Friday, December 13, 2013

বলিউডের ১০ সমকামিতা বিষয়ক ছবি

বুধবার ভারতের সুপ্রিম কোর্ট সমকামিতাকে অপরাধ হিসেবে গণ্য করতে বলায় অনেকেরই বিবেক নড়ে উঠেছে। প্রতিবাদ হচ্ছে এমনকি সেই প্রতিবাদে অংশ নিয়েছেন বলিউড তারকারাও। ভারতীয় ছবিতে বিভিন্ন সময়ে বিষয়বস্তু হিসেবে উঠে এসেছে সমকামিতা। বলিউডের সমকামিতা বিষয়ক ১০টি ছবির উল্লেখ করা হলো এখানে।

ফায়ার (১৯৯৭): ভারতে সমকামী ছবি তৈরির পথপ্রদর্শক দীপা মেটা। তাঁর ট্রিলজির প্রথম ছবি ফায়ার। বৈবাহিক জীবনের সমস্যায় জর্জরিত দুই মহিলার শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ার কাহিনি নিয়ে ফায়ার ভারতে আগুন জ্বলেছিল। বক্সঅফিসে মুক্তি রক্ষণশীল সমাজের ভ্রুকুটি এড়াতে পারেনি ফায়ার।

বমগে (১৯৯৬): বমগে সমকামিতার ওপর তৈরি ভারতের প্রথম ডকুছবি বমগে। যদিও ভারতে মুক্তি পায়নি এই ছবি। কবি আর. রাজ রাওয়ের লেখার ওপর, মুম্বাইয়ের গে সংস্কৃতি নিয়ে গে পরিচালক রিয়াদ ভিঞ্চি ওয়াদিয়ার ছবিতে অভিনয় করেছিলেন রাহুল বোস।

ম্যাঙ্গো সুফলে (২০০২): ৬ বছর পর ম্যাঙ্গো সুফলে বানিয়েছিলেন সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারপ্রাপ্ত মহেশ দত্তানি। একাকিত্বে ভোগা গে ফ্যাশন ডিজাইনারের গল্প কমিক মোড়কে উপস্থাপন করেছিলেন মহেশ। ফায়ারের মতো প্রতিবাদের মুখে না পড়তে হলেও, চুপিচুপি মুক্তি পেয়ে চুপিচুপিই হলো থেকে চলে গিয়েছিল ম্যাঙ্গো সুফলে।

কাল হো না হো (২০০৩): মুম্বইয়ের মেনস্ট্রিম ধারায় সমকামিতাকে ব্যঙ্গাত্মক রূপ দিয়েছিলেন করণ জোহর। তবে শুধু সমকামিতা নয়, সমকামিতার প্রতি মানুষের ভুরু কোঁচকানোও করণ তুলে এনেছিলেন ছবিতে। শাহরুখ ও সাইফ আলি খানের গে সম্পর্ক দেখে চমকে ওঠেন ছবির চরিত্র কান্তা বেন।

গার্লফ্রেন্ড (২০০৪): গে সম্পর্ক নিয়ে ছবি বেশ কিছু হলেও লেসবিয়ান সম্পর্ক নিয়ে ছবি ফায়ারের পর হয়েছে গার্লফ্রেন্ড। দুই বন্ধুর মধ্যে একজন লেসবিয়ান, অন্যজন বাইসেক্সুয়াল। বন্ধুর সঙ্গে সমকামিতার সম্পর্ক ছাড়াও তার জীবনে ছিল প্রেমও। সমকামিতার সম্পর্ক ও স্ট্রেট সম্পর্কের দ্বন্দ্ব, বয়ফ্রেন্ড ও বন্ধুর মধ্যে যৌন হিংসা, নিয়ে এগিয়েছে গার্লফ্রেন্ডের গল্প।

মাই ব্রাদার নিখিল (২০০৫): প্রথম ছবিতেই গে সমকামিতাকে দারুণ সফলভাবে নিয়ে এসেছিলেন গে পরিচালক ওনির। ভারতের মতো দেশে থেকে সমকামিতার কারণে একঘরে হয়ে যাওয়া থেকে এইডস নিয়ে বাঁধাধরা ধারণা, সর্বোপরি পরিবারের পাশে দাঁড়ানো, সবকিছুই ওনির তুলে ধরেছিলেন ছবিতে।

হনিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড (২০০৭): ছটি সদ্যবিবাহিত জুটির হনিমুনের গল্পো। এই ছয় জোড়ার মধ্যেই ছিলেন সমকামী সদ্য বিবাহিত এক পুরুষ। কীভাবে সেখান থেকেই অন্য সমকামী পুরুষের প্রতি আকর্ষণ ও বৈবাহিক সম্পর্কেও নিজেদের নিজেদের পছন্দের জায়গা বেছে নেন তারা।

দোস্তানা (২০০৮): পাঁচ বছর আবার একই বিষয় রুপোলি পর্দায় নিয়ে আসেন করণ জোহর। অভিষেক বচ্চন আর জন আব্রাহামের সাজানো গে সম্পর্ক বক্সঅফিসে প্রথমবারের জন্য কিছুটা হলেও দর্শকদের আনুকূল্য পেয়েছিল। পরে বম্বে টকিজ ছবিতেও সমকামিতা দেখিয়েছেন করণ।

ফ্যাশন (২০০৮): ফ্যাশন ছবিতে সমকামিতার অন্য দিক তুলে ধরেন মধুর ভান্ডারকর। সমাজের সামনে নিজের সমকামিতা লুকিয়ে রাখতে বন্ধু মুগ্ধা গডসেকে বিয়ে করেন গে ডিজাইনার সমীর সোনি।

ডোননো হোয়াই...না জানে কিঁউ (২০১০): তিন বছর আগেও সমকামিতা নিয়ে ছবি ডোননো হোয়াই...না জানে কিঁউ কে সেন্সরবোর্ডের চোখরাঙানির মুখে পড়তে হয়েছে। এমনকি, সমকামিতার দৃশ্যে অভিনয়ের জন্য অভিনেতা যুবরাজ পরাশরকে ত্যাজ্য করেছিল তার পরিবার।
- See more at:



TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,
Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, Ethan Couch, sexy-wallpapers, ali zafor, actress, Pakistani actress, Asian hot male actress, lesbian sex, Bollywood lesbian movie, girlfriend, female-female sex, female sex partners, India, Mombai, Indian hot female, Indian hot girl,

এশিয়ার সবচেয়ে আবেদনময় পুরুষ আলী জাফর

অভিনেতা আলী জাফর পাকিস্তানের প্রথম ব্যাক্তি যিনি ইস্টার্ন আই নিউজপেপার এর আবেদনময় ৫০ পুরুষের তালিকার প্রথম স্থান দখল করে নিয়েছেন।

৩৩ বছর বয়সী এই অভিনেতা ২বার এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়া ঋত্বিক রোশানকেও ছাপিয়ে গেছেন। এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন ঋত্বিক।

আলী জাফর বলেন, এটা খুব আনন্দের এবং আমি কখনো এতো বড় প্রাপ্তির কথা চিন্তাই করতে পারিনি।
তিনি আরও বলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে মনেপ্রাণে সমর্থন করেছেন।
- See more at:



TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,
Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, Ethan Couch, sexy-wallpapers, ali zafor, actress, Pakistani actress, Asian hot male actress,ali zafar,

ছেলে সন্তানের মা হলেন কেট উইন্সলেট

 এক বছরেরও বেশি সময় ধরে চুটিয়ে প্রেম করার পর ২০১২ সালের ডিসেম্বরে নেড রকনলকে বিয়ে করেন অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী কেট উইন্সলেট। এবার রকনলকে প্রথম সন্তান উপহার দিলেন ৩৮ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। ৭ ডিসেম্বর শনিবার যুক্তরাজ্যের এনএইচএস হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন কেট উইন্সলেট।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কেটের মুখপাত্র জানিয়েছেন, ‘মা এবং ছেলে দুজনই সুস্থ আছে।’ রকনলকে প্রথম সন্তান উপহার দিলেও, এই নিয়ে তৃতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ নিলেন ‘টাইটানিক’ তারকা কেট উইন্সলেট। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ডেইলিমেইল।

প্রথম স্বামী ব্রিটিশ নির্মাতা জিম থ্রিপলটনের সঙ্গে কেটের প্রথম মেয়ে মিয়া থ্রিপলটনের বয়স এখন ১৩। ২০০১ সালের ডিসেম্বরে জিমের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর ‘স্কাইফল’ ছবির নির্মাতা স্যাম মেন্ডেসের সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়ান কেট। ২০০৩ সালের মে মাসে গাঁটছড়া বাঁধেন কেট ও স্যাম। একই বছরের ডিসেম্বরে তাঁদের ঘরে আসে ছেলে জো মেন্ডেস। ২০১১ সালে কেট ও স্যামের বিচ্ছেদ হয়ে যায়।

স্যাম মেন্ডেসের সঙ্গে বিচ্ছেদের পরপরই যুক্তরাজ্যের ধনাঢ্য ব্যবসায়ী ও ভার্জিন গ্যালাক্টিকের প্রধান রিচার্ড ব্র্যানসনের ভাতিজা নেড রকনলের সঙ্গে পরিচয় হয় কেটের। কিছুদিনের মধ্যেই অভিসারে মেতে ওঠেন নেড ও কেট। বাগদানের পর ২০১২ সালের সেপ্টেম্বরে নিউইয়র্ক ছেড়ে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তাঁরা। একই বছরের ডিসেম্বরে ঘরোয়া আয়োজনে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

কেটের আগে ব্রিটিশ চলচ্চিত্র প্রযোজক ভিসকাউন্ট কাউড্রে’র মেয়ে এলিজা পিয়ারসনকে বিয়ে করেছিলেন ভার্জিন গ্যালাক্টিকের নির্বাহী কর্মকর্তা নেড রকনল।
- See more at:

TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,

Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, Ethan Couch, kate winslet, sexy-wallpapers,

রণবীরের বিয়েতে ‘বেশরম’ গানে নাচব: ক্যাটরিনা

বিয়ে নিয়ে ভক্তদের বেশ দোটানার মধ্যে রেখেছেন রণবীর-ক্যাটরিনা জুটি। একজন বিয়ে প্রসঙ্গে লজ্জা পান অন্যজন আবার নাকি বিয়ের জন্য এখনো প্রস্তুত নন। আসলে কি করতে যাচ্ছেন এই সময়কার দুই আলোচিত জুটি! বিয়ের পিড়িতে বসি বসি করতেই উল্টো পথে হাঁটতে শুরু করলেন ক্যাটরিনা।

রণবীর কাপুর আর ক্যাটরিনা কাইফের বিয়েতে কারিনা কাপুরের নাচ প্রসঙ্গে খোদ ক্যাটরিনা বলেন, ওরা কেউই দুজন চাচাতো ভাইবোন কাজেই ওরা একজন আরেকজনকে নিয়ে মজা করতেই পারে। এমন কোন কিছু (রণবীরের সাথে বিয়ে) ঘটতে যাচ্ছে না।

তাই যদি হয় তবে রণবীর কাপুরের বিয়েতে ক্যাটরিনা কোন গানে নাচতে যাচ্ছেন এমন প্রশ্নের জবাবে ক্যাটরিনা বলেন, কোন কারণে যদি একান্তই নাচতে হয় তবে আমি অবশ্যই ‘বেশরম’ গানে নাচব।

‘ক্যাটরিনা তার জীবনে বিশেষ স্থান দখল করে আছে এবং যার জন্য রণবীর কাপুর সবকিছু করতে পারেন’ রণবীরের এমন কথায় ক্যাটরিনার জবাব,আমিও খুব কাছের মানুষটির জন্য আমার জীবন উৎসর্গ করতে পারি, রণবীর যদি তাদের মধ্যে পড়েন তবে অবশ্যই তার জন্যও একই কাজ করবো আমি। যখন তার আমাকে প্রয়োজন হবে তার পাশে থাকব।

বিয়ে প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, আগামী ২০ থেকে ৩০ বছরের মধ্যে আমি বিয়ে করছি না। এটাই চূড়ান্ত এবং মাথায় গেঁথে নিন, আমি এখন কাউকেই বিয়ে করতে যাচ্ছি না।
- See more at:

TAG: fns,fairnews24, Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, Dhaka, Bangladesh, suny leon, Ethan Couch, Katrina Kaif bikini, katrina kaif, bikini, katrina kaif hot, sexy katriana kaif,

Thursday, December 12, 2013

বিগ বসের পুরুষ প্রতিযোগীদের সাথে ডেটিং করবেন সানি লিওন!

এফএনএস বিনোদন : কানাডিয়ান পর্ণতারকা সানি লিওন নিজ দক্ষতায় জায়গা করে নিয়েছেন বলিউড অঙ্গনে। বিগ বসের পঞ্চম শোতে তিনি তার উষ্ণতা দিয়ে মাতিয়ে রেখেছিলেন বিগ বস হাউজ এবং এই অভিনেত্রী আবারও সেখানে ডেটিং বিষয়ক কাজের জন্য প্রবেশের সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদসূত্র অনুযায়ী, আগামী সপ্তাহে সানিকে বিগ বস শোতে দেখা যাবে। তিনি সেখানে একটি ডেটিং বিষয়ক কাজ করবেন। সব পুরুষ প্রতিযোগীদের বলা হবে সানির সাথে ডেটিং করতে এবং যার যার নিজস্ব কৌশলে সানিকে মুগ্ধ করতে।

এখন এটা পরিষ্কার জানা যাবে, বিগ বসের প্রেমিক আরমান, কুশাল, আজাজের মেয়ে ভোলানোর দক্ষতা কতখানি এবং তারা সানির সৌন্দর্যে আকর্ষিত হন কিনা। বিগ বস শোর পরবর্তী এপিসোডে এই নিয়ে থাকছে এক বিশেষ চমক। সূত্র: জিনিউজ
- See more at:

tago.. that is suny leon, hot porn star of Idia. 

FNS, Fairnews24, Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, sexual relations, sexy, sex, hot, porn star, Saudi arabia women, women want to need sex, Dhaka, Bangladesh, suny leon