Bradley Vooper |
৩৮ বছর বয়সী এই তারকা সিরিজটিতে নিজের করা উইল টিপিনের চরিত্রটি নিয়ে বেশ হতাশায় ভুগছিলেন একাডেমি পুরস্কার জয়ী তারকা।
তিনি জানান, এই সিরিজটির জন্য আমাকে সপ্তাহে মাত্র ৩ দিন কাজ করতে হত। এর পরের পর্বটিতেও আমার চরিত্রের তেমন লক্ষণীয় কোন উপস্থিতি ছিল না। সর্বোপরি আমি এতটাই হতাশ ছিলাম যে নিজেকে মেরে ফেলতে চেয়েছিলাম।
‘হ্যাঙ্গোভার’ অভিনেতা একসময় আর সহ্য করতে না পেরে টিভি সিরিজটির উদ্ভাবক জে.জে আব্রামকে বলেন তাকে সিরিজ থেকে বাদ দিয়ে দিতে। যদিও সেই সময় ব্র্যাডলির হাতে কোন কাজ ছিল না।
শুধু তাই নয় সম্প্রতি তিনি তার হলিউডক্যারিয়ারের সমাপ্তি আনতে যাচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, সবাইকে এমন একটি সময়ের মুখোমুখি হতে হয়। আমাকেও হতে হচ্ছে। হলিউডে এখন আমার প্রয়োজন শেষ।
ব্যক্তিগত জীবনকে বেশি গুরুত্ব দিতে চান তাই তিনি তার ব্যবসায় মনোনিবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন। তা না করে মাদকে ডুবে নিজের জীবনকে শেষ করতে চান না ব্র্যাডলি কুপার। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
- See more at:
TAG: bradley cooper, Hollywood, superstar, suicide, FNS, Fiarnews24.com, Tazakhabor, Bangladesh news,