Monday, December 16, 2013
আত্মহত্যার হাত থেকে ভক্তকে রক্ষা করলেন গাগা
![]() |
lady gaga |
২৭ বছর বয়সী লেডি গাগা ওই মেয়েটিকে লিখেন, “আমরা সবাই তোমাকে ভালোবাসি। তোমার আত্মহত্যা করা ঠিক নয়। আমরা গানের মাধ্যমেই একে অপরের সঙ্গে যুক্ত এবং এটা অনেক বেশি শক্তিশালী। তুমি গান শোনো এবং সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখো।”
সমর্থন ও সাহস যোগানোর জন্য ওই ভক্ত পরে গাগাকে ধন্যবাদ জানান। গাগার উদ্দেশ্যে ওই ভক্ত লিখেছে, “আপনার এই লেখাগুলো আমাকে রক্ষা করেছে।”
- See more at:
TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla
khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor,
newspaper, bangladeshi news,
Sandy Hook, Khloe Kardashian, Victoria's Secret Fashion Show, Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele
Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, sunny
leone, jackpot, movie, ramp model, ramp show, porn star, lady-gaga, pops tar, music,
singer,
পোশাকে হয়ে যাক লাল-সবুজের সমাহার
![]() |
lifestyle |
বিজয় দিবসের রঙ বলতে লাল সবুজকেই বোঝায়। আর তাই বিজয় দিবসের ফ্যাশনের প্রাধান্য পায় লাল আর সবুজ এই দুটি রঙ। পোশাক অন্য রঙের হলেও লাল সবুজের ছোঁয়া থাকতেই হবে। পোশাকে না হোক, ওড়না,ব্যান্ডানা, ব্যাগ অথবা অলঙ্কারে থাকা চাই লাল সবুজের ছোঁয়া।
গত এক দশক ধরেই বিজয় দিবস এলেই দেশীয় ফ্যাশন হাউজ গুলো নিজেদের সাজিয়ে নেয় লাল সবুজ রঙের নানান রঙের ও ঢঙের পোশাকে। শাড়ি, পাঞ্জাবী, শার্ট, কুর্তা, ফতুয়া, স্কার্ট কিংবা শিশুদের জামার ডিজাইনে আনা হয় বিজয় দিবসের আমেজ। গত এক দশক আগেও বিজয় দিবস নিয়ে এতো আনুষ্ঠানিকতা না থাকলেও এখন মানুষের সৌখিনতা ও পছন্দের সাথে সামঞ্জস্য রেখে ফ্যাশন হাউজ গুলো বেশ রুচিশীল ও উৎসব নির্ভর পোশাক তৈরি করছে। আবার অনেকেই নিজের সৃজনশীলতায় রাঙিয়ে তৈরি করে নিচ্ছেন নিজের একদম আলাদা একটি বিজয় দিবস স্টাইল। আসুন জেনে নেই এইবারের বিজয় দিবসে নারী পুরুষ ও শিশুদের ফ্যাশন সম্পর্কে।
বিজয় দিবসে বিশেষ কিছু কেনা হয়ে ওঠেনি? মন খারাপ লাগছে খুব? মন খারাপের কিচ্ছু নেই, দেশপ্রেম থাকে অন্তরে। আর অন্তরে যখন দেশের জন্য গভীর ভালোবাসা,তখন সাজপোশাক নিত্যনতুন না হলেও ক্ষতি কিছু নেই।
নারী
বিজয় দিবসটা ডিসেম্বর মাসে। অর্থাৎ কনকনে ঠাণ্ডা হলেও শীত কখনোই খুব একটা কম থাকে না। নারীরা লাল সবুজ শাড়ি পরতে পারেন লম্বা হাতের ব্লাউজের সাথে, কিংবা এক রঙা শাড়ির সাথে বেছে নিন লাল সবুজ একটি শাল। লাল সবুজ শাড়ি পরতে না চাইলেও এক রঙা শাড়ির সাথে লাল সবুজের সংমিশ্রণে ব্লাউজ পরুন। এক্ষেত্রে সাদা, ঘিয়া কিংবা কালো শাড়ির সাথে মানানসই লাল কিংবা সবুজ ব্লাউজের হাতায় লেস বসানো হলে দেখতে আরও সুন্দর লাগবে আপনার বিজয় দিবসের পোশাক।
যারা শাড়িতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তারা সালোয়ার কামিজ অথবা লম্বা কুর্তা পরে নিন। এক্ষেত্রেও উঁচু গলা ও লম্বা হাতা মানানসই হবে। পোশাকে লাল সবুজ রাখতে না চাইলে রাখুন ওড়না, স্কার্ফ, শাল, ও গহনা-সাজে।
আর যদি বিজয় দিবসের জন্য আলাদা ভাবে পোশাক কেনা না হয়ে থাকে, তাহলে একটি বড় পতাকা কিনে গায়ে জড়িয়ে নিতে পারেন। অথবা কপালে লাল/সবুজ টিপ পরে দুহাত সাজিয়ে তুলুন লাল-সবুজ চুড়িতে, খোঁপায় পরতে পারেন লাল ফুল। মেকআপটা করে নিতে পারেন লাল সবুজের শেড ঘেঁষে, গালে একে নিতে পারেন আলপনা।
পুরুষ
পুরুষরা বিজয় দিবসের ফ্যাশন হিসেবে বেছে নিতে পারেন টিশার্ট। বিজয় দিবস সম্পর্কিত বিভিন্ন ডিজাইনের টিশার্ট গুলো পাওয়া যায় শাহবাগের আজিজ সুপার মার্কেটের দেশীয় ফ্যাশন হাউজগুলোতে। বিশেষ কিছু কেনা না থাকলেও সমস্যা নেই। নিজের ওয়ারড্রব থেকেই লাল বা সবুজ একটি টি শার্ট বেছে নিন। সাথে একটি পতাকা বেঁধে নিতে পারেন কপালে বা হাতে। লাল-সবুজ ব্রেসলেটও ব্যবহার করতে পারেন। বাংলাদেশের পতাকার একটি চমৎকার স্তিকার কিনে বসিয়ে নিতে পারেন পরনের সাদামাটা টি শার্টেই।
যারা পাঞ্জাবী পরতে চাইতেন তারা একটি মোটা খাদি কাপড়ের পাঞ্জাবী বেছে নিতে পারেন। লাল সবুজের সংমিশ্রনের পাঞ্জাবী কিনে নিতে পারবেন বিভিন্ন ফ্যাশন হাউজ থেকে। লাল-সবুজ সংগ্রহে না থাকলে শুধু লাল কিংবা শুধু সবুজও পরে নিতে পারেন। কিংবা সাধারণ রঙের পোশাকের সাথে ব্যবহার করুন লাল-সবুজ শাল।
আর যদি আলাদা ভাবে বিজয় দিবসের জন্য পোশাক কিনতে না চান তাহলে মাথায় একটি লাল সবুজ গামছা কিংবা পতাকা পেঁচিয়ে নিতে পারেন। অনেকে শরীরে চাদরের মতও জড়িয়ে নেন প্রিয় পতাকাটি।
শিশু
বিজয় দিবসে সবাই সুন্দর লাল সবুজ কাপড় পরবে। আপনার ছোট শিশুটিকে কি পরাবেন ভেবেছেন?এবার শিশুদের ফ্যাশনে আধিক্য পাচ্ছে লালের বাহার। বেশ অনেকটা লালের সাথে অল্প সবুজের মিশ্রণে সাজিয়ে তুলুন সন্তানকে। বিজয় দিবসের দিন কিছু শিল্পী গালে ও শরীরের বিভিন্ন যায়গায় পতাকা এঁকে দেন রঙ দিয়ে। ইচ্ছে করলে একটি পতাকাও আঁকিয়ে নিতে পারেন নিজের ও নিজের সন্তানের গালে।
- See more at:
TAG: 16 December, Victory Day Bangladesh, Bangladesh, Dhaka, lifestyle, Fashion, Dress, National Day, Holiday, weekend,
সানি লিওনের জাদু
![]() |
Sunny leone |
এই হল সানি লিওনের জাদু। সিনেমা চলুক না চলুক, তিনি চলবেন। না, চলবেন না, বলা ভাল দৌড়াবেন। তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা জ্যাকপট সেভাবে বক্স অফিসের কৃপা পাচ্ছে না। কিন্তু তাতে কী। তিনি তো সানি লিওন। তিনি নামবেন, আর মন্ত্রমুগ্ধের মত আটকে যাবে দর্শকদের চোখ। এটাই তো নিয়মফ।
![]() |
sunny leone ramp show |
সেটাই হল এক ফ্যাশান শোতে। দিল্লিতে ডিজোইনার ময়ূর আর গিরোত্রার এক ফ্যাশান শোতে আমন্ত্রণ জানানো হয় সানি লিওনকে। বলিউডের পর্ন কুইন সানির সঙ্গে ডাকা হয় জ্যাকপট সিনেমার নায়ক সচিন যোশিকেও।
আর পাঁচটা ফ্যাশান শোয়ের ঢঙেই চলছিল এই শো। চোখধাঁধানো পোশাক পরে মডেলরা হেঁটে যাচ্ছিলেন, দর্শকরা তা দেখছিলেন। কিন্তু এরকম তো কতই হয়,তাই একটু ঘুম ঘুমভাবও চলে এসেছিল সবার। কিন্তু এক চটাকয় ঘুম ভাঙল। ওই তো সানি লিওন আসছেন। না কোনও স্বল্প পোশাকে নয়। ইন্দো-কানাডিয়ান পর্নস্টার বৌয়ের সাজে সেজেছেন। সানির পরনে লাল লেহেঙ্গা আর গয়না।
এরপর হুড় হুড়ি। প্রায় ঝিমিয়ে থাকা ক্যামেরাম্যানদের মধ্যে হুড় হুড়ি পড়ে গেল। যতই হোক, এই ছবিটার দাম তো দারুণ চড়া। সানি এমন একটা পোশাক পরে র্যাম্পে হাঁটছেন, এই ছবিটাই তো সারা মাসের পারিশ্রমিকের জন্য যথেষ্ট। তাই আর কি, কিছুটা নির্জন র্যাম্পের পাশে শুধু ক্লিক ক্লিক আওয়াজ। কখনও আবার ফিসফিস আওয়াজ আর দীর্ঘশ্বাস। ক্যামেরার গর্জন যেন থামছেই না। সানি থাকলেন ঠিক দেড় মিনিট। ক্যামেরা সমানে ডেকে গেল, দীর্ঘশ্বাসের আওয়াজগুলোও মাঝে মাঝে ওঠা নামা করল। যখন তিনি র্যাম্প ছাড়লেন তখন ব্যাগ গোছাতে শুরু করেছেন ক্যামেরম্যানরা। শোনা গেল হুড় হুড়িতে নাকি দু একটা ক্যামেরাও ভেঙেছে। শো শেষ হতে তখনও ঢের বাকি... তা কী আসল ছবি হয়ে গিয়েছে। সানি হাঁটছেন, আর মন্ত্রমুগ্ধ হয়ে দেখছে দর্শকরা...
- See more at:
TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla
khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor,
newspaper, bangladeshi news,
Sandy Hook, Khloe Kardashian, Victoria's Secret Fashion Show, Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele
Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, sunny
leone, jackpot, movie, ramp model, ramp show, porn star,
চুলকে রাখুন খুশকি মুক্ত-৩টি সহজ উপায়ে
![]() |
hair |
শীতকালে চুলে খুশকির উপদ্রব বেড়ে যায় অনেকাংশে। শুষ্ক বাতাস ও রুক্ষ আবহাওয়া মাথার ত্বকের ওপর প্রভাব ফেলে অনেকখানি। বাতাসের সাথে ধুলোবালি পুরোটাই চুলে এসে পড়ে। মাথার ত্বকের তৈলাক্ততায় এই ধুলোবালি আটকে গিয়ে খুশকির উপদ্রব বাড়িয়ে ফেলে বহুগুন। আবার শীতকালে যখন গরম পানিতে গোসল করা হয়, তখন গরম পানি মাথার ত্বককে শুষ্ক করে ফেলে ফলে সৃষ্টি হয় খুশকি। নামিদামী অনেক শ্যাম্পু ও অন্যান্য চুলের প্রসাধন ব্যবহার করেও এই যন্ত্রণাদায়ক খুশকির উপদ্রব থেকে মুক্ত হওয়া যায় না সহজে। আবার খুশকি দূর করতে গিয়ে এই এসব রাসায়নিক প্রসাধন রুক্ষ করে ফেলে চুলকে। আমরা অনেকেই জানি না এই খুশকির উপদ্রব থেকে বাঁচার ব্যবস্থা রয়েছে আমাদের ঘরেই। জেনে নিন ঘরোয়া পদ্ধতিতে ও সম্পূর্ণ প্রাকৃতীক উপায়ে চুলকে খুশকি মুক্ত করার ৩টি উপায়।
![]() |
egg |
[ডিম ও লেবুর রস] ডিম ও লেবুর রসের ব্যবহার
খুশকির উপদ্রব দূর করতে খুবই কার্যকরী ও সহজ একটি পদ্ধতি হচ্ছে লেবুর রসের ব্যবহার। লেবুর রসের সাইট্রিক অ্যাসিড মাথার ত্বক থেকে খুশকি দূর করে। এবং ডিমের প্রোটিন চুলকে ভেতর থেকে স্বাস্থ্যউজ্জ্বল করে ও পুনরায় খুশকির আক্রমণ থেকে রক্ষা করে।
পদ্ধতিঃ
প্রথমে একটি বাটিতে চুলের ঘনত্ব ও লম্বা অনুযায়ী ১ টি বা ২ টি ডিমের সাদা অংশ নিয়ে ফেটিয়ে নিন। পরে এর মধ্যে একটি গোটা লেবুর রস চিপে ভালো করে মিশিয়ে নিন। মনে রাখবেন এই পদ্ধতিতে অবশ্যই তাজা লেবু ব্যবহার করতে হবে। এরপর মিশ্রণটি ভালো ভাবে পুরো চুলে লাগিয়ে নেবেন। মাথার ত্বকে ভালো করে লাগাবেন। ৫ মিনিট পরে ঠাণ্ডা পানি ও মৃদু কোন শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ২/৩ বার ব্যবহারে খুশকির হাত থেকে রেহাই পাবেন।
নিম পাতার ঔষুধি গুণ
নিম পাতায় রয়েছে অ্যান্টিফাঙ্গাল উপাদান। যা মাথার ত্বক থেকে শুধুমাত্র খুশকিই দূর করে না সাথে মাথা ত্বকের ফুসকুড়ি ও অন্যান্য রোগ থেকেও মুক্তি দেয়। নিয়মিত ব্যবহারে আপনার চুল খুশকিমুক্ত ও সুন্দর থাকবে।
পদ্ধতিঃ
সাধারণত যারা অল্প ও সাময়িক খুশকির সমস্যায় ভুগছেন তারা ১০-১৫ টি নিম পাতা ৫/৬ কাপ ফুটন্ত গরম পানিতে সারারাত ভিজিয়ে রাখুন। সকালে সেই পানি দিয়ে চুল ধুয়ে ফেললে খুশকি দূর হবে সহজেই। আর যারা দীর্ঘসময় ধরে এই খুশকির উপদ্রব সহ্য করে যাচ্ছেন, তারা প্রথমে নিম পাতা ভালো করে ধুয়ে বেটে নিন। এরপর ৩০ মিনিট মাথার ত্বকে লাগিয়ে রেখে ভালো করে চুল ধুয়ে নিন। এই নিম পাতা বাটা নিয়ম করে মাথার ত্বকে লাগাবেন প্রতিদিন। এতে করে কয়েকদিনের মাঝেই দীর্ঘস্থায়ী খুশকির যন্ত্রণা থেকে মুক্তি পাবেন।
![]() |
Oil |
[তেল] তেলের ব্যবহারে দূর করুন খুশকি
অনেকেই অবাক হতে পারেন তেল ব্যবহার করার কথা শুনে। কারণ সবাই জানেন তেল চিটচিটে থাকলে চুলে খুশকির উপদ্রব আরও বেড়ে যায়। কিন্তু এটা ভুলবেন না যে মাথার ত্বক একেবারে শুষ্ক হয়ে গেলেও খুশকি দেখা দেয়। তেল ব্যবহার করবেন কিন্তু তেল দিয়ে বাইরে বের হবেন না বা বেশি সময় চুলে তেল রাখবেন না। বিশেষ করে এই শীতকালে। তেল আপনার মাথার ত্বককে শুষ্কতার হাত থেকে বাঁচায় ও খুশকি মুক্ত করে।
পদ্ধতিঃ
চুলকে খুশকি মুক্ত রাখতে চাইলে আপনার লাগবে দু ধরনের তেল। জলপাই তেল (অলিভ অয়েল) এবং বাদামের তেল (আলমন্ড অয়েল) একসাথে মিশিয়ে নেবেন। চাইলে বোতলে একসাথে জলপাই তেল এবং বাদামের তেল মিশিয়ে রেখে দিতে পারেন। দুই তেলের এই মিশ্রণটি চুলে খুব ভালো ভাবে লাগাবেন। বিশেষ করে চুলের গোড়ায়, মাথার ত্বকে। প্রায় চুপচুপে করেই লাগাবেন। যদি মাথার ত্বক চিড়বিড় করে কিংবা জ্বলুনি শুরু হয় তবে ভয় পাবেন না। একটু জ্বলুনি হবে। শুধুমাত্র ৫ মিনিট এভাবে রেখে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ২/৩ বার ব্যবহার করুন যতদিন না চুল থেকে খুশকি দূর হচ্ছে।
- See more at:
অনেকেই অবাক হতে পারেন তেল ব্যবহার করার কথা শুনে। কারণ সবাই জানেন তেল চিটচিটে থাকলে চুলে খুশকির উপদ্রব আরও বেড়ে যায়। কিন্তু এটা ভুলবেন না যে মাথার ত্বক একেবারে শুষ্ক হয়ে গেলেও খুশকি দেখা দেয়। তেল ব্যবহার করবেন কিন্তু তেল দিয়ে বাইরে বের হবেন না বা বেশি সময় চুলে তেল রাখবেন না। বিশেষ করে এই শীতকালে। তেল আপনার মাথার ত্বককে শুষ্কতার হাত থেকে বাঁচায় ও খুশকি মুক্ত করে।
পদ্ধতিঃ
চুলকে খুশকি মুক্ত রাখতে চাইলে আপনার লাগবে দু ধরনের তেল। জলপাই তেল (অলিভ অয়েল) এবং বাদামের তেল (আলমন্ড অয়েল) একসাথে মিশিয়ে নেবেন। চাইলে বোতলে একসাথে জলপাই তেল এবং বাদামের তেল মিশিয়ে রেখে দিতে পারেন। দুই তেলের এই মিশ্রণটি চুলে খুব ভালো ভাবে লাগাবেন। বিশেষ করে চুলের গোড়ায়, মাথার ত্বকে। প্রায় চুপচুপে করেই লাগাবেন। যদি মাথার ত্বক চিড়বিড় করে কিংবা জ্বলুনি শুরু হয় তবে ভয় পাবেন না। একটু জ্বলুনি হবে। শুধুমাত্র ৫ মিনিট এভাবে রেখে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ২/৩ বার ব্যবহার করুন যতদিন না চুল থেকে খুশকি দূর হচ্ছে।
- See more at:
TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla
khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor,
newspaper, bangladeshi news,
Sandy Hook, Khloe Kardashian, Victoria's Secret Fashion Show, Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele
Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, Ethan
Couch, sexy-wallpapers, lifestyle, hair, egg, care, caring, health care,
Subscribe to:
Posts (Atom)