Sunday, December 15, 2013

সালমানও ভাবী বললেন ক্যাটরিনাকে!


বলিউড অভিনেতা সালমান খান শেষ পর্যন্ত সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফকে ‘ভাবী’ বলে মেনে নিলেন! ক্যাটরিনাকে ‘ভাবী’ বলে সম্বোধন করে ইতোমধ্যেই মিডিয়াতে ঝড় তুলেছেন কারিনা কাপুর খান। আর এ বিষয়ে সালমানের মন্তব্য চাওয়া হলে, তিনি নিজেও ক্যাটরিনাকে ভাবী বলে মেনে নেন।

মিডডে পত্রিকার খবর অনুযায়ী, সম্প্রতি নতুন সিনেমা ‘জয় হো’র ট্রেইলার উদ্বোধনের দিনে এ কথা বলেছেন সালমান।

সালমান কৌতুক করে বলেন, “যদি কারিনার ভাবী হয়, তাহলে তো আমারও ভাবী হয়ে গেল! তাই না?”

কারিনার বড় বোন কারিশমার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের সুবাদে ওই অভিনেত্রীকে নিজের ছোটবোনের মতোই দেখেন সালমান। আর তাই কারিনা যাকে ভাবী বলবেন, তাকে সালমানও ভাবী বলে সম্বোধন করবেন।

অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে প্রেম চুকে যাবার পর সালমানের জীবনে আসেন ক্যাটরিনা কাইফ। বলা হয়, সালমানের হাত ধরেই বলিউডে প্রতিষ্ঠিত হয়েছিলেন ক্যাটরিনা। তবে নিজেদের সম্পর্কের কথা কখনও মিডিয়ায় স্বীকার করেননি কেউই।

অবশেষে ২০১১ সালে এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানান, বেশ কয়েক বছর প্রেমের পর ২০১০ সালে তার সঙ্গে বিচ্ছেদ ঘটে সালমানের।

এরপর থেকে রনবীর কাপুরের সঙ্গে অভিনেতা ক্যাটরিনার ঘনিষ্ঠতা বাড়ে।

চলতি বছরে সালমানের কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে ২০১৪ সালের শুরুতেই মুক্তি পাবে অ্যাকশন ধাঁচের সিনেমা ‘জয় হো’। ২৪ জানুয়ারি মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমার ট্রেইলার ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে।

- See more at: 



TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,
Heisman, Foot Locker, Sandy Hook, Khloe Kardashian, Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, Ethan Couch, sexy-wallpapers, Army Navy Game, Maurice Clarett, Cody Walker, Khloe Kardashian, entertainment news, Hollywood,  actress, Bollywood, Salman Khan,  katerina kaif, Bollywood superstars,

No comments:

Post a Comment