Monday, December 16, 2013

আত্মহত্যার হাত থেকে ভক্তকে রক্ষা করলেন গাগা

lady gaga
নিশ্চিত আত্মহত্যার হাত থেকে ভক্তকে রক্ষা করলেন পপগায়িকা লেডি গাগা। যোগাযোগ সাইট লিটলমন্সটার ডটকমে নিজের অ্যাকাউন্টে প্রচুর ভক্ত আছে গাগার। সম্প্রতি সেই সব ভক্তের একজনের একটি পোস্ট থেকে গাগা জানতে পারেন, আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২৭ বছর বয়সী লেডি গাগা ওই মেয়েটিকে লিখেন, “আমরা সবাই তোমাকে ভালোবাসি। তোমার আত্মহত্যা করা ঠিক নয়। আমরা গানের মাধ্যমেই একে অপরের সঙ্গে যুক্ত এবং এটা অনেক বেশি শক্তিশালী। তুমি গান শোনো এবং সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখো।”

সমর্থন ও সাহস যোগানোর জন্য ওই ভক্ত পরে গাগাকে ধন্যবাদ জানান। গাগার উদ্দেশ্যে ওই ভক্ত লিখেছে, “আপনার এই লেখাগুলো আমাকে রক্ষা করেছে।”
- See more at:



TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,
Sandy Hook, Khloe Kardashian, Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, sunny leone, jackpot, movie, ramp model, ramp show, porn star, lady-gaga, pops tar, music, singer,

No comments:

Post a Comment