Tuesday, December 17, 2013

ভাঙ্গনের সুর সাহারার সংসারে

Sahara
 ভেঙ্গে যাচ্ছে চিত্রনায়িকা সাহারার সংসার। এ খবর নিশ্চিত করেছে সাহারার ঘনিষ্ঠ একটি সূত্র। চিত্র প্রযোজক মণিরকে চলতি বছরের প্রথম দিকে সাহারা বিয়ে করেন। প্রথম দিকে যদিও একে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন এই নায়িকা। পরবর্তীতে স্বীকার করে ঘর সংসার করার জন্য চলচ্চিত্র জগতকে এক রকম অনানুষ্ঠানিক বিদায়ও জানান তিনি।

উল্লেখ্য, সম্প্রতি শাবনূরের গোপন প্রেম-বিয়ে ও অনাগত সন্তানের খবর বিব্রতকর অবস্থায় ফেলেছে ঢালিউডকে। শাবনূরের পথ ধরে চলচ্চিত্রের উঠতি নায়িকা আঁচল ১২.১২.১২ তারিখে বিয়ে করেছিলেন চলচ্চিত্র প্রযোজক জুয়েলকে। কিন্তু বরাবরই এই গোপন বিয়ের কথা অস্বীকার করেন তিনি। এর ফলও ভালো হয়নি। চলতি বছরের ১৪ এপ্রিল অর্থাৎ বাংলা নববর্ষের দিন বিয়ে বিচেছদ ঘটে তাদের। এ কথা আঁচলের মা নিজেই জানিয়েছেন।

এদিকে আঁচলের পথে হাঁটছেন তার সিনিয়র নায়িকা সাহারা। চলতি বছর এই নায়িকা ‘ঢাকা টু বোম্বে’ চলচ্চিত্রে কাজ করতে গিয়ে এর প্রযোজক মনিরকে গোপনে বিয়ে করেন এবং চলচ্চিত্রকে এক রকম বিদায় জানিয়ে সংসার শুরু করেন। যদিও এ খবর বারে বারে অস্বীকার করছেন তিনি।

কিন্তু সর্বশেষ খবর হলো সাহারা-মনিরের দাম্পত্য সম্পর্কে ভাঙ্গন ধরেছে। যে কোনো মুহূর্তে স্বামী-সংসার ছেড়ে আবার রুপালি পর্দায় ফিরতে পারেন এক সময়ের জনপ্রিয় এ নায়িকা।
- See more at:



TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,google,
Armaan KohliIndia, Érica Fontes, Robin Hood Disney, hasil drawing liga champion, Homeland, Érica Fontes, Beyonce,
Sahara,

পরকীয়ায় মজেছেন শুভশ্রী!

Subhashree
পরকীয়ায় মজেছেন টালিউড সুন্দরী শুভশ্রী। অঙ্কুশের সঙ্গে তাঁর বিয়ে হয়ে গেলেও সাইমনকে ভালবাসেন তিনি। অঙ্কুশ যদিও তাঁকে ভালবাসেন মনপ্রাণ দিয়েই। তবে শুধুমাত্র সামাজিক চাপে পড়ে শুভশ্রী বাঁধ্য হন অঙ্কুশকে বিয়ে করতে। তাই কখনওই মন দিতে পারেননি নিজের স্বামীকে। বিয়ের পরও প্রেমিকের জন্য তাঁর সেই মন কেমন থেকেই যায়, অনেকটা রাধার মতো। সাইমনের চেষ্টায় অঙ্কুশের চোখের আড়ালে আবার আগের মতনই প্রেম চালিয়ে যেতে থাকেন শুভশ্রী-সাইমন। যদিও অঙ্কুশ তা ক’দিনের মধ্যেই টের পেয়ে যান।

আর তার পর? শুভশ্রীর স্বামী অঙ্কুশ মেনে নিতে পারবেন তো বিষয়টা? শুভশ্রীই বা কীভাবে সামলাবেন স্বামী, প্রেমিক দু’জনকেই? প্রেমিকের হাত ধরে স্বামীর ঘর ছেড়ে কি বেরিয়ে পড়বেন তিনি? নাকি থেকে যাবেন অঙ্কুশের সঙ্গেই?

পরিচালক অশোক পাতির আগামী ছবি ‘আমি শুধু চেয়েছি তোমাকে’-তে উঠে আসে এমনই সব প্রশ্ন। তা ছবির গল্পের সঙ্গে অনেকটা সঞ্জয় লীলা বনশালীর ‘হাম দিল দে চুকে সনম’-এর মিল পাচ্ছেন কি? একথা যদিও মানতে একেবারেই নারাজ পরিচালক অশোক পাতি। তাঁর মতে ‘ছবিটা দেখলে তবেই বুঝবেন যে এটি বনশালীর ছবির চেয়ে একেবারেই আলাদা’। এখানে থাকবে অনেকগুলো অপ্রত্যাশিত ঘটনা।

জানা গেছে, ছবির শ্যুটিং শুরু হবে ডিসেম্বরের ২১ তারিখ থেকে। প্রথম পনেরো দিন দার্জিলিং-এ হলেও বাকি শ্যুটিংটা হবে বাংলাদেশে। সুতরাং শুধু এদেশের নয় বাংলাদেশের অনেক অভিনেতা অভিনেত্রীরাও নাকি থাকছেন ছবিতে। সব দিক ঠিক থাকলে আগামী বছর এপ্রিলের মধ্যেই দেখতে পারবেন শুভশ্রী-অঙ্কুশ জুটির প্রথম ছবি ‘আমি শুধু চেয়েছি তোমাকে’। এর আগেও অশোক পাতির উড়িয়া ছবি ‘মোতে তা লাভ হেলারে’-তে অভিনয় করতে দেখা গেছিল শুভশ্রীকে। আর ‘আমি শুধু চেয়েছি তোমাকে’-তে আরও একবার ত্রিকোণ প্রেমের বেড়াজালে আটকা পড়তে চলেছেন নায়িকা।

শোনা যাচ্ছে, ছবির গান গাওয়ার প্রস্তাব নাকি গেছে ‘আশিকি-২’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘বোঝে না সে বোঝে না’ খ্যাত গায়ক অরিজিৎ সিং-এর কাছে। আর সেটাও নিঃসন্দেহে একটা বড় পাওনা।
- See more at: 

Shubhashree Dev




TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,google,
Armaan KohliIndia, Érica Fontes, Robin Hood Disney, hasil drawing liga champion, Homeland, Érica Fontes, Beyonce,
actress subhashree hot, Subhashree hot, Suvashree, actrees, Heroine,

আন্তর্জাতিক চোরাচালানিতে জড়ালেন শাকিব

Sakib khan
আন্তর্জাতিক চোরাচালানিতে জড়ালেন ঢালিউডের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান। আর এ কথা অকোপটে স্বীকারও করলেন তিনি।

শাকিব খান জানান, আমি আন্তর্জাতিক চোরাচালানির সঙ্গে জড়িয়ে গেছি। আসলে এ ছাড়া আর কোন পথও ছিলনা। ছবির গল্পটাই এমন।

শাকিব আরো জানালেন, তার প্রযোজিত প্রথম ছবি ‘রাজা হ্যান্ডসাম’ এমন রুপেই দেখা যাবে তাকে। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। বদিউল আলম পরিচালিত ও শাকিব খান প্রযোজিত এ ছবিটির বেশ কিছু অংশের শুটিং হবে যুক্তরাজ্যের বিভিন্ন লোকেশনে।

বর্তমানে টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়িতে ‘রেড’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন শাকিব। সব কিছু ঠিকঠাক থাকলে ঢাকায় ফিরেই ‘রাজা হ্যান্ডসাম’ রূপ দেখাবেন তিনি।
- See more at:



TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,google,
Armaan KohliIndia, Érica Fontes, Robin Hood Disney, hasil drawing liga champion, Homeland, Érica Fontes, Beyonce,
Sakib khan, smuggler sakib khan,

সালমানের সঙ্গে সম্পর্ক ধরে রাখতে চান ক্যাটরিনা


Salman Khan Katrina Kaif
সঙ্গীতার মতো ক্যাটরিনা কাইফও সালমানের সঙ্গে সারা জীবন সম্পর্ক ধরে রাখতে চান। গত কয়েকবছর জুড়ে বলিউডের সেরা প্রেমিক যুগল হিসেবে পরিচিত ছিলেন সালমান-ক্যাটরিনা। তবে এখন আর সেই সম্পর্ক নেই। বর্তমানে সালমান একা থাকলেও, রনবীরের সঙ্গে প্রেম করছেন ক্যাটরিনা। তবে জনসম্মুখে এ সম্পর্কের কথা স্বীকার করতে মহাআপত্তি তাদের দুজনেরই। রনবীরের সঙ্গে সম্পর্ক যাই হোক, সালমানকেও পুরোপুরি হারাতে চান না ক্যাটরিনা।

বহু নারীর সঙ্গে সম্পর্ক বজায় রাখলেও এখন পর্যন্ত হাতে গোনা কয়েকজনের সঙ্গেই যোগাযোগ বজায় রেখেছেন সালমান খান। সেই কয়েকজনের মধ্যে একজন সাবেক মিস ইন্ডিয়া সঙ্গীতা বিজলানি। সঙ্গীতাকে বলা হয় সালমানের প্রথম প্রেমিকা।

সম্প্রতি দেয়া এক সাক্ষাতকারে ক্যাটরিনা বলেন, “সঙ্গীতা বিজলানির মতো আমিও সালমানের সঙ্গে সম্পর্ক ধরে রাখতে আগ্রহী। সালমানই আমার পথপ্রদর্শক এবং তার পরিবারের সব সদস্য আমাকে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।”

ক্যাটরিনার সাফল্যের পেছনে তার নিজস্ব পরিশ্রম ও মেধাকে অস্বীকার কোনো উপায় নেই। তারপরেও ‘বুম’ ছবির সেই অখ্যাত ক্যাটরিনাকে আজকের ক্যাটরিনাতে প্রতিষ্ঠা পাইয়ে দেয়ার অন্যতম কারণ সালমান। তাই সেই গুরুর প্রতি ক্যাটরিনাতো কৃতজ্ঞ থাকবেনই।

বর্তমানে প্রেম-বিয়ের চেয়ে নিজের পেশাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ক্যাটরিনা। সম্প্রতি বলেছেন ১০-২০ বছরেও বিয়ের পরিকল্পনা নেই তার। অভিনয়ের ওপরেই গুরুত্ব দিতে চান তিনি। বলিউডে এ বছর একদশক পূর্ণ করেছেন ক্যাটরিনা। ক্যাটরিনার পথচলাটাকে আরো দীর্ঘ করতে এখন সবচেয়ে বেশি প্রয়োজন সালমানের সাহায্য। কারণ সালমানের সঙ্গে টক্কর দিয়ে বলিউডে ব্যর্থ হয়েছেন এমন সংখ্যাও যে নেহায়েত কম নয়! এজন্যই সালমানের সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক ধরে রাখা এত বেশি প্রয়োজন।
- See more at: 

Katrina kaif Salman Khan




TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,google,
Armaan KohliIndia, Érica Fontes, Robin Hood Disney, hasil drawing liga champion, Homeland, Érica Fontes, Beyonce,
Salman Khan, Katrina Kaif, Katrina Kaif bikini, katrina kaif, bikini, katrina kaif hot, sexy katriana kaif, Bollywood, Idnia, culture, entertainment, Movie,

এবার শান্তর সঙ্গে প্রভার অশ্লীল ভিডিও

Model Prova

এবার প্রকাশ পেয়েছে স্বামী শান্তর সঙ্গে প্রভার একটি অশ্লীল ভিডিও। গত কয়েকদিন ধরেই ফেসবুকসহ নানা সামাজিক মাধ্যমে এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ঐ মাধ্যমগুলো থেকে দাবি করা হয়েছে, এবারও সচেতন ভাবেই এ ভিডিও ধারণ করেছেন প্রভা।

ফেসবুকে প্রচার হচ্ছে এ ভিডিও’র লিঙ্ক। এরই মধ্যে ভিডিও পাওয়া যাচ্ছে ইউটিউবেও। যদিও সেখানে পুরো ভিডিও না দিয়ে তার জন্য অন্য আরেকটি লিঙ্ক দেওয়া হয়েছে। তবে শেষপর্যন্ত পুরো ভিডিওটি পাওয়া যাচ্ছে না কোথাও।

এ ঘটনায় প্রভার এ ভিডিওর বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। কেউ কেউ দাবি করেছেন, এ ঘটনা সত্য নয়। প্রভার নতুন কোন ভিডিও প্রকাশ হয়নি। কোন মহল উদ্দেশ্যে এ অপপ্রচার চালাচ্ছে। তবে এ ব্যাপারে প্রভার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।



- See more at: 



TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,google,
Armaan KohliIndia, Érica Fontes, Robin Hood Disney, hasil drawing liga champion, Homeland, Érica Fontes, Beyonce,
prova scandal, prova sex, prova adults, prova nude, model hot prova,