Rituparna Sengupta and Paoli Dam |
তবে এ ছবির মূল চরিত্র রুদ্র। ১৪ বছর জেল খেটে বাড়ি ফিরে আসে সে। ধর্ষণ ও খুনের অভিযোগে তার জেল হয়েছিল। দীর্ঘ কারাবাসের পর মুক্তি পেলেও সেই স্বাদ সে উপভোগ করতে পারে না। আসলে নিজের বাড়ি তার অচেনা লাগে। বাড়িতে রয়েছে তার স্ত্রী দামিনী ও ছেলে। মাঝের এই কয়েক বছরে দামিনী আর তার ছেলের নিজস্ব জগৎ তৈরি হয়ে গেছে। যেখানে রুদ্র অযাচিত। চেষ্টা করেও সেই জগতের সঙ্গে সে নিজেকে মানিয়ে নিতে পারে না। দামিনীও রুদ্রকে আবার নিজের করে নিতে পারে না। রুদ্র ফিরে যায় তার দেশের বাড়ি। সেখানে সে গ্রহণযোগ্যতা পায় তার বন্ধুর পরিবারে। রুদ্রর নিজের জায়গায় ছেড়ে অন্যত্র ঠাঁই পাওয়ার জন্য ছবির নাম ‘পারাপার’। ছবিতে রুদ্রর ভূমিকায় দেখা যাবে বাংলাদেশের অভিনেতা আহমেদ রুবেলকে।
মূল চরিত্রে রুবেল কেন? পরিচালক সঞ্জয় নাগ জানালেন, 'অনেক আগে বাংলাদেশে কাজ করতে গিয়ে রুবেলকে থিয়েটারে অভিনয় করতে দেখি। তখনই ভেবেছিলাম, সুযোগ হলে ওঁকে নিয়ে কাজ করব'। এর আগে অনেক বার এলেও কলকাতায় এই প্রথম কাজ করতে এলেন রুবেল। জানালেন, 'কাজ করতে গিয়ে টালিগঞ্জের শিল্পীরা যে ভাবে সহযোগিতা করেছেন, তাতে আমি অভিভূত'।
ছবির অন্যতম দুই নারী চরিত্র দামিনী ও ঊর্মিলার ভূমিকায় দেখা যাবে যথাক্রমে ঋতুপর্ণা সেনগুপ্ত ও পাওলি দামকে। মতি নন্দীর গল্পে দামিনী ও ঊর্মিলার দেখা না হলেও ছবিতে ঋতুপর্ণা ও পাওলিকে এক সঙ্গে দেখা যাবে। সে অর্থে টলিউডের এই দুই নায়িকা এই প্রথম এক সঙ্গে কাজ করছেন। সম্প্রতি শেষ হল ছবির শ্যুটিং। এ বার মুক্তির অপেক্ষা।
Paoli Dam
Rituparna sengupta
No comments:
Post a Comment