Thursday, December 19, 2013

আত্মহত্যার চেষ্টা করেন ব্র্যাডলি কুপার

Bradley Vooper
মদ এবং ড্রাগে আসক্ত অভিনেতা ব্র্যাডলি কুপার অ্যাকশনধর্মী টিভি সিরিয়াল ‘এলাইস’এ নিজের উপস্থিতিতে সন্তুষ্ট হতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

৩৮ বছর বয়সী এই তারকা সিরিজটিতে নিজের করা উইল টিপিনের চরিত্রটি নিয়ে বেশ হতাশায় ভুগছিলেন একাডেমি পুরস্কার জয়ী তারকা।

তিনি জানান, এই সিরিজটির জন্য আমাকে সপ্তাহে মাত্র ৩ দিন কাজ করতে হত। এর পরের পর্বটিতেও আমার চরিত্রের তেমন লক্ষণীয় কোন উপস্থিতি ছিল না। সর্বোপরি আমি এতটাই হতাশ ছিলাম যে নিজেকে মেরে ফেলতে চেয়েছিলাম।

‘হ্যাঙ্গোভার’ অভিনেতা একসময় আর সহ্য করতে না পেরে টিভি সিরিজটির উদ্ভাবক জে.জে আব্রামকে বলেন তাকে সিরিজ থেকে বাদ দিয়ে দিতে। যদিও সেই সময় ব্র্যাডলির হাতে কোন কাজ ছিল না।

শুধু তাই নয় সম্প্রতি তিনি তার হলিউডক্যারিয়ারের সমাপ্তি আনতে যাচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, সবাইকে এমন একটি সময়ের মুখোমুখি হতে হয়। আমাকেও হতে হচ্ছে। হলিউডে এখন আমার প্রয়োজন শেষ।

ব্যক্তিগত জীবনকে বেশি গুরুত্ব দিতে চান তাই তিনি তার ব্যবসায় মনোনিবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন। তা না করে মাদকে ডুবে নিজের জীবনকে শেষ করতে চান না ব্র্যাডলি কুপার। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
- See more at:

TAG: bradley cooper, Hollywood, superstar, suicide, FNS, Fiarnews24.com, Tazakhabor, Bangladesh news,

২০১৪ সালে বাগদান করবেন জন!

John Abraham

‘রেইস টু’র ব্যাপক সাফল্যের মাধ্যমে এই বছরটি শুরু হয়েছে জন আব্রাহামের। এরপর ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে খুশি করলেন সমালোচকদের। একজন প্রযোজক হিসেবেও সফল জন। তার প্রযোজিত দ্বিতীয় সিনেমা ‘মাদ্রাজ ক্যাফে’ শুধু সমালোচকদেরই দৃষ্টি কাড়েনি, পেয়েছে দর্শকপ্রিয়তাও। কিন্তু নতুন খবর হলো প্রেমিকা প্রিয়া রুঞ্চালের সঙ্গে ২০১৪ সালে বাগদান করতে পারেন জন।

জনপ্রিয় এই অভিনেতার ৪১তম জন্মদিনে খ্যাতনামা জ্যোতিষী ভাভিক সাংঘভি ধারণা করছেন, ২০১৪ সাল হতে পারে জনের বাগদানের বছর।

জ্যোতিষীর মতে ক্যারিয়ারে বেশ কয়েকবার চড়াই উতরাই পেরোতে হলেও শেষমেশ জনের সাফল্য নিশ্চিত। প্রতিবছর বাড়বে তার অর্থবিত্তের পরিমাণ।

সাংঘভি আরও ভবিষ্যতবাণী করেন যে, বিয়ের পিঁড়িতে না বসলেও ২০১৪ সালে প্রেমিকার সঙ্গে বাগদান অবশ্যই সম্পন্ন করবেন জন।

সাংঘভির হিসেব অনুযায়ী, জনের আগামী সিনেমা ‘ওয়েলকাম ব্যাক’ খুব ভালো ব্যবসা না করলেও পরবর্তী প্রকল্প ‘হামারা বাজাজ’ ব্যাপকভাবে সমাদৃত হবে।

২০০২ সাল থেকে দীর্ঘ আট বছর প্রেমের পর ২০১১ সালের শুরুতে অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে বিচ্ছেদ হয় জনের। এরপর থেকে প্রিয়া রুঞ্চালের সঙ্গে প্রেম করছেন তিনি। আমেরিকান নাগরিক প্রিয়া পেশায় ইনভেস্টমেন্ট ব্যাংকার। ২০১০ সালে মুম্বাইতে জনের সঙ্গে প্রথম দেখা হয় প্রিয়ার।
- See more at:

TAG: Fairnews24, FNS, Bangladesh, Tazakhabor,

পরনীতির ‘রোমান্সে’ ক্ষেপেছেন বাবা

Poreeniti Chopra
পরণীতি চোপড়ার বলিউডে ডেব্যু খুব একটা বেশি দিনের না হলেও এর মধ্যেই অভিনয়ের দক্ষতা দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে সে লম্বা রেসের ঘোড়া। এমনিতে বেশ হাসিখুশি কিন্তু সহজেই ছোট ছোট কারণে কেঁদে ফেলেন এই সুন্দরী। জানিয়েছেন, অভিনয় করার সুযোগ হঠাৎ করেই এসেছিল তার কাছে। আম্বালা শহরে বড় হয়ে ওঠা আর কলেজ। তারপর হায়ার স্ট্ডিজ এর জন্য ম্যানচেস্টার এ যাওয়া এবং সেখানে বিজনেস,ফিন্যান্স আর ইকনমিক্স-এ ট্রিপল অনান্স করেও রিসেসানের জন্য ভালো চাকরি না পেয়ে ম্যানচেস্টার ইউনাইটেড-এর হয়ে কাজ করতে গিয়ে ডেভিড বেকহ্যামের সঙ্গে আলাপ আর তারপরে ভারতে ফিরে এসে যশ রাজ ফিল্মস এর অফিসে কাজ পাওয়া। আবার অভিনয়ে প্রথম ব্রেক সেখানেই পাওয়া সবই স্বপ্নের মত লাগে পরিণীতির।পরিণীতি আরও জানিয়েছেন, তার বাবা বেশ প্রাচীন চিন্তা ধারার মানুষ। তাই সিনেমাতে অ্যাক্টিং করার ক্যারিয়ার কোনদিনই উনি ভাল চোখে দেখেননি। কিন্তু যেহেতু প্রিয়াঙ্কা চোপড়া (পরিণীতির খুড়ততো বোন) ইতোমধ্যেই বলিউডে ভাল পরিচিতি পেয়েছিলেন আর যশ রাজ ব্যানারে কাজ করছিলেন তাই পরিনীতির বাবা ওঁকে অভিনয় করার অনুমতি দেন।যখন পরিণীতির প্রথম ছবি ইশকজাদে মুক্তি পায় তাতে হিরোর সঙ্গে লাভ মেকিং সিন দেখে মোটেই খুশে হননি উনি আর গোটা একদিন মেয়ের সঙ্গে কথাও বলেন নি। পরের ছবি শুদ্ধ দেশি রোম্যান্স আর মেয়ের সঙ্গে বসে দেখার সাহস করেননি। তা একদিক দিয়ে ভালো করেছেন উনি যা সব চুম্বন দৃশ্য আছে ওই ছবিতে ! যাইহোক পরিণীতি আরও জানিয়েছেন, বাবাকে ভয় পেলেও মায়ের সঙ্গে সম্পর্ক কিন্তু ঠিক তার উল্টো, মায়ের সঙ্গে সব কিছুই শেয়ার করেন তিনি। এমনকী এখনও পরিনীতির প্রথম ছবির পরিচালক মনীশ শর্মা কে প্রায়ই এস এম এস করে ধন্যবাদ জানান পরিণীতির মা। কারণ তিনি মনে করেন মেয়ের এই সাফল্য একমাত্র তার জন্য।
- See more at: 



TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,
Sandy Hook, Khloe Kardashian, Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, sunny leone,  leonardo dicaprio, Hollywood, Poreeniti chopra,



মোষ্ট ওয়ান্টেড সানি লিওন!

Sunny leone
সালমান খান, ক্যাটরিনা কাইফ আর শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে বছরের মোষ্ট ওয়ান্টেড তারকা নির্বাচিত হলেন পর্নস্টার সানি লিওন। সম্প্রতি গুগল ইন্ডিয়া’র জরিপে এ তথ্য জানানো হয়েছে। তাদের দাবি, ২০১৩ সালে গুগলে সালমান খান, ক্যাটরিনা কাইফ এবং ক্রিকেটতারকা শচীন টেন্ডুলকারের চেয়েও বেশি বার খোঁজা হয়েছে বলিউডের নতুন মুখ সানি লিওনকে।
এই তালিকায় ৫ম স্থানে আছেন বলিউড কিং শাহরুখ। এরপর পর্যায়ক্রমে খোঁজা হয়েছে গায়ক হানি সিং, তেলেগু এবং তামিল অভিনেত্রী কাজল আগারওয়াল, কারিনা কাপুর, শচীন টেন্ডুলকার এবং পুনম পান্ডেকে।
গুগল ইন্ডিয়া দেশটির গুগল সার্চ এর ভিত্তিতে বছরের প্রধান ব্যক্তিত্ব, ঘটনা, গতিধারা ইত্যাদির উপর একটি জরিপ চালিয়েছে।
শাহরুখ খান অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ সহ তালিকায় শীর্ষস্থানে আছে বলিউডের হিট ছবিগুলো এবং ভারতীয় প্রিমিয়ার লিগ। তালিকায় জনপ্রিয় ১০ এর মধ্যে ছিল ‘আশিকি টু’ ছবি, জন ওয়াকার এবং জিয়া খান।
- See more at: 

TAG: Sunny Leone, pornstar Sunny, Leone, mostwonted, Hot sunny, stars, Bangladesh, Bangladeshi, News, khabor tazakhabor, 


নগ্নতাকে উপভোগ করেন লিওনার্দো

 চলচ্চিত্রের নগ্ন দৃশ্যে অভিনেতা-অভিনেত্রী ব্যাবহার হলেও তাতে বিশ্বাসী নন হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপরিও। যে কারণে চলচ্চিত্রের প্রতিটি রোমান্সকর দৃশ্যে তিনি নিজেই অভিনয় করেন। শুধু তাই নয়, ছবিতে এসব নগ্নতাকেও উপভোগ করেন তিনি।
একটি টেলিভিশন সাক্ষাৎকারে ক্যাপরিও বলেন, আমার ছবির সফল বা ব্যর্থ অংশগুলোর দায়ভার আমারই।
তিনি এটাও স্বীকার করেন যে, তার নতুন ছবি ‘দ্য ওলফ অফ ওয়াল স্ট্রীট’ ছবিতেও নগ্নতাকে তিনি উপভোগ করেছেন। ছবিটি ডিসেম্বরের ২৫ তারিখ মুক্তি পাবে।
- See more at: click here



TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,
Sandy Hook, Khloe Kardashian, Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, sunny leone,  leonardo dicaprio, Hollywood,

শাবনূরকে নিয়ে ঢালিউডে অনিশ্চয়তা

Shabnor
 গোপনে বিয়ে করেছেন; সন্তানের মা হচ্ছেন। এসবকিছুই স্বীকার করেছেন বাংলা সিনেমার এক সময়কার রোমান্টিক নায়িকা শাবনূর। এ অবস্থায় সবাই যখন ক্ষণ গুনছেন শাবনূরের মা হওয়ায় খবর পাওয়ার জন্য তখন অনিশ্চয়তা দেখা দিয়েছে অনিশ্চয়তা।
কারণ খুব শীগ্রই দেশে ফিরে তার দুটি ছবির কাজ শেষ করার কথা। মুস্তাফিজুর রহমান বাবুর ‘অবুঝ ভালবাসা’ ও মুস্তাফিজুর রহমান মানিকের ‘এমনই তো প্রেম হয়’ ছবি দুটির কাজই শেষ পর্যায়ে। যার প্রধান চরিত্রে অভিনয় করেছন শাবনূর। অন্যদিকে মুস্তাফিজুর রহমান মানিক শাবনূরকে নিয়ে শুরু করতে চাইছেন ‘শাবনূর আপা জিন্দাবাদ’ ছবির কাজ শুরু করতে। কিন্তু এসবই অনিশ্চিত হয়ে পড়েছে শাবনূরের কারণে।
শাবনূর আদৌ আর দেশে ফিরবেন কিনা তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। কেউ কেউ মনে করছেন স্বামী-সন্তান নিয়ে হয়তো অষ্ট্রেলিয়ার স্থায়ী বাসিন্দা হয়ে যাচ্ছেন তিনি। যদিও শাবনূর নায়ক প্রযোজক হেলাল খানের কাছে তার মা হওয়ার খবরটি অস্বীকার করেছেন। এ নিয়েও ফের তৈরি হয়েছে রহস্য। কারণ এর আগে শাবনূর নিজেই সাংবাদিকদের কাছে তার মা হওয়ার কথা স্বীকার করেন।
২০১৩ সালে শাবনূর অভিনীত দুটি ছবি মুক্তি পায়। ছবিগুলো হলো গাজী মাহবুব পরিচালিত ‘শিরি ফরহাদ’ এবং মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালবাসা’। তবে কোন ছবিই সাফল্যের মুখ দেখেনি।
- See more at: see more



TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,
Sandy Hook, Khloe Kardashian, Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, sunny leone,  Shabnoor, Shabnor, Bangladeshi Heroine, Bangladeshi model,

Wednesday, December 18, 2013

মুক্তির আগেই অস্কারে মনোনিত শার্লিন চোপড়ার `কামসূত্র থ্রিডি`


Sherlyn Chopra Kamasutra 3D
 মুক্তির ছ মাসে আগেই `কামসূত্র থ্রিডি`-র অস্কারে প্রবেশ। রূপেশ পাল পরিচালিত `কামসূত্র থ্রিডি`- সিনেমাটি অস্কার পুরস্কার ২০১৪-এর তিনটি বিভাগে মনোনিত হল। অস্কার ২০১৪- সেরা সিনেমা (Best Motion Picture), অরিজিন্যাল স্কোর ( Original Score) ও শ্রেষ্ঠ সঙ্গীত (Original Song) এই তিনটি বিভাগের জন্য মনোনিত হল শার্লিন চোপড়া অভিনীত এই সিনেমাটি।

এতদিন শার্লিন চোপড়ার এই সিনেমাটিকে নিয়ে আলোচনা হচ্ছিল শুধু নগ্নতা আর যৌনতা নিয়ে, এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে চলেছে পুরো সিনেমাটিই। ক দিন আগেই `কামসূত্র থ্রিডি`-র ট্রেলর রিলিজ হয়। ট্রেলর দেখে বেশ প্রশংসা করেন সিনে বিশেষজ্ঞরা।

এই সিনেমায় পাঁচটি গান আছে। সেগুলি হল আইগিরি নন্দিনী, সাওয়ারিয়া, আই ফেল্ট, অফ সোয়েল, হার হার মহাদেব। সচিন আর শ্রীজিত এই সিনেমায় সঙ্গীত পরিচালনা করেছেন। গানগুলি লিখেছেন সিনেমার পরিচালক রূপেশ পাল।

এই খবরের পর পরিচালক বললেন, এখন অনেককে জবাব দিতে পেরেছি, আমার এই ছবিটা যে কোনও সফট পর্ন মুভি নয়, সেটা আমি বোঝাতে পেরেছি ভেবে বাল লাগছে। ‘কামসূত্র থ্রিডি’ ছবিটি ইতিমধ্যেই কান চলচ্চিত্র উত্‍সবে প্রদর্শিত হয়েছে।

সিনেমার পোস্টারে সম্পূর্ণ নগ্ন অবস্থায় শার্লিন চোপড়ার ছবি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। আগামী বছর ২৩ মে এই সিনেমাটি মুক্তি পাবে।

প্রসঙ্গত, প্রাচীন হিন্দু সভ্যতায় সংস্কৃত ভাষায় বাত্‍সায়ন কামসূত্র রচনা করেছিলেন। এ ছবিতে যৌনতা বিষয়ে প্রাচীন সমাজের জীবনযাপনের ইতিহাস তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে কামসূত্র-র উপর বানানো সেরা ছবি হতে চলেছে রূপেশ পাল-শার্লিন চোপড়ার এই সিনেমাটি।
see more at: 

TAG: Sherlyn Chopra, Kamasutra 3D, Oscars 2014,  Oscar award,  Kamasutra 3D,  sex, adult, adult movie, hot movie,

বলিউড তারকাদের বিবাহ অতঃপর বিচ্ছেদ বিষয়ে খুটিনাটি

Bollywood super star couples
বলিউডে ঋত্বিক-সুজান। টলিউডে শ্রাবন্তী-রাজিব। বিয়ে ভাঙার খবরে ভেসে যায় নিউজপ্রিন্ট। কিন্ত্ত এদের পাশাপাশি আরো বিয়েও তো ভাঙে। বা ঘটে বিচ্ছেদ। কোথায় পৌষ-মাঘ বিয়ের লগন, কিন্তু ভারতে এখন চলছে বিয়ে ভাঙার মৌসুম!

যুক্তা মুখী আর প্রিন্স টালি
* কী হয়েছিল: এই বছরের জুলাই মাসে যুক্তা মুখী তার স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন। প্রিন্স টালি আগাম জামিনের আবেদন করেন। ৩১ অগস্ট তা খারিজও করে দেয় আদালত। যুক্তা এরপর হাইকোর্টে আপিল করলে, তাকে বলা হয় সেশন কোর্টে বিচারপদ্ধতি শেষ হওয়ার পরেই এই আবেদন করা যাবে।

*বর্তমান পরিস্থিতি: বোম্বে হাই কোর্ট বিয়ের সমস্যার সমাধানের জন্য একজন মধ্যস্থতাকারীকে নিয়োগ করেছে। বিচারপতির নির্দেশে এক সিনিয়র আইনজীবী দু’জনের সঙ্গেই কথা বলছেন বিষয়টিকে মিটিয়ে ফেলার জন্য।

* বাতাসে যা ভাসছে: কেউ কেউ বলছেন, টালির সাধারণ জীবনযাপনের সঙ্গে যুক্তা মানিয়ে নিতে পারছিলেন না। আর টালির পক্ষেও তার স্ত্রীর ‘স্টার-স্ট্যাটাস’ সব সময় বহন করা সম্ভব হচ্ছিল না। সব জায়গাতেই তার পরিচয় হত, তিনি যুক্তা মুখীর স্বামী। যদিও দু’জনের কেউ-ই এই তথ্য স্বীকার করেননি।

* দু’জনে কী ভাবছেন: আপাতত মধ্যস্থতাকারীর ব্যাপারে দু’জনেই একমত। অশান্তি এড়িয়ে সমাধানের রাস্তায় আসতে চান দু’জনেই।

* কে কী বলছেন: ‘আদালতের তরফ থেকে একজন মধ্যস্থতাকারীকে নিয়োগ করা হয়েছে। দু’ পক্ষই এতে রাজি। আমরা সমাধানের আশা দেখছি,’ বলেছেন টালির আইনজীবী ফিলজি ফ্রেডরিক।

কল্কি কোয়েলচিন আর অনুরাগ কাশ্যপ
* কী হয়েছিল: অনুরাগ আর কল্কি দু’জনেই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন, তারা আর একসঙ্গে থাকতে চান না। তারপর থেকে তারা আলাদা আলাদাভাবেই রয়েছেন।

* বর্তমান পরিস্থিতি: দু’জনের কেউ-ই এই নিয়ে কথা বলছেন না। অনুরাগ এই মুহূর্তে তার ‘বোম্বে ভেলভেট’-এর কাজ নিয়ে ব্যস্ত। এরপর তিনি রাজ কমিকস-এর ভারতীয় সুপারহিরো দোগাকে নিয়ে কাজ করতে চলেছেন। ২০০৯ থেকে ওই প্রোজেক্টের কাজে তিনি নামার পরিকল্পনা নিচ্ছেন। তখন ঠিক ছিল কুণাল কাপুর ওই প্রোজেক্টে থাকবেন। তিনি এখনো রয়েছেন।

কিন্ত্ত শোনা যাচ্ছে তাকেও বাদ দিতে পারেন অনুরাগ। অনুরাগের ‘বোম্বে ভেলভেট’-এর নায়ক রণবীর কাপুর। আর তার ‘বেশরম’-এর বক্সঅফিস ফলের জেরে সবকিছুর মধ্যেই রণবীর নাক গলাচ্ছেন এখন। ব্যক্তিগত জীবন নিয়ে সমস্যা, সঙ্গে রণবীরের চাপ- সবকিছু নিয়েই অনুরাগ যে গভীর অশান্তির মধ্যে আছেন, তা তার ঘনিষ্ঠদের অনেকেই গোপনে জানিয়েছেন।

* বাতাসে যা ভাসছে: বেশ কিছু দিন ধরেই নাকি দু’জনের মধ্যে খুব অশান্তি চলছিল। হুমা কুরেশি এবং অনুরাগের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে, এমন অভিযোগও করেছেন কল্কি। বিচ্ছেদ ঘোষণার অনেক আগে থেকেই তারা আলাদাই থাকছেন।

* দু’জনে কী ভাবছেন: জানা যায়নি। কারণ কল্কিও নিজেকে আরো বেশি করে কাজের মধ্যে ডুবিয়ে ফেলেছেন। আর অনুরাগের অবস্থা নাজেহাল।

* কে কী বলছেন: ঋত্বিক এবং সুজানের বিচ্ছেদ-বিজ্ঞপ্তির পর ‘হাসি তো ফাসি’ ছবির প্রচার করতে আসলে স্বাভাবকিভাবেই তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন তার বৈবাহিক অবস্থা সম্বন্ধে। অনুরাগের উত্তর ছিল, ‘এখানে এসেছি ‘হাসি তো ফাসি’র প্রচারের জন্য। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আমি কোনও কথা বলব না।’

চিত্রাঙ্গদা সিং আর জ্যোতি রানধাওয়া
গলফ খেলোয়াড় জ্যোতি দিল্লিতে থাকেন আর চিত্রাঙ্গদা মুম্বাইতে। গত দু’বছর তারা আলাদা আলাদাভাবেই থাকছেন। তাদের আট বছরের এক সন্তানও রয়েছে। চিত্রাঙ্গদা অবশ্য এখনো এই বিচ্ছেদের বিষয়ে কোনো কথা বলতে চান না।

কঙ্কনা সেন শর্মা আর রণবীর শোরে
আলাদাই থাকেন। তবে মুম্বাইতেই। মা অপর্ণা সেনের ‘গয়ানর বাক্স’র শ্যুটিংয়ের সময় কঙ্কণা লম্বা সময়ের জন্য পুত্রকে নিয়ে কলকাতাতেই ছিলেন। তবে ডিভোর্স-এর জন্য কেউই আবেদন করেননি। তারপর কঙ্কনা আবার ফেরেন মুম্বাইতে। এই বিচ্ছেদের বছরে অবশ্য তাদের বিবাহিত জীবনের গল্পটাই সেরা উদাহরণ। সব ভুল বোঝাবুঝি কাটিয়ে দু’জনেই আবার একসঙ্গে।

সেলিব্রিটিদের বিবাহের ক্ষেত্রে যদি একজন সেলিব্রিটি আর অন্যজন সাধারণ মানুষ হন, তাহলে সব সময়ই সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। একজনকে সবসময় অন্যজনের স্বামী বা স্ত্রী হিসেবে পরিচিতি পেতে হয়। সেটাই আসল যন্ত্রণার। একটা সময় পর্যন্ত তা উপেক্ষা করা যেতেই পারে, কিন্ত্ত তারপর সমস্যা বাঁধে।

অন্যজন চেষ্টা করেন নিজের অস্তিত্ব তৈরি করার, কিন্তু সেলিব্রিটি স্বামী বা স্ত্রীর পরিচয় তাকে সব জায়গায় তাড়া করে। তিনি অস্তিত্ব সংকটে ভুগতে শুরু করেন। লোকজন সব সময় তাকে ভাগ্যবান বলতে থাকেন তার স্বামী বা স্ত্রীর কারণে। এটা মেনে নেয়া কঠিন। তারপর একসময় সেই কঠিন প্রশ্নের মুখে এসে তিনি দাঁড়ানই।

অন্যজনের তখন ফাঁদে পড়ে যাওয়ার মতো মানসিকতা হয়। এই কারণেই ভারতে ঘনঘন সেলিব্রিটিদের বিবাহ ভাঙে।
- See more

TAG: Bollywood, Mumbai, lifestyles, super star, Hero, divorce, starts, India, life,

তিন শর্তে মুক্তি পাচ্ছে ‘ধুম থ্রি’

DHOM:3
মুক্তির ঠিক আগ মুহুর্তে সেন্সর জটিলতায় পড়েছিল বছরের আলোচিত ছবি ‘ধুম থ্রি’। অবশ্য কিছু পরিবর্তন সাপেক্ষে শেষ পর্যন্ত সেন্সর ছাড়পত্র পেয়েছে আমির খান ছবিটি।
তিনটি বড় ধরনের পরিবর্তন আনার পর ‘ধুম ৩’ ছবিকে সেন্সর ছাড়পত্র দিয়েছে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
ছবির একটি সংলাপে ‘ব্লাডি ইন্ডিয়ান’ শব্দের ব্যবহার নিয়ে আপত্তি তুলেছিল সেন্সর বোর্ড। শব্দ দুটি ভারতীয় নাগরিকদের জন্য খুবই আক্রমণাত্মক ও অপমানজনক আখ্যা দিয়ে তা পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ‘ব্লাডি ইন্ডিয়ান’-এর পরিবর্তে ‘ইউ আর ইন্ডিয়ান’ শব্দগুলো জুড়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট ওই সংলাপে। আরেকটি সংলাপে ‘ব্লাডি রিটার্ড’ শব্দের পরিবর্তে ‘ব্লাডি ইডিয়ট’ শব্দ ব্যবহারের পর আপত্তি তুলে নেয় সেন্সর বোর্ড।
এ ছাড়া ‘ধুম ৩’ ছবিতে দুঃসাহসিক সব ঝুঁকিপূর্ণ দৃশ্য থাকায় ছবির শুরুতেই সতর্ক বাণী জুড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ছবির শুরুতেই জুড়ে দেওয়া সতর্ক বাণীতে বলা হয়েছে, ছবিটিতে যেসব স্টান্ট দেখানো হয়েছে, তা পেশাদার লোকদের দিয়ে করানো হয়েছে। দয়া করে ঝুঁকিপূর্ণ এসব স্টান্ট নকল করার চেষ্টা করবেন না।
- See more at:
TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,
Sandy Hook, Khloe Kardashian, Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, sunny leone,  Amir Khan, Ali, Katrina Kaif, Abhishekh Bacchan, Bollywood Movie,

আসছে হৃদয় খানের তৃতীয় অ্যালবাম

Hridoy Khan
খুব শীঘ্রই প্রকাশ পাচ্ছে বর্তমান সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী হৃদয় খানের তৃতীয় অ্যালবাম। এখনো নাম ঠিক না হওয়া এ অ্যালবামের কাজ এরই মধ্যে শেষ হয়ে গেছে।
জানা গেছে, নতুন এ অ্যালবামে থাকছে মোট ৯টি গান। একাধিক গীতিকারের কথায় অ্যালবামের গানগুলোর সুর-সঙ্গীতায়োজন করেছেন বরবারের মতো হৃদয় নিজেই। অ্যালবামের সবক’টি গানই থাকছে হৃদয়ের একক কণ্ঠে।
হৃদয় খান বলেন, একক অ্যালবাম মানেই তো হলো একক গান। আমার আগের দুটি এককেও দ্বৈত গান ছিল না। এবারও থাকছে না। তবে এবারের অ্যালবামে অনেক ভেরিয়েশনের চেষ্টা করেছি। গানগুলো শুনলেই হয়তো শ্রোতারা বুঝতে পারবেন। আমি অ্যালবামটি শিগগিরই প্রকাশ করতে চাই। তবে সেটা দেশের পরিস্থিতির ওপর নির্ভর করবে।
- See more at:



TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,
Sandy Hook, Khloe Kardashian, Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, sunny leone, Akhi Alomgir, Akhi, Akhi Alamgir, Bangladeshi singer, singer, Hridoy Khan,

‘বোকা মন’ নিয়ে আঁখি আলমগীর


Akhi Alamgir, Bangladeshi Singer
‘বোকা মন’ নামের নতুন একটি অ্যালবাম নিয়ে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। অ্যালবামটি আঁখির সঙ্গীত ক্যারিয়ারের ১৮তম একক অ্যালবাম। পহেলা বৈশাখে অ্যালবামটি প্রকাশিত হবে। অ্যালবামটির টাইটেল গান ‘বোকা মন’র মিউজিক ভিডিও ইউটিউবেও প্রকাশ করা হয়েছে।

আঁখি বলেন, “অনেক সময় নিয়ে গানগুলোর রেকর্ডিং করেছি। এর যাবতীয় কাজ শেষ হয়ে গেছে। তাছাড়া বেশ যতœ নিয়ে অ্যালবামটি সাজিয়েছি। আশা করি, শ্রোতামহলেও গানগুলো প্রশংসিত হবে।”

অ্যালবামটির দুটি গানের সুর-সঙ্গীত করেছেন কলকাতার সঙ্গীত পরিচালক বিশ্বরূপ ঘোষ। এ অ্যালবামের বাকি গানগুলোর সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন, জেকে ও কিশোর। গানগুলোর কথা লিখেছেন তামা খোশনুর, শওকত আলী ইমন, জীবন ও শহিদ। অ্যালবামটিতে মোট ১২টি গান স্থান পেয়েছে।
- See more



TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,
Sandy Hook, Khloe Kardashian, Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, sunny leone, Akhi Alomgir, Akhi, Akhi Alamgir, Bangladeshi singer, singer,

সর্বাধিক ছবির রেকর্ডে ইমন

Emon, Bangladeshi Hero

 এ প্রজন্মের ভেতরে বাপ্পী বা সাইমনরা এক ঘরানার কাজ করলেও ইমন তাদের থেকে অভিজ্ঞতায় যেমন এগিয়ে, তেমনি কাজের ধারাবাহিকতায়ও এগিয়ে আছেন অনেক খানি।

এ ছাড়া সময়ের সবচেয়ে সম্ভাবনাময় চলচ্চিত্র অভিনেতা হিসেবেও ইমনকে অনেকেই মনে করছেন। হাতে ছবির সংখ্যা গুনলেও অনেকটা তেমনি আভাস পাওয়া যায়। শুধু সাইনিং হিরো নয়, বরং চাষী নজরুল ইসলামের মতো বিজ্ঞ নির্মাতা, স্বপন আহমেদের মতো সর্বাধুনিক নির্মাতার প্রথম পছন্দের নাম এখন তিনি।

এই প্রসঙ্গে ইমন বলেন, ‘আমার কাছে কাজটাই ধর্ম। কোনোদিন কারও শিডিউল ফাঁসিয়েছি বলে মনে পড়ে না। এ ছাড়া আমার চলচ্চিত্রে কখনও ভরাডুবি খেতে হয়েছে প্রযোজককে এমন কোনো নজির নেই। তবু বলব চূড়ান্ত সাফল্য এখনই আমার আসেনি। সেই চেষ্টাতেই এগোচ্ছি। পুরোপুরি চলচ্চিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছি।’

এ ছাড়া ইমনের ক্যারিয়ারে সিনিয়র নায়িকার পাশাপাশি এ সময়ের নায়িকাদের নিয়েও নির্মাতারা এখন এক্সপেরিমেন্ট করছেন। তার হাতে ছবির সংখ্যা গুনলে সর্বাধিক প্রায় এক ডজন চলচ্চিত্রে একক নায়ক হিসেবে কাজ করছেন তিনি। এর কোনোটিই ছোট বাজেটের কোনো চলচ্চিত্র নয়। তাই নির্মাতারাও তাকে নিয়ে কষছেন নতুন অংক।
- See more at:



TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,
Sandy Hook, Khloe Kardashian, Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, sunny leone, Emon, Bangladeshi Hero,  

বাংলাদেশি ছবিতে আনুশকার আইটেম সং


Anuska sharma hot
প্রথমবারের মতো আইটেম গানে নাচছেন বলিউডের সময়ের হট নায়িকা আনুশকা শর্মা। তবে ভারতের কোন ছবিতে নয়। তিনি নাচবেন বাংলাদেশের একটি ছবিতে। আর এই নাচে তার সঙ্গে পারফরমেন্স করবেন বাংলাদেশের নায়ক জায়েদ খান। ছবির নাম ‘প্রেম করবো তোমার সাথে’।

ছবিটি পরিচালনা করছেন একাধিক ব্যবসাসফল ছবির পরিচালক রকিবুল আলম রাকিব। এরই মধ্যে ছবির প্রযোজক তাকে ছবিতে অভিনয়ের জন্য চুক্তি করিয়েছেন বলে জানিয়েছেন পরিচালক রকিবুল আলম রাকিব। তিনি বলেন, আমার প্রযোজক আমেরিকায় থাকেন। তার সঙ্গে ভারতের অনেক শিল্পীর সঙ্গে ভাল যোগাযোগ আমি পূর্বেই দেখেছি।

সেই ভাবনা থেকে আইটেম গান কাকে দিয়ে করাবো- এমন ভাবনায় তিনি আমাকে কাস্টিংয়ের বিষয়ে সহযোগিতা করেছেন। তিনিই আনুশকাকে কনফার্ম করে আমাকে জানিয়েছেন। ‘অবুঝ শয়তান’ শিরোনামে গানের কথা লিখেছেন জাহিদ আকবর এবং সুর ও সঙ্গীত পরিচালনা করছেন তানভীর তারেক। ‘দেহেরই ভিতরে উছলে পড়ে টান, চুমুকে চুমুকে করে নে পান’- এমন কথার গানটিতে কণ্ঠ দিচ্ছেন ডলি সায়ন্তনী ও রাশেদ।

পার্টি গান হিসেবে এটি চিত্রায়ণ করা হবে বলে জানিয়েছেন ছবির পরিচালক রাকিব। জায়েদ খান বলেন, সত্যিই অবাক হওয়ার মতো। ছবির প্রযোজকের এ ইচ্ছাকে স্বাগত জানানো উচিত। নিজের দেশের শিল্পীদের পাশাপাশি বাইরের শিল্পীদের এই দেশে এসে পারফর্ম করাটা দর্শকের জন্যও নতুনত্ব বয়ে আনবে। তেমনি সেই নতুনত্বের শরিক হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে।

জানা যায়, ‘অবুঝ শয়তান’-এর গানটিতে আরও পারফর্ম করবেন মিশা সওদাগর, ডনসহ প্রায় একশ’ শিল্পী। এছাড়া ‘প্রেম করবো তোমার সাথে’ ছবিতে আরও অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, মম, কাবিলাসহ অনেকে। ১৫ই জানুয়ারি মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে ছবির শুটিং শুরু হবে।
- See more at:



TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,
Sandy Hook, Khloe Kardashian, Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, sunny leone, music, singer, Item song, Bangla Item song, Bangla music, Anuska Sharma, music video, hot bollwood actress,

Tuesday, December 17, 2013

সুখের খোঁজে শখ

Bangladeshi model Sakh
ভালো নেই জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। সুখের সন্ধ্যানে নেমেছেন তিনি। যে করেই হোক সুখ চাই তার। সুখ খুঁজতে গিয়ে অবশেষে প্রিয় মানুষের কাছে ফিরে এসেছেন তিনি।

এরকম একটি গল্পের নাটকে সম্প্রতি অভিনয় করেছেন শখ। রুদ্র মাহফুজের রচনায় নাটকের নাম ‘ভালোবাসার কাছে ফেরা’। নাটকটি পরিচালনা করেছেন বিইউ শুভ। শখ ছাড়া এতে অভিনয় করেছেন চলচ্চিত্রাভিনেত্রী চম্পা, আরফান নিশো, রাশেদ শুভসহ আরও অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ধানমণ্ডি, মিরপুর ডিওএইচএস, বারিধারা, গুলশান ও টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়িতে সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে।

শখ বলেন, এখানে নীলা নামের এক তরুণীর ভূমিকায় আমি অভিনয় করেছি। দাম্পত্য জীবনে সুখের অন্বেষণে কী করে একটি মেয়ে তার স্বামীর অনাদর-অবহেলায় অন্য কারও বাহুতে আশ্রয় খুোঁজে এবং পরবর্তী সময়ে ভুলের মাশুল গুনে ফিরে আসে, তা দেখানো হয়েছে এ নাটকের গল্পে।
- See more at:



TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,google,
Armaan KohliIndia, Érica Fontes, Robin Hood Disney, hasil drawing liga champion, Homeland, Érica Fontes, Beyonce,
Playboy Magazine, Shahira Ireen, model, hot mode, Bangladeshi hot model, Sakh,

প্লেবয় ম্যাগাজিনে বাংলাদেশী সুন্দরী!


Sahira-Playboy Magazine
এবার প্লেবয় ম্যাগাজিনে জায়গা করে নিলেন বাংলাদেশী বংশোদ্ভূত আইরিশ যুবতী শাহিরা বেরি। তিনি প্লেবয়ের ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন একেবারে বিবস্ত্র হয়ে। প্লেবয়ে তা ছাপা হওয়ার আগেই ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, ২১ বছর বয়সী এ সুন্দরী প্রথমে স্বল্প বসনে মডেলিং করলেও প্লেবয়ের জন্য ক্যামেরার সামনে বিবস্ত্র হতে একেবারে রাজি ছিলেন না। তার চেয়ে বড় কথা তার পরিবার তাতে সায় দেয়নি। তাই হিউ হেফনারের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন শাহিরা। কিন্তু কোন কোন মিডিয়া খবর দিয়েছে তিনি রাজি হয়ে গেছেন প্লেবয়ের প্রস্তাবে।

সম্প্রতি তিনি সফর করেছেন প্লেবয় ম্যানসনে। পার্টি করেছেন। প্রস্তাব ফিরিয়ে দিলে কি হবে! তার মনে গেঁথে গেছে প্লেবয়ের ওই বুড়ো প্রেমিক হিউ হেফনারকে। তাই তো এ মাসের শুরুতে তিনি লস অ্যানজেলেস ঘুরতে যান।

সেখানে গিয়েই প্লেবয় ম্যানসনে ঢুঁ মারতে ভুল করেন নি শাহিরা। হিউ হেফনারকে দেখার পর তার মন্তব্য, আমি এত লাভলি মানুষ কখনো দেখিনি। প্লেবয়ের পার্টি মানেই যে কেউ বুঝে নেন অন্যকিছু রগরগে পার্টি। দামী মদ আর সুন্দরীদের হাঁট। স্বল্পবসনা নারীর এলোমেলো চলাফেরা। উদ্দাম নাচ। সুইমিং পুলে ভালোবাসায় বিভোর থাকা। কিন্তু হিউ হেফনারের দেয়া নৈশভোজে তেমন রগরগে কোনো ঘটনা ছিল না। ওই রাতে গার্লফ্রেন্ডদের সঙ্গে মজা করতে হাজির ছিলেন তিনি নিজে।

এ বছরের ১৪ই মে আয়ারল্যান্ডের অনলাইন পত্রিকা ‘দ্য কোন্যাচট্ সেন্টেনিয়াল’ তাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, শাহিরার বসবাস আয়ারল্যান্ডের গ্যালওয়েতে। তাকে প্লেবয়ের জন্য পোজ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু তিনি সম্পূর্ণ নগ্ন হয়ে ছবির পোজ দিতে রাজি নন তিনি। বলেছেন, এমন পোজ দেয়াতে তার আগ্রহ নেই। হিউ হেফনারের প্লেবয় ম্যাগাজিনের জন্য মডেল যারা নির্বাচন করেন তাদের প্রধান স্যাম রিমা প্রস্তাব পাঠান শাহিরাকে। এরপরপরই আয়ারল্যান্ডের একটি ম্যাগাজিনে খবর প্রকাশিত হয় যে, তিনি প্লেবয়ের প্রস্তাবে রাজি হয়েছেন।
- See more at:



TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,google,
Armaan KohliIndia, Érica Fontes, Robin Hood Disney, hasil drawing liga champion, Homeland, Érica Fontes, Beyonce,
Playboy Magazine, Shahira Ireen, model, hot mode, Bangladeshi hot model,

ভাঙ্গনের সুর সাহারার সংসারে

Sahara
 ভেঙ্গে যাচ্ছে চিত্রনায়িকা সাহারার সংসার। এ খবর নিশ্চিত করেছে সাহারার ঘনিষ্ঠ একটি সূত্র। চিত্র প্রযোজক মণিরকে চলতি বছরের প্রথম দিকে সাহারা বিয়ে করেন। প্রথম দিকে যদিও একে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন এই নায়িকা। পরবর্তীতে স্বীকার করে ঘর সংসার করার জন্য চলচ্চিত্র জগতকে এক রকম অনানুষ্ঠানিক বিদায়ও জানান তিনি।

উল্লেখ্য, সম্প্রতি শাবনূরের গোপন প্রেম-বিয়ে ও অনাগত সন্তানের খবর বিব্রতকর অবস্থায় ফেলেছে ঢালিউডকে। শাবনূরের পথ ধরে চলচ্চিত্রের উঠতি নায়িকা আঁচল ১২.১২.১২ তারিখে বিয়ে করেছিলেন চলচ্চিত্র প্রযোজক জুয়েলকে। কিন্তু বরাবরই এই গোপন বিয়ের কথা অস্বীকার করেন তিনি। এর ফলও ভালো হয়নি। চলতি বছরের ১৪ এপ্রিল অর্থাৎ বাংলা নববর্ষের দিন বিয়ে বিচেছদ ঘটে তাদের। এ কথা আঁচলের মা নিজেই জানিয়েছেন।

এদিকে আঁচলের পথে হাঁটছেন তার সিনিয়র নায়িকা সাহারা। চলতি বছর এই নায়িকা ‘ঢাকা টু বোম্বে’ চলচ্চিত্রে কাজ করতে গিয়ে এর প্রযোজক মনিরকে গোপনে বিয়ে করেন এবং চলচ্চিত্রকে এক রকম বিদায় জানিয়ে সংসার শুরু করেন। যদিও এ খবর বারে বারে অস্বীকার করছেন তিনি।

কিন্তু সর্বশেষ খবর হলো সাহারা-মনিরের দাম্পত্য সম্পর্কে ভাঙ্গন ধরেছে। যে কোনো মুহূর্তে স্বামী-সংসার ছেড়ে আবার রুপালি পর্দায় ফিরতে পারেন এক সময়ের জনপ্রিয় এ নায়িকা।
- See more at:



TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,google,
Armaan KohliIndia, Érica Fontes, Robin Hood Disney, hasil drawing liga champion, Homeland, Érica Fontes, Beyonce,
Sahara,

পরকীয়ায় মজেছেন শুভশ্রী!

Subhashree
পরকীয়ায় মজেছেন টালিউড সুন্দরী শুভশ্রী। অঙ্কুশের সঙ্গে তাঁর বিয়ে হয়ে গেলেও সাইমনকে ভালবাসেন তিনি। অঙ্কুশ যদিও তাঁকে ভালবাসেন মনপ্রাণ দিয়েই। তবে শুধুমাত্র সামাজিক চাপে পড়ে শুভশ্রী বাঁধ্য হন অঙ্কুশকে বিয়ে করতে। তাই কখনওই মন দিতে পারেননি নিজের স্বামীকে। বিয়ের পরও প্রেমিকের জন্য তাঁর সেই মন কেমন থেকেই যায়, অনেকটা রাধার মতো। সাইমনের চেষ্টায় অঙ্কুশের চোখের আড়ালে আবার আগের মতনই প্রেম চালিয়ে যেতে থাকেন শুভশ্রী-সাইমন। যদিও অঙ্কুশ তা ক’দিনের মধ্যেই টের পেয়ে যান।

আর তার পর? শুভশ্রীর স্বামী অঙ্কুশ মেনে নিতে পারবেন তো বিষয়টা? শুভশ্রীই বা কীভাবে সামলাবেন স্বামী, প্রেমিক দু’জনকেই? প্রেমিকের হাত ধরে স্বামীর ঘর ছেড়ে কি বেরিয়ে পড়বেন তিনি? নাকি থেকে যাবেন অঙ্কুশের সঙ্গেই?

পরিচালক অশোক পাতির আগামী ছবি ‘আমি শুধু চেয়েছি তোমাকে’-তে উঠে আসে এমনই সব প্রশ্ন। তা ছবির গল্পের সঙ্গে অনেকটা সঞ্জয় লীলা বনশালীর ‘হাম দিল দে চুকে সনম’-এর মিল পাচ্ছেন কি? একথা যদিও মানতে একেবারেই নারাজ পরিচালক অশোক পাতি। তাঁর মতে ‘ছবিটা দেখলে তবেই বুঝবেন যে এটি বনশালীর ছবির চেয়ে একেবারেই আলাদা’। এখানে থাকবে অনেকগুলো অপ্রত্যাশিত ঘটনা।

জানা গেছে, ছবির শ্যুটিং শুরু হবে ডিসেম্বরের ২১ তারিখ থেকে। প্রথম পনেরো দিন দার্জিলিং-এ হলেও বাকি শ্যুটিংটা হবে বাংলাদেশে। সুতরাং শুধু এদেশের নয় বাংলাদেশের অনেক অভিনেতা অভিনেত্রীরাও নাকি থাকছেন ছবিতে। সব দিক ঠিক থাকলে আগামী বছর এপ্রিলের মধ্যেই দেখতে পারবেন শুভশ্রী-অঙ্কুশ জুটির প্রথম ছবি ‘আমি শুধু চেয়েছি তোমাকে’। এর আগেও অশোক পাতির উড়িয়া ছবি ‘মোতে তা লাভ হেলারে’-তে অভিনয় করতে দেখা গেছিল শুভশ্রীকে। আর ‘আমি শুধু চেয়েছি তোমাকে’-তে আরও একবার ত্রিকোণ প্রেমের বেড়াজালে আটকা পড়তে চলেছেন নায়িকা।

শোনা যাচ্ছে, ছবির গান গাওয়ার প্রস্তাব নাকি গেছে ‘আশিকি-২’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘বোঝে না সে বোঝে না’ খ্যাত গায়ক অরিজিৎ সিং-এর কাছে। আর সেটাও নিঃসন্দেহে একটা বড় পাওনা।
- See more at: 

Shubhashree Dev




TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,google,
Armaan KohliIndia, Érica Fontes, Robin Hood Disney, hasil drawing liga champion, Homeland, Érica Fontes, Beyonce,
actress subhashree hot, Subhashree hot, Suvashree, actrees, Heroine,

আন্তর্জাতিক চোরাচালানিতে জড়ালেন শাকিব

Sakib khan
আন্তর্জাতিক চোরাচালানিতে জড়ালেন ঢালিউডের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান। আর এ কথা অকোপটে স্বীকারও করলেন তিনি।

শাকিব খান জানান, আমি আন্তর্জাতিক চোরাচালানির সঙ্গে জড়িয়ে গেছি। আসলে এ ছাড়া আর কোন পথও ছিলনা। ছবির গল্পটাই এমন।

শাকিব আরো জানালেন, তার প্রযোজিত প্রথম ছবি ‘রাজা হ্যান্ডসাম’ এমন রুপেই দেখা যাবে তাকে। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। বদিউল আলম পরিচালিত ও শাকিব খান প্রযোজিত এ ছবিটির বেশ কিছু অংশের শুটিং হবে যুক্তরাজ্যের বিভিন্ন লোকেশনে।

বর্তমানে টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়িতে ‘রেড’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন শাকিব। সব কিছু ঠিকঠাক থাকলে ঢাকায় ফিরেই ‘রাজা হ্যান্ডসাম’ রূপ দেখাবেন তিনি।
- See more at:



TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,google,
Armaan KohliIndia, Érica Fontes, Robin Hood Disney, hasil drawing liga champion, Homeland, Érica Fontes, Beyonce,
Sakib khan, smuggler sakib khan,

সালমানের সঙ্গে সম্পর্ক ধরে রাখতে চান ক্যাটরিনা


Salman Khan Katrina Kaif
সঙ্গীতার মতো ক্যাটরিনা কাইফও সালমানের সঙ্গে সারা জীবন সম্পর্ক ধরে রাখতে চান। গত কয়েকবছর জুড়ে বলিউডের সেরা প্রেমিক যুগল হিসেবে পরিচিত ছিলেন সালমান-ক্যাটরিনা। তবে এখন আর সেই সম্পর্ক নেই। বর্তমানে সালমান একা থাকলেও, রনবীরের সঙ্গে প্রেম করছেন ক্যাটরিনা। তবে জনসম্মুখে এ সম্পর্কের কথা স্বীকার করতে মহাআপত্তি তাদের দুজনেরই। রনবীরের সঙ্গে সম্পর্ক যাই হোক, সালমানকেও পুরোপুরি হারাতে চান না ক্যাটরিনা।

বহু নারীর সঙ্গে সম্পর্ক বজায় রাখলেও এখন পর্যন্ত হাতে গোনা কয়েকজনের সঙ্গেই যোগাযোগ বজায় রেখেছেন সালমান খান। সেই কয়েকজনের মধ্যে একজন সাবেক মিস ইন্ডিয়া সঙ্গীতা বিজলানি। সঙ্গীতাকে বলা হয় সালমানের প্রথম প্রেমিকা।

সম্প্রতি দেয়া এক সাক্ষাতকারে ক্যাটরিনা বলেন, “সঙ্গীতা বিজলানির মতো আমিও সালমানের সঙ্গে সম্পর্ক ধরে রাখতে আগ্রহী। সালমানই আমার পথপ্রদর্শক এবং তার পরিবারের সব সদস্য আমাকে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।”

ক্যাটরিনার সাফল্যের পেছনে তার নিজস্ব পরিশ্রম ও মেধাকে অস্বীকার কোনো উপায় নেই। তারপরেও ‘বুম’ ছবির সেই অখ্যাত ক্যাটরিনাকে আজকের ক্যাটরিনাতে প্রতিষ্ঠা পাইয়ে দেয়ার অন্যতম কারণ সালমান। তাই সেই গুরুর প্রতি ক্যাটরিনাতো কৃতজ্ঞ থাকবেনই।

বর্তমানে প্রেম-বিয়ের চেয়ে নিজের পেশাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ক্যাটরিনা। সম্প্রতি বলেছেন ১০-২০ বছরেও বিয়ের পরিকল্পনা নেই তার। অভিনয়ের ওপরেই গুরুত্ব দিতে চান তিনি। বলিউডে এ বছর একদশক পূর্ণ করেছেন ক্যাটরিনা। ক্যাটরিনার পথচলাটাকে আরো দীর্ঘ করতে এখন সবচেয়ে বেশি প্রয়োজন সালমানের সাহায্য। কারণ সালমানের সঙ্গে টক্কর দিয়ে বলিউডে ব্যর্থ হয়েছেন এমন সংখ্যাও যে নেহায়েত কম নয়! এজন্যই সালমানের সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক ধরে রাখা এত বেশি প্রয়োজন।
- See more at: 

Katrina kaif Salman Khan




TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,google,
Armaan KohliIndia, Érica Fontes, Robin Hood Disney, hasil drawing liga champion, Homeland, Érica Fontes, Beyonce,
Salman Khan, Katrina Kaif, Katrina Kaif bikini, katrina kaif, bikini, katrina kaif hot, sexy katriana kaif, Bollywood, Idnia, culture, entertainment, Movie,

এবার শান্তর সঙ্গে প্রভার অশ্লীল ভিডিও

Model Prova

এবার প্রকাশ পেয়েছে স্বামী শান্তর সঙ্গে প্রভার একটি অশ্লীল ভিডিও। গত কয়েকদিন ধরেই ফেসবুকসহ নানা সামাজিক মাধ্যমে এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ঐ মাধ্যমগুলো থেকে দাবি করা হয়েছে, এবারও সচেতন ভাবেই এ ভিডিও ধারণ করেছেন প্রভা।

ফেসবুকে প্রচার হচ্ছে এ ভিডিও’র লিঙ্ক। এরই মধ্যে ভিডিও পাওয়া যাচ্ছে ইউটিউবেও। যদিও সেখানে পুরো ভিডিও না দিয়ে তার জন্য অন্য আরেকটি লিঙ্ক দেওয়া হয়েছে। তবে শেষপর্যন্ত পুরো ভিডিওটি পাওয়া যাচ্ছে না কোথাও।

এ ঘটনায় প্রভার এ ভিডিওর বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। কেউ কেউ দাবি করেছেন, এ ঘটনা সত্য নয়। প্রভার নতুন কোন ভিডিও প্রকাশ হয়নি। কোন মহল উদ্দেশ্যে এ অপপ্রচার চালাচ্ছে। তবে এ ব্যাপারে প্রভার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।



- See more at: 



TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,google,
Armaan KohliIndia, Érica Fontes, Robin Hood Disney, hasil drawing liga champion, Homeland, Érica Fontes, Beyonce,
prova scandal, prova sex, prova adults, prova nude, model hot prova,




Monday, December 16, 2013

সমকামী সুমন! (ভিডিও)

 
গানই তাঁর প্রতিবাদের ইস্তেহার। শিলাদিত্য থেকে কামদুনি, সারদা থেকে সমকাম । এবার ৩৭৭ ধারা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে গলা মেলালেন গানওয়ালা। কবীর জানালেন, "আমিও সমকামী ছিলাম। সমকামীতা স্বাভাবিক।"
- See more at:




TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,
Sandy Hook, Khloe Kardashian, Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, Ethan Couch, sexy-wallpapers, ali zafor, actress, Pakistani actress, Asian hot male actress, lesbian sex, Bollywood lesbian movie, girlfriend, female-female sex, female sex partners, India, Mombai, Indian hot female,  homosexuality,
 

সমকামী সুমন! (ভিডিও)
এফএনএস ডেস্ক: গানই তাঁর প্রতিবাদের ইস্তেহার। শিলাদিত্য থেকে কামদুনি, সারদা থেকে সমকাম । এবার ৩৭৭ ধারা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে গলা মেলালেন গানওয়ালা। কবীর জানালেন, "আমিও সমকামী ছিলাম। সমকামীতা স্বাভাবিক।"
- See more at: http://www.fairnews24.com/details.php?id=15523#sthash.vGjABJop.dpuf

World's largest human flag

A world record creating the largest human flag with its red and green on the 42nd Victory Day of Bangladesh The world record attempt, organised by mobile telecom operator Robi and the Bangladesh Army, drew in 27,117 persons at the National Parade Ground in Dhaka’s Sher-e-Bangla Nagar.

World's largest human flag in Bangladesh

A world record creating the largest human flag with its red and green on the 42nd Victory Day of Bangladesh

আত্মহত্যার হাত থেকে ভক্তকে রক্ষা করলেন গাগা

lady gaga
নিশ্চিত আত্মহত্যার হাত থেকে ভক্তকে রক্ষা করলেন পপগায়িকা লেডি গাগা। যোগাযোগ সাইট লিটলমন্সটার ডটকমে নিজের অ্যাকাউন্টে প্রচুর ভক্ত আছে গাগার। সম্প্রতি সেই সব ভক্তের একজনের একটি পোস্ট থেকে গাগা জানতে পারেন, আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২৭ বছর বয়সী লেডি গাগা ওই মেয়েটিকে লিখেন, “আমরা সবাই তোমাকে ভালোবাসি। তোমার আত্মহত্যা করা ঠিক নয়। আমরা গানের মাধ্যমেই একে অপরের সঙ্গে যুক্ত এবং এটা অনেক বেশি শক্তিশালী। তুমি গান শোনো এবং সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখো।”

সমর্থন ও সাহস যোগানোর জন্য ওই ভক্ত পরে গাগাকে ধন্যবাদ জানান। গাগার উদ্দেশ্যে ওই ভক্ত লিখেছে, “আপনার এই লেখাগুলো আমাকে রক্ষা করেছে।”
- See more at:



TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,
Sandy Hook, Khloe Kardashian, Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, sunny leone, jackpot, movie, ramp model, ramp show, porn star, lady-gaga, pops tar, music, singer,

পোশাকে হয়ে যাক লাল-সবুজের সমাহার

lifestyle


বাকি বিল্লাহ: দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের বিজয়। আর এই বিজয়ের পরিচয় বহন করে আমাদের লাল সবুজ পতাকাটি। এই লাল সবুজই যেন আমাদের পরিচয়। লাল সবুজই আমাদের বাঙালিদের আত্মার রঙ।

বিজয় দিবসের রঙ বলতে লাল সবুজকেই বোঝায়। আর তাই বিজয় দিবসের ফ্যাশনের প্রাধান্য পায় লাল আর সবুজ এই দুটি রঙ। পোশাক অন্য রঙের হলেও লাল সবুজের ছোঁয়া থাকতেই হবে। পোশাকে না হোক, ওড়না,ব্যান্ডানা, ব্যাগ অথবা অলঙ্কারে থাকা চাই লাল সবুজের ছোঁয়া।

গত এক দশক ধরেই বিজয় দিবস এলেই দেশীয় ফ্যাশন হাউজ গুলো নিজেদের সাজিয়ে নেয় লাল সবুজ রঙের নানান রঙের ও ঢঙের পোশাকে। শাড়ি, পাঞ্জাবী, শার্ট, কুর্তা, ফতুয়া, স্কার্ট কিংবা শিশুদের জামার ডিজাইনে আনা হয় বিজয় দিবসের আমেজ। গত এক দশক আগেও বিজয় দিবস নিয়ে এতো আনুষ্ঠানিকতা না থাকলেও এখন মানুষের সৌখিনতা ও পছন্দের সাথে সামঞ্জস্য রেখে ফ্যাশন হাউজ গুলো বেশ রুচিশীল ও উৎসব নির্ভর পোশাক তৈরি করছে। আবার অনেকেই নিজের সৃজনশীলতায় রাঙিয়ে তৈরি করে নিচ্ছেন নিজের একদম আলাদা একটি বিজয় দিবস স্টাইল। আসুন জেনে নেই এইবারের বিজয় দিবসে নারী পুরুষ ও শিশুদের ফ্যাশন সম্পর্কে।



বিজয় দিবসে বিশেষ কিছু কেনা হয়ে ওঠেনি? মন খারাপ লাগছে খুব? মন খারাপের কিচ্ছু নেই, দেশপ্রেম থাকে অন্তরে। আর অন্তরে যখন দেশের জন্য গভীর ভালোবাসা,তখন সাজপোশাক নিত্যনতুন না হলেও ক্ষতি কিছু নেই।
নারী


বিজয় দিবসটা ডিসেম্বর মাসে। অর্থাৎ কনকনে ঠাণ্ডা হলেও শীত কখনোই খুব একটা কম থাকে না। নারীরা লাল সবুজ শাড়ি পরতে পারেন লম্বা হাতের ব্লাউজের সাথে, কিংবা এক রঙা শাড়ির সাথে বেছে নিন লাল সবুজ একটি শাল। লাল সবুজ শাড়ি পরতে না চাইলেও এক রঙা শাড়ির সাথে লাল সবুজের সংমিশ্রণে ব্লাউজ পরুন। এক্ষেত্রে সাদা, ঘিয়া কিংবা কালো শাড়ির সাথে মানানসই লাল কিংবা সবুজ ব্লাউজের হাতায় লেস বসানো হলে দেখতে আরও সুন্দর লাগবে আপনার বিজয় দিবসের পোশাক।

যারা শাড়িতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তারা সালোয়ার কামিজ অথবা লম্বা কুর্তা পরে নিন। এক্ষেত্রেও উঁচু গলা ও লম্বা হাতা মানানসই হবে। পোশাকে লাল সবুজ রাখতে না চাইলে রাখুন ওড়না, স্কার্ফ, শাল, ও গহনা-সাজে।

আর যদি বিজয় দিবসের জন্য আলাদা ভাবে পোশাক কেনা না হয়ে থাকে, তাহলে একটি বড় পতাকা কিনে গায়ে জড়িয়ে নিতে পারেন। অথবা কপালে লাল/সবুজ টিপ পরে দুহাত সাজিয়ে তুলুন লাল-সবুজ চুড়িতে, খোঁপায় পরতে পারেন লাল ফুল। মেকআপটা করে নিতে পারেন লাল সবুজের শেড ঘেঁষে, গালে একে নিতে পারেন আলপনা।
পুরুষ

পুরুষরা বিজয় দিবসের ফ্যাশন হিসেবে বেছে নিতে পারেন টিশার্ট। বিজয় দিবস সম্পর্কিত বিভিন্ন ডিজাইনের টিশার্ট গুলো পাওয়া যায় শাহবাগের আজিজ সুপার মার্কেটের দেশীয় ফ্যাশন হাউজগুলোতে। বিশেষ কিছু কেনা না থাকলেও সমস্যা নেই। নিজের ওয়ারড্রব থেকেই লাল বা সবুজ একটি টি শার্ট বেছে নিন। সাথে একটি পতাকা বেঁধে নিতে পারেন কপালে বা হাতে। লাল-সবুজ ব্রেসলেটও ব্যবহার করতে পারেন। বাংলাদেশের পতাকার একটি চমৎকার স্তিকার কিনে বসিয়ে নিতে পারেন পরনের সাদামাটা টি শার্টেই।

যারা পাঞ্জাবী পরতে চাইতেন তারা একটি মোটা খাদি কাপড়ের পাঞ্জাবী বেছে নিতে পারেন। লাল সবুজের সংমিশ্রনের পাঞ্জাবী কিনে নিতে পারবেন বিভিন্ন ফ্যাশন হাউজ থেকে। লাল-সবুজ সংগ্রহে না থাকলে শুধু লাল কিংবা শুধু সবুজও পরে নিতে পারেন। কিংবা সাধারণ রঙের পোশাকের সাথে ব্যবহার করুন লাল-সবুজ শাল।

আর যদি আলাদা ভাবে বিজয় দিবসের জন্য পোশাক কিনতে না চান তাহলে মাথায় একটি লাল সবুজ গামছা কিংবা পতাকা পেঁচিয়ে নিতে পারেন। অনেকে শরীরে চাদরের মতও জড়িয়ে নেন প্রিয় পতাকাটি।
শিশু

বিজয় দিবসে সবাই সুন্দর লাল সবুজ কাপড় পরবে। আপনার ছোট শিশুটিকে কি পরাবেন ভেবেছেন?এবার শিশুদের ফ্যাশনে আধিক্য পাচ্ছে লালের বাহার। বেশ অনেকটা লালের সাথে অল্প সবুজের মিশ্রণে সাজিয়ে তুলুন সন্তানকে। বিজয় দিবসের দিন কিছু শিল্পী গালে ও শরীরের বিভিন্ন যায়গায় পতাকা এঁকে দেন রঙ দিয়ে। ইচ্ছে করলে একটি পতাকাও আঁকিয়ে নিতে পারেন নিজের ও নিজের সন্তানের গালে।
- See more at:

TAG: 16 December, Victory Day Bangladesh, Bangladesh, Dhaka, lifestyle, Fashion, Dress, National Day, Holiday, weekend,

সানি লিওনের জাদু

Sunny leone

এই হল সানি লিওনের জাদু। সিনেমা চলুক না চলুক, তিনি চলবেন। না, চলবেন না, বলা ভাল দৌড়াবেন। তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা জ্যাকপট সেভাবে বক্স অফিসের কৃপা পাচ্ছে না। কিন্তু তাতে কী। তিনি তো সানি লিওন। তিনি নামবেন, আর মন্ত্রমুগ্ধের মত আটকে যাবে দর্শকদের চোখ। এটাই তো নিয়মফ।

sunny leone ramp show

সেটাই হল এক ফ্যাশান শোতে। দিল্লিতে ডিজোইনার ময়ূর আর গিরোত্রার এক ফ্যাশান শোতে আমন্ত্রণ জানানো হয় সানি লিওনকে। বলিউডের পর্ন কুইন সানির সঙ্গে ডাকা হয় জ্যাকপট সিনেমার নায়ক সচিন যোশিকেও।

আর পাঁচটা ফ্যাশান শোয়ের ঢঙেই চলছিল এই শো। চোখধাঁধানো পোশাক পরে মডেলরা হেঁটে যাচ্ছিলেন, দর্শকরা তা দেখছিলেন। কিন্তু এরকম তো কতই হয়,তাই একটু ঘুম ঘুমভাবও চলে এসেছিল সবার। কিন্তু এক চটাকয় ঘুম ভাঙল। ওই তো সানি লিওন আসছেন। না কোনও স্বল্প পোশাকে নয়। ইন্দো-কানাডিয়ান পর্নস্টার বৌয়ের সাজে সেজেছেন। সানির পরনে লাল লেহেঙ্গা আর গয়না।

এরপর হুড় হুড়ি। প্রায় ঝিমিয়ে থাকা ক্যামেরাম্যানদের মধ্যে হুড় হুড়ি পড়ে গেল। যতই হোক, এই ছবিটার দাম তো দারুণ চড়া। সানি এমন একটা পোশাক পরে র‌্যাম্পে হাঁটছেন, এই ছবিটাই তো সারা মাসের পারিশ্রমিকের জন্য যথেষ্ট। তাই আর কি, কিছুটা নির্জন র‌্যাম্পের পাশে শুধু ক্লিক ক্লিক আওয়াজ। কখনও আবার ফিসফিস আওয়াজ আর দীর্ঘশ্বাস। ক্যামেরার গর্জন যেন থামছেই না। সানি থাকলেন ঠিক দেড় মিনিট। ক্যামেরা সমানে ডেকে গেল, দীর্ঘশ্বাসের আওয়াজগুলোও মাঝে মাঝে ওঠা নামা করল। যখন তিনি র‌্যাম্প ছাড়লেন তখন ব্যাগ গোছাতে শুরু করেছেন ক্যামেরম্যানরা। শোনা গেল হুড় হুড়িতে নাকি দু একটা ক্যামেরাও ভেঙেছে। শো শেষ হতে তখনও ঢের বাকি... তা কী আসল ছবি হয়ে গিয়েছে। সানি হাঁটছেন, আর মন্ত্রমুগ্ধ হয়ে দেখছে দর্শকরা...
- See more at:



TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,
Sandy Hook, Khloe Kardashian, Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, sunny leone, jackpot, movie, ramp model, ramp show, porn star,


চুলকে রাখুন খুশকি মুক্ত-৩টি সহজ উপায়ে

hair

শীতকালে চুলে খুশকির উপদ্রব বেড়ে যায় অনেকাংশে। শুষ্ক বাতাস ও রুক্ষ আবহাওয়া মাথার ত্বকের ওপর প্রভাব ফেলে অনেকখানি। বাতাসের সাথে ধুলোবালি পুরোটাই চুলে এসে পড়ে। মাথার ত্বকের তৈলাক্ততায় এই ধুলোবালি আটকে গিয়ে খুশকির উপদ্রব বাড়িয়ে ফেলে বহুগুন। আবার শীতকালে যখন গরম পানিতে গোসল করা হয়, তখন গরম পানি মাথার ত্বককে শুষ্ক করে ফেলে ফলে সৃষ্টি হয় খুশকি। নামিদামী অনেক শ্যাম্পু ও অন্যান্য চুলের প্রসাধন ব্যবহার করেও এই যন্ত্রণাদায়ক খুশকির উপদ্রব থেকে মুক্ত হওয়া যায় না সহজে। আবার খুশকি দূর করতে গিয়ে এই এসব রাসায়নিক প্রসাধন রুক্ষ করে ফেলে চুলকে। আমরা অনেকেই জানি না এই খুশকির উপদ্রব থেকে বাঁচার ব্যবস্থা রয়েছে আমাদের ঘরেই। জেনে নিন ঘরোয়া পদ্ধতিতে ও সম্পূর্ণ প্রাকৃতীক উপায়ে চুলকে খুশকি মুক্ত করার ৩টি উপায়।

egg

[ডিম ও লেবুর রস] ডিম ও লেবুর রসের ব্যবহার
খুশকির উপদ্রব দূর করতে খুবই কার্যকরী ও সহজ একটি পদ্ধতি হচ্ছে লেবুর রসের ব্যবহার। লেবুর রসের সাইট্রিক অ্যাসিড মাথার ত্বক থেকে খুশকি দূর করে। এবং ডিমের প্রোটিন চুলকে ভেতর থেকে স্বাস্থ্যউজ্জ্বল করে ও পুনরায় খুশকির আক্রমণ থেকে রক্ষা করে।

পদ্ধতিঃ
প্রথমে একটি বাটিতে চুলের ঘনত্ব ও লম্বা অনুযায়ী ১ টি বা ২ টি ডিমের সাদা অংশ নিয়ে ফেটিয়ে নিন। পরে এর মধ্যে একটি গোটা লেবুর রস চিপে ভালো করে মিশিয়ে নিন। মনে রাখবেন এই পদ্ধতিতে অবশ্যই তাজা লেবু ব্যবহার করতে হবে। এরপর মিশ্রণটি ভালো ভাবে পুরো চুলে লাগিয়ে নেবেন। মাথার ত্বকে ভালো করে লাগাবেন। ৫ মিনিট পরে ঠাণ্ডা পানি ও মৃদু কোন শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ২/৩ বার ব্যবহারে খুশকির হাত থেকে রেহাই পাবেন।

নিম পাতার ঔষুধি গুণ
নিম পাতায় রয়েছে অ্যান্টিফাঙ্গাল উপাদান। যা মাথার ত্বক থেকে শুধুমাত্র খুশকিই দূর করে না সাথে মাথা ত্বকের ফুসকুড়ি ও অন্যান্য রোগ থেকেও মুক্তি দেয়। নিয়মিত ব্যবহারে আপনার চুল খুশকিমুক্ত ও সুন্দর থাকবে।

পদ্ধতিঃ
সাধারণত যারা অল্প ও সাময়িক খুশকির সমস্যায় ভুগছেন তারা ১০-১৫ টি নিম পাতা ৫/৬ কাপ ফুটন্ত গরম পানিতে সারারাত ভিজিয়ে রাখুন। সকালে সেই পানি দিয়ে চুল ধুয়ে ফেললে খুশকি দূর হবে সহজেই। আর যারা দীর্ঘসময় ধরে এই খুশকির উপদ্রব সহ্য করে যাচ্ছেন, তারা প্রথমে নিম পাতা ভালো করে ধুয়ে বেটে নিন। এরপর ৩০ মিনিট মাথার ত্বকে লাগিয়ে রেখে ভালো করে চুল ধুয়ে নিন। এই নিম পাতা বাটা নিয়ম করে মাথার ত্বকে লাগাবেন প্রতিদিন। এতে করে কয়েকদিনের মাঝেই দীর্ঘস্থায়ী খুশকির যন্ত্রণা থেকে মুক্তি পাবেন।

 
Oil
[তেল] তেলের ব্যবহারে দূর করুন খুশকি
অনেকেই অবাক হতে পারেন তেল ব্যবহার করার কথা শুনে। কারণ সবাই জানেন তেল চিটচিটে থাকলে চুলে খুশকির উপদ্রব আরও বেড়ে যায়। কিন্তু এটা ভুলবেন না যে মাথার ত্বক একেবারে শুষ্ক হয়ে গেলেও খুশকি দেখা দেয়। তেল ব্যবহার করবেন কিন্তু তেল দিয়ে বাইরে বের হবেন না বা বেশি সময় চুলে তেল রাখবেন না। বিশেষ করে এই শীতকালে। তেল আপনার মাথার ত্বককে শুষ্কতার হাত থেকে বাঁচায় ও খুশকি মুক্ত করে।

পদ্ধতিঃ
চুলকে খুশকি মুক্ত রাখতে চাইলে আপনার লাগবে দু ধরনের তেল। জলপাই তেল (অলিভ অয়েল) এবং বাদামের তেল (আলমন্ড অয়েল) একসাথে মিশিয়ে নেবেন। চাইলে বোতলে একসাথে জলপাই তেল এবং বাদামের তেল মিশিয়ে রেখে দিতে পারেন। দুই তেলের এই মিশ্রণটি চুলে খুব ভালো ভাবে লাগাবেন। বিশেষ করে চুলের গোড়ায়, মাথার ত্বকে। প্রায় চুপচুপে করেই লাগাবেন। যদি মাথার ত্বক চিড়বিড় করে কিংবা জ্বলুনি শুরু হয় তবে ভয় পাবেন না। একটু জ্বলুনি হবে। শুধুমাত্র ৫ মিনিট এভাবে রেখে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ২/৩ বার ব্যবহার করুন যতদিন না চুল থেকে খুশকি দূর হচ্ছে।
- See more at:


TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,
Sandy Hook, Khloe Kardashian, Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, Ethan Couch, sexy-wallpapers, lifestyle, hair, egg, care, caring, health care,