্ড তেল, গ্রিক ইয়োগার্ট, কচলানো কলা একসঙ্গে ভালো করে মিশিয়ে মাথায় মেখে রাখুন কমপক্ষে ৫ মিনিট। চাইলে ১৫ মিনিট পর্যন্তও রাখা যায়। তারপর ধুয়ে ফেলুন। আলমন্ড তেলে ফ্যাট ও ভিটামিন ‘ই’ থাকে, যা ময়েশ্চারাইজেশন ও হাইদ্রেশনে সাহায্য করে। ইয়োগার্টের ল্যাকটিক এসিড ধুলাময়লা ও মৃত কোষ ধুয়ে ফেলতে সাহায্য করে।


চুলে উজ্জ্বলতাহীনতা
যা দরকার: লেবুর রস, স্বচ্ছ ওয়াইন ভিনেগার, অলিভ অয়েল।
করণীয়: শ্যাম্পু করার পর গরম জলে তিন চা চামচ লেবুর রস ও স্বচ্ছ ওয়াইন ভিনেগার মিশিয়ে চুল ধুয়ে ফেলুন। তারপর চুল পুরোপুরি শুকানোর আগে অল্প করে অলিভ অয়েল হাতের তালুতে নিয়ে চুলে মাখুন। শীতকালে অলিভ অয়েল চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে।

শুষ্ক ত্বক
যা দরকার: আধা কাপ চটকানো কুমড়া, পৌনে এক কাপ ইয়োগার্ট, একটি কলা।

করণীয়: চটকানো কুমড়া, ইয়োগার্ট ও কলাটিকে একসঙ্গে ব্লেন্ড করে বৃত্তাকারে আঙুল ঘুরিয়ে ত্বকে মাখুন। এরপর ২০ মিনিট পার হলে ধুয়ে ফেলতে হবে। কুমড়ায় থাকে ভিটামিন ‘এ’, যা অতিবেগুনি রশ্মির প্রকোপ থেকে ত্বককে সুরক্ষা দিতে পারে। এতে আরো থাকে ভিটামিন ‘সি’, যা কোলাজেন উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করে।

পায়ের আঙুলের ফাঁকে
স্যাঁতসেঁতে ভাব


যা দরকার: বেকিং সোডা, সাদা ওয়াইন ভিনেগার।
করণীয়: বেকিং সোডার দুর্গন্ধ তাড়ানোয় নাম আছে। তাছাড়া এ বস্তু ময়েশ্চার শোষণ করতেও সক্ষম। বেকিং সোডা পায়ের পাতায় আর আঙুলের ফাঁকে লাগালে সেখানকার স্যাঁতসেঁতে ভাব আর দুর্গন্ধ দূর হবে। সপ্তাহে দুই কী তিন বার সাদা ওয়াইন ভিনেগারের সঙ্গে পানি মিশিয়ে তাতে পা ডুবিয়ে রাখলেও ভালো ফল পাওয়া যায়।

ফেটে যাওয়া ঠোঁট
যা দরকার: জোজোবা তেল।
করণীয়: রাতে ঘুমানোর আগে ঠোঁটে জোজোবা তেল মেখে ঘুমালে ফেটে যাওয়া ঠোঁট সুস্থতা ফিরে পাবে। জোজোবা তেলে ভিটামিন ‘ই’ ও জিংক এবং তামা ও আয়োডিনের গুণাগুণ থাকে। শরীরের অন্যান্য স্পর্শকাতর অংশের ত্বক শুষ্কতায় ভুগলেও জোজোবা তেল ব্যবহার করা যেতে পারে।


চোখের নিচে দাগ
যা দরকার: ঠাণ্ডা শসা, জোজোবা তেল।
করণীয়: গোল করে কাটা শসা চোখের নিচের দাগের উপরে দিয়ে রাখুন ১৫ মিনিট। শসার ভিটামিন ‘বি’ পানিও রক্ত চলাচলে সহায়ক হয়। তারপর জোজোবা তেল লাগিয়ে সারা রাত রাখতে হবে। এতে চোখের নিচের জায়গার স্বাভাবিক রূপ ফিরে আসবে। - See more at: http://www.fairnews24.com/details.php?id=14017#sthash.7Wvg60kM.dpuf