Huma Qureshi |
অনুরাগ কাশ্বপের সাথে হুমার অন্তরঙ্গ সম্পর্কই কোচলিনের সাথে অনুরাগের বিচ্ছেদের কারণ বলে গুঞ্জন বলিউডে। তবে এই অভিযোগকে কোনোভাবেই স্বীকার করছেন না হুমা। আর এই সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতেও অস্বীকৃতী জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে জানতে চাইলে তার সাফ কথা, "আমার যা বলার তা আগেই সবাইকে জানিয়েছি। এ নিয়ে আর নতুন করে বলার কিছু নেই।" বাড়তি হিসেবে তিনি যোগ করেন, "অন্যরা কী করবে, তার দায় তো আর আমার নয়। আমার পরিষ্কার অবস্থানের কথা আগেও জানিয়েছি; তার সাথে নতুন কিছু যোগ করার নেই।"
প্রসঙ্গত, ২০০৯ সালের আলোচিত চলচ্চিত্র ‘দেব ডি’র সূত্রেই প্রেমের সূচনা অনুরাগ কাশ্বপ এবং কালকি কোচলিনের।
অন্যদিকে ২০১২ সালে অনুরাগ পরিচালিত ‘গ্যাংস অব ওয়াসিপুর’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক হুমা কুরেশির। তখন থেকেই অনুরাগ কাশ্বপের সাথে হুমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। সমালোচকরা অবশ্য একে ‘নিবিড় প্রেমের’ সম্পর্ক হিসেবেই অভিহিত করে আসছে।
Tag: Huma Qureshi
No comments:
Post a Comment