Thursday, December 19, 2013

আত্মহত্যার চেষ্টা করেন ব্র্যাডলি কুপার

Bradley Vooper
মদ এবং ড্রাগে আসক্ত অভিনেতা ব্র্যাডলি কুপার অ্যাকশনধর্মী টিভি সিরিয়াল ‘এলাইস’এ নিজের উপস্থিতিতে সন্তুষ্ট হতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

৩৮ বছর বয়সী এই তারকা সিরিজটিতে নিজের করা উইল টিপিনের চরিত্রটি নিয়ে বেশ হতাশায় ভুগছিলেন একাডেমি পুরস্কার জয়ী তারকা।

তিনি জানান, এই সিরিজটির জন্য আমাকে সপ্তাহে মাত্র ৩ দিন কাজ করতে হত। এর পরের পর্বটিতেও আমার চরিত্রের তেমন লক্ষণীয় কোন উপস্থিতি ছিল না। সর্বোপরি আমি এতটাই হতাশ ছিলাম যে নিজেকে মেরে ফেলতে চেয়েছিলাম।

‘হ্যাঙ্গোভার’ অভিনেতা একসময় আর সহ্য করতে না পেরে টিভি সিরিজটির উদ্ভাবক জে.জে আব্রামকে বলেন তাকে সিরিজ থেকে বাদ দিয়ে দিতে। যদিও সেই সময় ব্র্যাডলির হাতে কোন কাজ ছিল না।

শুধু তাই নয় সম্প্রতি তিনি তার হলিউডক্যারিয়ারের সমাপ্তি আনতে যাচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, সবাইকে এমন একটি সময়ের মুখোমুখি হতে হয়। আমাকেও হতে হচ্ছে। হলিউডে এখন আমার প্রয়োজন শেষ।

ব্যক্তিগত জীবনকে বেশি গুরুত্ব দিতে চান তাই তিনি তার ব্যবসায় মনোনিবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন। তা না করে মাদকে ডুবে নিজের জীবনকে শেষ করতে চান না ব্র্যাডলি কুপার। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
- See more at:

TAG: bradley cooper, Hollywood, superstar, suicide, FNS, Fiarnews24.com, Tazakhabor, Bangladesh news,

২০১৪ সালে বাগদান করবেন জন!

John Abraham

‘রেইস টু’র ব্যাপক সাফল্যের মাধ্যমে এই বছরটি শুরু হয়েছে জন আব্রাহামের। এরপর ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে খুশি করলেন সমালোচকদের। একজন প্রযোজক হিসেবেও সফল জন। তার প্রযোজিত দ্বিতীয় সিনেমা ‘মাদ্রাজ ক্যাফে’ শুধু সমালোচকদেরই দৃষ্টি কাড়েনি, পেয়েছে দর্শকপ্রিয়তাও। কিন্তু নতুন খবর হলো প্রেমিকা প্রিয়া রুঞ্চালের সঙ্গে ২০১৪ সালে বাগদান করতে পারেন জন।

জনপ্রিয় এই অভিনেতার ৪১তম জন্মদিনে খ্যাতনামা জ্যোতিষী ভাভিক সাংঘভি ধারণা করছেন, ২০১৪ সাল হতে পারে জনের বাগদানের বছর।

জ্যোতিষীর মতে ক্যারিয়ারে বেশ কয়েকবার চড়াই উতরাই পেরোতে হলেও শেষমেশ জনের সাফল্য নিশ্চিত। প্রতিবছর বাড়বে তার অর্থবিত্তের পরিমাণ।

সাংঘভি আরও ভবিষ্যতবাণী করেন যে, বিয়ের পিঁড়িতে না বসলেও ২০১৪ সালে প্রেমিকার সঙ্গে বাগদান অবশ্যই সম্পন্ন করবেন জন।

সাংঘভির হিসেব অনুযায়ী, জনের আগামী সিনেমা ‘ওয়েলকাম ব্যাক’ খুব ভালো ব্যবসা না করলেও পরবর্তী প্রকল্প ‘হামারা বাজাজ’ ব্যাপকভাবে সমাদৃত হবে।

২০০২ সাল থেকে দীর্ঘ আট বছর প্রেমের পর ২০১১ সালের শুরুতে অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে বিচ্ছেদ হয় জনের। এরপর থেকে প্রিয়া রুঞ্চালের সঙ্গে প্রেম করছেন তিনি। আমেরিকান নাগরিক প্রিয়া পেশায় ইনভেস্টমেন্ট ব্যাংকার। ২০১০ সালে মুম্বাইতে জনের সঙ্গে প্রথম দেখা হয় প্রিয়ার।
- See more at:

TAG: Fairnews24, FNS, Bangladesh, Tazakhabor,

পরনীতির ‘রোমান্সে’ ক্ষেপেছেন বাবা

Poreeniti Chopra
পরণীতি চোপড়ার বলিউডে ডেব্যু খুব একটা বেশি দিনের না হলেও এর মধ্যেই অভিনয়ের দক্ষতা দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে সে লম্বা রেসের ঘোড়া। এমনিতে বেশ হাসিখুশি কিন্তু সহজেই ছোট ছোট কারণে কেঁদে ফেলেন এই সুন্দরী। জানিয়েছেন, অভিনয় করার সুযোগ হঠাৎ করেই এসেছিল তার কাছে। আম্বালা শহরে বড় হয়ে ওঠা আর কলেজ। তারপর হায়ার স্ট্ডিজ এর জন্য ম্যানচেস্টার এ যাওয়া এবং সেখানে বিজনেস,ফিন্যান্স আর ইকনমিক্স-এ ট্রিপল অনান্স করেও রিসেসানের জন্য ভালো চাকরি না পেয়ে ম্যানচেস্টার ইউনাইটেড-এর হয়ে কাজ করতে গিয়ে ডেভিড বেকহ্যামের সঙ্গে আলাপ আর তারপরে ভারতে ফিরে এসে যশ রাজ ফিল্মস এর অফিসে কাজ পাওয়া। আবার অভিনয়ে প্রথম ব্রেক সেখানেই পাওয়া সবই স্বপ্নের মত লাগে পরিণীতির।পরিণীতি আরও জানিয়েছেন, তার বাবা বেশ প্রাচীন চিন্তা ধারার মানুষ। তাই সিনেমাতে অ্যাক্টিং করার ক্যারিয়ার কোনদিনই উনি ভাল চোখে দেখেননি। কিন্তু যেহেতু প্রিয়াঙ্কা চোপড়া (পরিণীতির খুড়ততো বোন) ইতোমধ্যেই বলিউডে ভাল পরিচিতি পেয়েছিলেন আর যশ রাজ ব্যানারে কাজ করছিলেন তাই পরিনীতির বাবা ওঁকে অভিনয় করার অনুমতি দেন।যখন পরিণীতির প্রথম ছবি ইশকজাদে মুক্তি পায় তাতে হিরোর সঙ্গে লাভ মেকিং সিন দেখে মোটেই খুশে হননি উনি আর গোটা একদিন মেয়ের সঙ্গে কথাও বলেন নি। পরের ছবি শুদ্ধ দেশি রোম্যান্স আর মেয়ের সঙ্গে বসে দেখার সাহস করেননি। তা একদিক দিয়ে ভালো করেছেন উনি যা সব চুম্বন দৃশ্য আছে ওই ছবিতে ! যাইহোক পরিণীতি আরও জানিয়েছেন, বাবাকে ভয় পেলেও মায়ের সঙ্গে সম্পর্ক কিন্তু ঠিক তার উল্টো, মায়ের সঙ্গে সব কিছুই শেয়ার করেন তিনি। এমনকী এখনও পরিনীতির প্রথম ছবির পরিচালক মনীশ শর্মা কে প্রায়ই এস এম এস করে ধন্যবাদ জানান পরিণীতির মা। কারণ তিনি মনে করেন মেয়ের এই সাফল্য একমাত্র তার জন্য।
- See more at: 



TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,
Sandy Hook, Khloe Kardashian, Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, sunny leone,  leonardo dicaprio, Hollywood, Poreeniti chopra,



মোষ্ট ওয়ান্টেড সানি লিওন!

Sunny leone
সালমান খান, ক্যাটরিনা কাইফ আর শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে বছরের মোষ্ট ওয়ান্টেড তারকা নির্বাচিত হলেন পর্নস্টার সানি লিওন। সম্প্রতি গুগল ইন্ডিয়া’র জরিপে এ তথ্য জানানো হয়েছে। তাদের দাবি, ২০১৩ সালে গুগলে সালমান খান, ক্যাটরিনা কাইফ এবং ক্রিকেটতারকা শচীন টেন্ডুলকারের চেয়েও বেশি বার খোঁজা হয়েছে বলিউডের নতুন মুখ সানি লিওনকে।
এই তালিকায় ৫ম স্থানে আছেন বলিউড কিং শাহরুখ। এরপর পর্যায়ক্রমে খোঁজা হয়েছে গায়ক হানি সিং, তেলেগু এবং তামিল অভিনেত্রী কাজল আগারওয়াল, কারিনা কাপুর, শচীন টেন্ডুলকার এবং পুনম পান্ডেকে।
গুগল ইন্ডিয়া দেশটির গুগল সার্চ এর ভিত্তিতে বছরের প্রধান ব্যক্তিত্ব, ঘটনা, গতিধারা ইত্যাদির উপর একটি জরিপ চালিয়েছে।
শাহরুখ খান অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ সহ তালিকায় শীর্ষস্থানে আছে বলিউডের হিট ছবিগুলো এবং ভারতীয় প্রিমিয়ার লিগ। তালিকায় জনপ্রিয় ১০ এর মধ্যে ছিল ‘আশিকি টু’ ছবি, জন ওয়াকার এবং জিয়া খান।
- See more at: 

TAG: Sunny Leone, pornstar Sunny, Leone, mostwonted, Hot sunny, stars, Bangladesh, Bangladeshi, News, khabor tazakhabor, 


নগ্নতাকে উপভোগ করেন লিওনার্দো

 চলচ্চিত্রের নগ্ন দৃশ্যে অভিনেতা-অভিনেত্রী ব্যাবহার হলেও তাতে বিশ্বাসী নন হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপরিও। যে কারণে চলচ্চিত্রের প্রতিটি রোমান্সকর দৃশ্যে তিনি নিজেই অভিনয় করেন। শুধু তাই নয়, ছবিতে এসব নগ্নতাকেও উপভোগ করেন তিনি।
একটি টেলিভিশন সাক্ষাৎকারে ক্যাপরিও বলেন, আমার ছবির সফল বা ব্যর্থ অংশগুলোর দায়ভার আমারই।
তিনি এটাও স্বীকার করেন যে, তার নতুন ছবি ‘দ্য ওলফ অফ ওয়াল স্ট্রীট’ ছবিতেও নগ্নতাকে তিনি উপভোগ করেছেন। ছবিটি ডিসেম্বরের ২৫ তারিখ মুক্তি পাবে।
- See more at: click here



TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,
Sandy Hook, Khloe Kardashian, Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, sunny leone,  leonardo dicaprio, Hollywood,