Thursday, January 16, 2014

হট সোফি আরো হট !

Sophie Chaudhary
বর্তমান সময়ে বলিউডের অন্যতম হট গার্ল হিসেবে ধরা হয় গায়িকা-অভিনেত্রী সোফি চৌধুরীকে। গায়িকা হিসেবে তিনি যেমন প্রশংসা কুড়িয়েছেন ঠিক তেমনি খোলামেলা আবেদনময়ী হয়ে বিভিন্ন ছবিতে অভিনয় করেও কোটি তরুণের হৃদয়ে কাঁপন তুলেছেন। সর্বশেষ ‘শুটআউট এট ওয়াদআলা’ ছবির একটি আইটেম গানে খোলামেলা হয়ে পারফর্ম করে আলোচনায় আসেন সোফি। এছাড়াও ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই দুবারা’ ছবিতেও একটি আবেদনময়ী চরিত্রে কাজ করেছিলেন তিনি। তবে এবার নতুনরূপে সবার সামনে আসছেন সোফিয়া। তেলেগু একটি ছবির আইটেম গানে কাজ করতে যাচ্ছেন তিনি। এই প্রথমবারের মতো কোন তেলেগু ছবিতে কাজ করছেন এ অভিনেত্রী। এখানে খোলামেলা হয়ে কাজ করার পাশাপাশি বিকিনি পরেও ক্যামেরাবন্দি হবেন সোফি। আর এর মাধ্যমে পর্দায় দারুণ হট উপস্থিতিই ঘটবে সোফির। ছবিতে তার সঙ্গে গানটিতে নাচবেন দক্ষিণের সুপারস্টার মহেশ বাবু। ‘লন্ডন বাবু’ নামে একটি ছবির এ আইটেম গানটির কোরিওগ্রাফি করছেন প্রেম রক্ষিত। চলতি মাসের শেষের দিকে গানটির শুটিং শুরু হবে। ছবিটি চলতি বছরের মাঝামাঝি সময়ে মুক্তির সম্ভাবনা রয়েছে। এই ছবির বাইরে বলিউডের বিভিন্ন ছবির কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন সোফি। তবে তেলেগু ছবির আইটেম গানে কাজ করার বিষয়টি নিয়ে বেশ এক্সাইটেড তিনি। 
Sophie Chaudhary hot




Sophie chaudhary

Wednesday, January 15, 2014

অমিতাভ রেখার ৩৩ বছরের শীতল যুদ্ধের অবসান

Amitabh Rekha

দীর্ঘ ৩৩ বছরের শীতল যুদ্ধ আর নীরবতার অবসান ঘটালেন বলিউডের একসময়ের তুমুল জনপ্রিয় তারকা জুটি অমিতাভ বচ্চন ও রেখা। সম্প্রতি জনসমক্ষে রেখার সঙ্গে উষ্ণ কুশলবিনিময় করেছেন অমিতাভ। রেখার সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন অমিতাভের স্ত্রী জয়া বচ্চনও।

সত্তরের দশকে একাধিক ব্যবসাসফল ছবি উপহার দিয়ে সফল তারকা জুটি হিসেবে নিজেদের প্রমাণ করেন অমিতাভ-রেখা। পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও তাঁদের প্রেমের খবর চাউর হলে হইচই পড়ে যায় বলিউডে। বিবাহিত অমিতাভের সঙ্গে রেখার রহস্যময় প্রেমের খবর নিয়ে তোলপাড় ওঠে বলিউডকেন্দ্রিক বিভিন্ন সংবাদমাধ্যমে। ১৯৮১ সালে মুক্তি পায় অমিতাভ, রেখা ও জয়া অভিনীত ত্রিভুজ প্রেমের ছবি ‘সিলসিলা’।

‘সিলসিলা’র পর আর কোনো ছবিতেই অমিতাভ-রেখা জুটিকে দেখা যায়নি। গত বছর আনিস বাজমির ‘ওয়েলকাম ব্যাক’ ছবিতে অমিতাভের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে রাজি হয়েছিলেন রেখা। কিন্তু শেষ মুহূর্তে ছবিটি থেকে নিজেকে গুটিয়ে নেন ৫৯ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।

কেবল পেশাগত জীবনেই নয়, ব্যক্তিজীবনেও বিশাল দূরত্ব তৈরি করেছিলেন অমিতাভ-রেখা। এমনকি বিভিন্ন অনুষ্ঠানে মুখোমুখি হলেও বরাবরই একে অন্যকে এড়িয়ে চলেছেন তাঁরা। অবশেষে দীর্ঘ ৩৩ বছর পর সম্প্রতি স্ক্রিন পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতীতের দ্বন্দ্ব মেটালেন অমিতাভ-রেখা। এক খবরে এমনটিই জানিয়েছে এনডিটিভি।

বেশ আকস্মিকভাবেই অভূতপূর্ব এ ঘটনা ঘটে যায়। ১৪ জানুয়ারি মঙ্গলবার মুম্বাইয়ে আয়োজিত স্ক্রিন পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অমিতাভ, জয়া ও রেখা। অনুষ্ঠানের একপর্যায়ে হঠাত্ করেই মঞ্চের সামনে রেখার আসনের কাছে এগিয়ে যান অমিতাভ। মিষ্টি হেসে রেখাকে নমস্কার জানিয়ে কুশল বিনিময় করেন ৭১ বছর বয়সী প্রভাবশালী এ তারকা অভিনেতা।

ঘটনার এখানেই শেষ নয়। রেখার সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন জয়া বচ্চনও। করমর্দন করার সময় ক্যামেরাবন্দীও হয়েছেন রেখা ও জয়া। দুজনই চমত্কার সিল্কের শাড়ি পরে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। হীরা ও সোনাখচিত ভারী গয়নাও পরেছিলেন এ দুজন।
Rekha n Big B


প্রসঙ্গত, ১৯৭৬ সালে মুক্তি পাওয়া ‘দো আনজানে’ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেন অমিতাভ বচ্চন ও রেখা। প্রচলিত আছে, একসঙ্গে কাজ করতে গিয়ে রেখার প্রেমে পড়ে যান বিবাহিত অমিতাভ এবং দিন দিন তাঁদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। রেখার সঙ্গে প্রেমের খবর চাউর হওয়ার তিন বছর আগে বলিউডের আরেক অভিনেত্রী জয়া ভাদুড়িকে বিয়ে করেছিলেন অমিতাভ।

শরীরের মেদ ঝরিয়ে ‘দো আনজানে’ ছবির মাধ্যমে সম্পূর্ণ নতুনরূপে আবির্ভূত হয়েছিলেন রেখা। ছবিটিতে প্রথমবারের মতো রোমান্টিক চরিত্রে অভিনয়ের পাশাপাশি বাস্তব জীবনেও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন অমিতাভ ও রেখা। পরের বছর মুক্তি পায় এই জুটির ‘আলাপ’ ছবিটি। প্রচলিত আছে, ছবিটির শুটিংয়ের ফাঁকে রেখার এক বন্ধুর বাংলোতে সময় কাটাতেন তাঁরা।

১৯৭৮ সালে মুক্তি পাওয়া ‘গঙ্গা কি সুগন্ধ’ ছবির শুটিং চলাকালে ছবির দলের এক সদস্যের সঙ্গে হাতাহাতি হয় অমিতাভের। প্রকাশিত খবরে বলা হয়েছিল, রেখার কাছাকাছি যাওয়ার চেষ্টা করায় ছবির দলের ওই সদস্যের গায়ে হাত তুলেছিলেন সে সময়ের ‘অ্যাংরি ইয়ং ম্যান’ অমিতাভ।

১৯৮০ সালে অমিতাভ-রেখা অভিনীত ‘রাম বলরাম’ ছবিটি মুক্তি পাওয়ার পর তাঁদের প্রেম নিয়ে অহরহ নানা কাহিনি ডালপালা মেলতে থাকে। এমন খবরও রটেছিল, সে সময় নাকি মাঝেমধ্যেই ছবির সেট থেকে উধাও হয়ে যেতেন তাঁরা। এর পরিপ্রেক্ষিতে রেখাকে জয়া বচ্চন সাফ জানিয়ে দিয়েছিলেন, কোনো অবস্থাতেই স্বামীকে ছেড়ে যাবেন না তিনি।

১৯৮১ সালে মুক্তি পাওয়া ‘সিলসিলা’ ছবিতে অমিতাভ-রেখার রসায়ন দেখে বিমোহিত হয়ে যান দর্শকরা। কিন্তু এরপর আর কখনোই একসঙ্গে পর্দায় হাজির হননি অমিতাভ-রেখা।


Amitabh Bachchan Rekha 

ঋতুপর্ণা-পাওলির পারাপার

Rituparna Sengupta and Paoli Dam
রুমি গঙ্গোপাধ্যায়: জানুয়ারির প্রথম সপ্তাহের এক শীত-সন্ধ্যা। দক্ষিণ কলকাতার ভবানী সিনেমার পেছনে এক পুরনো মন্দিরের গাঁ-ঘেষে তৈরি হয়েছে যাত্রার মঞ্চ। আশপাশে ভিড় করে যাত্রা তথা শ্যুটিং দেখতে আসা জনতার দল। আর মেক-আপ ভ্যানে চিত্রনাট্য নিয়ে ব্যস্ত ব্রাত্য বসু, পাওলি দাম আর বাংলাদেশের অভিনেতা আহমেদ রুবেল। যাত্রার মঞ্চের সেট তৈরি হয়েছে পরিচালক সঞ্জয় নাগের ছবি ‘পারাপার’-এর জন্য। 'দ্য মেমোরিজ ইন মার্চ'-এর পর এটি সঞ্জয়ের দ্বিতীয় ছবি। মতি নন্দীর কাহিনি 'পুবের জানলা' থেকে নেওয়া এ ছবির গল্প। সে দিনের দৃশ্যটি ছিল এরকম- বউ ঊর্মিলা আর বন্ধু রুদ্রকে নিয়ে গ্রামের যাত্রার আসরে এসেছে গোপাল। যাত্রা দেখে আপ্লুত গোপাল নিজেই এক সময় উঠে পড়ে মঞ্চে। খুব উচ্ছ্বাসপ্রবণ আর একটু ন্যালাখ্যাপা গোছের গোপাল। বেশ বোলচাল মারে। বাইরের লোক এভাবে গোপালকে চিনলেও ভেতরে ভেতরে সে শান্ত, মনে মনে সব কিছুকেই পর্যবেক্ষণ করে চলেছে। বন্ধুকে ভালবাসলেও অন্য দিকে ঘৃণা করে। সম্প্রতি এই রকম একটি বর্ণময় চরিত্রে অভিনয় করতে দেখা গেল ব্রাত্য বসুকে।


তবে এ ছবির মূল চরিত্র রুদ্র। ১৪ বছর জেল খেটে বাড়ি ফিরে আসে সে। ধর্ষণ ও খুনের অভিযোগে তার জেল হয়েছিল। দীর্ঘ কারাবাসের পর মুক্তি পেলেও সেই স্বাদ সে উপভোগ করতে পারে না। আসলে নিজের বাড়ি তার অচেনা লাগে। বাড়িতে রয়েছে তার স্ত্রী দামিনী ও ছেলে। মাঝের এই কয়েক বছরে দামিনী আর তার ছেলের নিজস্ব জগৎ তৈরি হয়ে গেছে। যেখানে রুদ্র অযাচিত। চেষ্টা করেও সেই জগতের সঙ্গে সে নিজেকে মানিয়ে নিতে পারে না। দামিনীও রুদ্রকে আবার নিজের করে নিতে পারে না। রুদ্র ফিরে যায় তার দেশের বাড়ি। সেখানে সে গ্রহণযোগ্যতা পায় তার বন্ধুর পরিবারে। রুদ্রর নিজের জায়গায় ছেড়ে অন্যত্র ঠাঁই পাওয়ার জন্য ছবির নাম ‘পারাপার’। ছবিতে রুদ্রর ভূমিকায় দেখা যাবে বাংলাদেশের অভিনেতা আহমেদ রুবেলকে।
মূল চরিত্রে রুবেল কেন? পরিচালক সঞ্জয় নাগ জানালেন, 'অনেক আগে বাংলাদেশে কাজ করতে গিয়ে রুবেলকে থিয়েটারে অভিনয় করতে দেখি। তখনই ভেবেছিলাম, সুযোগ হলে ওঁকে নিয়ে কাজ করব'। এর আগে অনেক বার এলেও কলকাতায় এই প্রথম কাজ করতে এলেন রুবেল। জানালেন, 'কাজ করতে গিয়ে টালিগঞ্জের শিল্পীরা যে ভাবে সহযোগিতা করেছেন, তাতে আমি অভিভূত'।
ছবির অন্যতম দুই নারী চরিত্র দামিনী ও ঊর্মিলার ভূমিকায় দেখা যাবে যথাক্রমে ঋতুপর্ণা সেনগুপ্ত ও পাওলি দামকে। মতি নন্দীর গল্পে দামিনী ও ঊর্মিলার দেখা না হলেও ছবিতে ঋতুপর্ণা ও পাওলিকে এক সঙ্গে দেখা যাবে। সে অর্থে টলিউডের এই দুই নায়িকা এই প্রথম এক সঙ্গে কাজ করছেন। সম্প্রতি শেষ হল ছবির শ্যুটিং। এ বার মুক্তির অপেক্ষা।

Paoli Dam 

Rituparna sengupta

‘রাজত্ব’ ছবিটির প্রমো নিয়ে তোলপাড়! (ভিডিও)

Sakib Khab n Boby
এবার জনপ্রিয় নায়ক শাকিব খান ও হালের সেনসেশন চিত্রনায়িকা ববির ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ঝড় উঠেছে ফেইসবুকেও। এছাড়া সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্যমেও ছড়িয়ে পড়েছে ভিডিওটি।

সম্প্রতি শাকিব ববি জুটি অভিনীত ‘রাজত্ব’ ছবিটির একটি প্রমো ইউটিউবে আপলোড করা হয়। এর পরেই শুরু হয় তোলপাড়। জনপ্রিয় হয়ে উঠে ভিডিওটি। সেখান থেকে মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ভিডিওটি।

বর্তমানে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘রাজত্ব’ ছবিটি বেশ কিছুদিন ধরেই মুক্তির প্রহর গুনছে।

এক মিনিট কয়েক সেকেন্ডের এই ভিডিওটিতে চিত্রনায়িকা ববিকে একটি ক্লাবের মধ্যে গানের সঙ্গে নাচতে দেখা যায় আবেদনময়ী ঢংয়ে। আর চিত্রনায়ক শাকিব খান তখন উপভোগ করছিলেন। হঠাৎ করেই সেখানে গুন্ডাদের প্রবেশ ঘটে। তথনই শুরু হয়ে যায় নায়কের অ্যাকশন।


অ্যাকশন ঘরানার এই ছবির মাধ্যমে ঢাকাই ছবিতে আরো একটি জুটির পথচলা শুরু হতে যাচ্ছে। তাই ছবিটি নিয়ে ব্যাপক আশাবাদি তরুণ পরিচালক ইফতেখার চৌধুরী।



Sakib khan, Boby, Rajotto, Promo,

বন্ধুর জন্য নগ্ন হলেন মিরান্ডা!

Australian supermodel Miranda Ke
 এবার বন্ধুর জন্য নগ্ন হলেন অস্ট্রেলিয়ান সুপারমডেল মিরান্ডা কের। আর ৩০ বছর বয়সী মিরান্ডার অনেকগুলো নগ্ন ছবি তুলে তার ইনস্টেগ্রামে একের পর এক পোস্ট করে যাচ্ছেন বন্ধু ক্রিস কোলসের। এর আগে মডেলরা সাধারণত কোনো সাময়িকীর প্রচ্ছদ, ফটোশুট কিংবা পর্দায় নগ্ন হয়ে হাজির হতেন।

‘দ্য অস্ট্রেলিয়ান’ নামের একটি পত্রিকা জানিয়েছে, মিরান্ডা-কোলসের এই বন্ধুত্ব নতুন না হলেও সাম্প্রতিক সময়ে তাদের ঘনিষ্ঠতা বেড়েছে। সম্প্রতি নাওমি ক্যাম্পবেলের রিয়েলিটি শো ‘দ্য ফেস’-এ বিচারক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিরান্ডা। খুব শিগগির কাজ শুরু করবেন তিনি।

Miranda ke

Tuesday, January 14, 2014

মিস লাভলি ছবিতে থাকছে ১৭৬টি আপত্তিকর দৃশ্য

Miss lovely
বলিউডের সবচেয়ে ‘উত্তেজক সিনেমা’কে নিয়ে সেন্সর বোর্ডে অবশেষে রায় দিল। মাত্র ৪টি দৃশ্যকে কাটছাঁট করে প্রাপ্তবয়স্কদের জন্য সিনেমা হিসাবে মিস লাভলি-কে ছাড়পত্র দিল ভারতীয় সেন্সরবোর্ড।

অথচ এই সিনেমার অন্তত ১৭৬ টি দৃশ্যে আপত্তিকর অংশ রয়েছে বলে অভিযোগ জমা পড়ে। কিন্তু কান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত এই সিনেমাটি থেকে ওই দৃশ্যগুলি বাদ দিলে ছবির আসল কনটেন্টকে নষ্ট করা হবে বলে অপরিবর্তিত রাখা হল।

 প্রশ্ন উঠছে এত উত্তেজক একটি সিনেমাকে ছাড়পত্র দিয়ে কি সেন্সরবোর্ড একটু বেশি সাহস দেখিয়ে ফেলল? সিনেমাটিতে আছেন নবাগতা নীহারিক সিং, নওয়াজউদ্দিন সিদ্দিকি। উল্লেখ্য, ২০১২ সালে ১৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল অসীম আলুওয়ালি পরিচালিত এই সিনেমাটি।
Miss-lovely




Miss lovely

প্রেম সম্পর্কে ১৪টি বিচিত্র মজার তথ্য!

lovely couple
 ভাবছেন প্রেম-ভালোবাসা নিয়ে নতুন করে আবার কী জানবেন,সবই তো সবার জানা! ধারণাটা কিন্তু একেবারেই ভুল। প্রেম সম্পর্কে বেশির ভাগ তথ্যই এখনো অজানা। প্রেম-ভালোবাসা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। প্রেমের অনুভূতি গুলো কেমন, কেনই বা মানুষ ভালোবাসে, প্রেমে পড়ার সময় মানুষ কী দেখে ইত্যাদি নানা রকমের প্রশ্ন জাগে অনেকের মনেই। ভালোবাসা নিয়ে মানুষের এই আগ্রহ চিরন্তন একটি বিষয়।

চিরচেনা ভালোবাসার এই অনুভূতি সম্পর্কে অনেক কিছুই আমাদের জানা। আবার এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা আজও জানি না। বিজ্ঞানীরা তাই রীতিমত গবেষণা করে প্রেম সম্পর্কে প্রতিনিয়ত আবিষ্কার করে চলেছেন মজার সব বিচিত্র তথ্য। তেমনই কিছু মজার তথ্য নিয়ে এই আয়োজন।

➳ প্রথম দেখাতেই প্রেম বলে কিছু নেই! প্রথম দেখাতে যে আবেগ সৃষ্টি হয় মনে সেটা প্রকৃতপক্ষে প্রেম না। সেটা সৌন্দর্যের প্রতি মানুষের সহজাত শারীরিক আকর্ষন।

➳ অনেকেই মনে করে নারীরা প্রেমের ক্ষেত্রে পুরুষের শারীরিক সৌন্দর্য দেখেন না। কিন্তু একথা সম্পূর্ণ ভুল। নারীরাও পুরুষদের মতই বাহ্যিক সৌন্দর্য দেখে আকর্ষনবোধ করে এবং দীর্ঘমেয়াদী সম্পর্কে যাওয়ার ক্ষেত্রে তারা একজন সুন্দর সুপুরুষ আকাঙ্খা করে।

➳ প্রেমে পড়ার অনুভূতিকে কোকেইন নেয়ার পর মস্তিষ্কের অনুভূতির সাথে তুলনা করা হয়।

➳ জীবনে একবারই প্রেমে পরেছেন বললেও প্রায় সব মানুষই জীবনে একাধিকবার প্রেমে পড়ে থাকেন। [প্রেম]

➳ প্রায় ৪০% পুরুষই প্রেমিকার সাথে প্রথম বার দেখা করার সময় মনে মনে একদম আত্মবিশ্বাসী থাকে না।

➳ গবেষণায় দেখা গিয়েছে যে স্কুল,কলেজ, ফাস্ট ফুড, কফিশপ ও শপিং মল গুলো ফ্লার্টিং এর জন্য সবচেয়ে জনপ্রিয় যায়গা কারণ এসব স্থানে সাধারণত মানুষের মন ভালো থাকে ও মন খুলে কথা বলার মত মানসিকতা থাকে।

➳ পুরোনো প্রেমিক/প্রেমিকাকে হিংসা করানোর চেষ্টা করার অর্থ হলো পুরানো প্রেমের জন্য এখনো আপনার মনে স্থান আছে।

➳ আমাদের দেশে বলা হয়ে থাকে যে নারীরা সম্পর্ক ভাঙ্গে বেশি। কিন্তু প্রকৃতপক্ষে এই কাজটি পুরুষরাই বেশি করে। কারণ সম্পর্কে যাওয়ার আগে তারা এর ভবিষ্যত পরিণতি চিন্তা না করেই এগিয়ে যায় এবং পরবর্তিতে সামাল দিতে না পেরে সম্পর্ক ভেঙ্গে ফেলে।

[প্রেম] ➳ সঙ্গী প্রেমের সম্পর্ক ভাঙতে চাইছে সেটা বোঝা যাবে যদি সে ইচ্ছে করে গায়ে পড়ে ঝগড়া করে, আগের মত দেখা করার আগ্রহ না দেখায় কিংবা কথায় কথায় বিরক্তি প্রকাশ করে।

➳ প্রায় ৪৮% অনলাইন প্রেমিক/প্রেমিকারা জানিয়েছে যে তাদের ব্রেকআপটা হয়েছে ইমেইলের মাধ্যমে।

➳ গবেষণায় জানা গিয়েছে যে মাত্র ৩বার ডেট করেই পুরুষরা বুঝে ফেলে যে তারা প্রেমে পড়েছে। কিন্তু নারীরা এক্ষেত্রে প্রায় ১৪বার বা তারও বেশি ডেট করার পর বুঝতে পারে প্রেমে পড়ার বিষয়টি।

➳ সাধারণত ৩ থেকে ৫ মাসের মধ্যেই সবচেয়ে বেশি সংখ্যক ব্রেকআপ হয়।

➳ গবেষণায় দেখা গিয়েছে যে সব পুরুষ প্রতিদিন সকালে স্ত্রীকে চুম্বন করে তারা অন্যদের চাইতে প্রায় ৫ বছর বেশি বাঁচে।

➳ হতাশা, ভয় ও মানসিক চাপ দূর করার জন্য ভালোবাসার মানুষটি হাত শক্ত করে ধরাই যথেষ্ট। ভালোবাসার মানুষদের হাত ধরার সঙ্গে সঙ্গে অনেকটাই শান্ত হয়ে যায় মন।
love, relations, love relations, affairs, relationship,   first published