পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু’দিন আগে দেখা করতে গিয়েছিলেন মহানায়িকার সঙ্গে। কিন্তু সুচিত্রা সেনের অনুমতি না পাওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ব্যর্থ-মনরথে ফিরতে হয়েছিল।
সুচিত্রা সেনের শারীরিক অবস্থার খারাপ হওয়ায় চিকিৎসকরাই মমতা ব্যানার্জিকে অনুরোধ করেছিলেন দেখা না করার জন্য। দু’দিনে সুচিত্রা সেনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। রোববার সন্ধ্যায় মমতার হাসাতালে আসার কথা শুনে সুচিত্রা সেন নিজেই মমতা ব্যানার্জিকে দেখা করার অনুরোধ জানান। ওই খবর পেয়ে রাতেই কালীঘাটের নিজের বাড়ি থেকে ছুটে গিয়েছিলেন মধ্যকলকাতার বেসরকারি হাসপাতালে, একনজরে সাড়ে তিন দশকের অন্তরালে থাকা উত্তম-নায়িকার সঙ্গে দেখা করবেন বলে। প্রায় ২৫ মিনিট কথা বলেন। সুচিত্রা সেনকে দেখে মুগ্ধ অভিভূত মমতা রাতেই তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, সুচিত্রা সেনকে দেখে তিনি মুগ্ধ, ভাগ্যবাবিত মনে করছেন। মমতা জানান, ব্যান্ডেজ বাঁধা হাত বালিশের নিচে রেখে দিতে বলেছেন। এরপরই সুচিত্রা সেনও রুমের ফ্যানটা একটু কমিয়ে দেওয়ার অনুরোধ করেন পাশে দাঁড়িয়ে থাকা সিস্টারকে।
টেলিভিশনে, খবরের কাগজে মমতাকে দেখেছেন। তার কথা জেনেছেন। তাই তাকে দেখে সুচিত্রা সেনেরও ভাল লেগেছে বলে জানান মমতা নিজেই।
মমতা মহানায়িকাকে বলেন, রাজ্য সরকার আপনার পাশে আছে। আমরা আপনাকে সম্মানিত করতে চাই। কিভাবে করবো এবং কখন করা যাবে ওটা বলছেন। আপনার কোনও নির্দেশনা থাকলেও জানাবেন। আমরা চেষ্টা করবো সেটি পালন করার।
মমতা বলেন, আমি সত্যিই ভাগ্যবতী। এই মহানায়িকার কত ছবিও না দেখেছি আমরা। সেই নায়িকাকে আজ চোখের সামনে দেখতে পাওয়ার সুযোগ এসেছে। এর জন্য সুচিত্রা সেনের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
১৯৭৮ সালে ‘প্রণয়পাশা’ ছবি মুক্তির পরই আড়ালে চলে যান মহানায়িকা সুচিত্রা সেন। এরপরই ১৯৮০-তে কোনও এক নির্বাচনের ভোটাধিকার প্রয়োগ করতে এসে কলকাতার এক চিত্র-সাংবাদিকদের ক্যামেরা বন্দি হয়ে যান। ওই শেষ। এরপরই আর কোন ক্যামরার লেন্স মহানায়িকার ছায়া পর্যন্ত স্পর্শ করতে পারেনি। এখনও নজর এড়িয়েই চিকিৎসা নিচ্ছেন সুচিত্রা সেন।
২৩ ডিসেম্বর আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি হন রমা সেন ওরফে সুচিত্রা। প্রায় দুই সপ্তাহ হয়ে গিয়েছে। কখনো ভাল আবার কখনো খারাপ। এরই মধ্যে চোখেও ছানি পড়েছে ওই নায়িকার।
Tag: Suchitra Sen, Indian Actress, Kalkata, kokata,
First published: fairnews24.com
সুচিত্রা সেনের শারীরিক অবস্থার খারাপ হওয়ায় চিকিৎসকরাই মমতা ব্যানার্জিকে অনুরোধ করেছিলেন দেখা না করার জন্য। দু’দিনে সুচিত্রা সেনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। রোববার সন্ধ্যায় মমতার হাসাতালে আসার কথা শুনে সুচিত্রা সেন নিজেই মমতা ব্যানার্জিকে দেখা করার অনুরোধ জানান। ওই খবর পেয়ে রাতেই কালীঘাটের নিজের বাড়ি থেকে ছুটে গিয়েছিলেন মধ্যকলকাতার বেসরকারি হাসপাতালে, একনজরে সাড়ে তিন দশকের অন্তরালে থাকা উত্তম-নায়িকার সঙ্গে দেখা করবেন বলে। প্রায় ২৫ মিনিট কথা বলেন। সুচিত্রা সেনকে দেখে মুগ্ধ অভিভূত মমতা রাতেই তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, সুচিত্রা সেনকে দেখে তিনি মুগ্ধ, ভাগ্যবাবিত মনে করছেন। মমতা জানান, ব্যান্ডেজ বাঁধা হাত বালিশের নিচে রেখে দিতে বলেছেন। এরপরই সুচিত্রা সেনও রুমের ফ্যানটা একটু কমিয়ে দেওয়ার অনুরোধ করেন পাশে দাঁড়িয়ে থাকা সিস্টারকে।
টেলিভিশনে, খবরের কাগজে মমতাকে দেখেছেন। তার কথা জেনেছেন। তাই তাকে দেখে সুচিত্রা সেনেরও ভাল লেগেছে বলে জানান মমতা নিজেই।
মমতা মহানায়িকাকে বলেন, রাজ্য সরকার আপনার পাশে আছে। আমরা আপনাকে সম্মানিত করতে চাই। কিভাবে করবো এবং কখন করা যাবে ওটা বলছেন। আপনার কোনও নির্দেশনা থাকলেও জানাবেন। আমরা চেষ্টা করবো সেটি পালন করার।
মমতা বলেন, আমি সত্যিই ভাগ্যবতী। এই মহানায়িকার কত ছবিও না দেখেছি আমরা। সেই নায়িকাকে আজ চোখের সামনে দেখতে পাওয়ার সুযোগ এসেছে। এর জন্য সুচিত্রা সেনের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
১৯৭৮ সালে ‘প্রণয়পাশা’ ছবি মুক্তির পরই আড়ালে চলে যান মহানায়িকা সুচিত্রা সেন। এরপরই ১৯৮০-তে কোনও এক নির্বাচনের ভোটাধিকার প্রয়োগ করতে এসে কলকাতার এক চিত্র-সাংবাদিকদের ক্যামেরা বন্দি হয়ে যান। ওই শেষ। এরপরই আর কোন ক্যামরার লেন্স মহানায়িকার ছায়া পর্যন্ত স্পর্শ করতে পারেনি। এখনও নজর এড়িয়েই চিকিৎসা নিচ্ছেন সুচিত্রা সেন।
২৩ ডিসেম্বর আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি হন রমা সেন ওরফে সুচিত্রা। প্রায় দুই সপ্তাহ হয়ে গিয়েছে। কখনো ভাল আবার কখনো খারাপ। এরই মধ্যে চোখেও ছানি পড়েছে ওই নায়িকার।
Tag: Suchitra Sen, Indian Actress, Kalkata, kokata,
First published: fairnews24.com