Ranveer Singh Deepika Padukone |
না জন্মদিন কাটাতে এ দেশেই নেই তিনি। বয়ফ্রেন্ড রনবীর সিং-এর সঙ্গে পাড়ি দিয়েছেন নিউ ইয়র্ক। সেই একটি রেস্তোঁরায় রণবীরের সঙ্গে দেখা গেল দীপিকাকে। ভারতে তার অগুনতি ফ্যানের থেকে পালিয়ে যতই ভিনদেশে পাড়ি জমান না কেন, ভক্তের হাত থেকে রেহাই নেই সেখানেও। ট্রেসি লিম্বু নামে এক নিউ ইয়র্কবাসী চিনে ফেলেন তাদের। তারপরই ছবি তোলার আব্দার। ছবি তোলার অনুরোধ দীপিকা এড়িয়ে গেলেও স্বভাবগত ভাবেই হাসিমুখে পোজ দিলেন রণবীর।
এই সময়ের পাঠকদের জন্য মোবাইলে তোলা সেই ছবি দেয়া হলো। সেই সময় রেস্তোঁরায় উপস্থিত যারা ছিলেন, তারা জানিয়েছেন কফি শেষ করে একসঙ্গেই হোটেলে ফেরেন দীপিকা ও রনবীর।
Ranveer Singh, Deepika Padukone, Hot kiss, Ramleela, Ramlila, Ram leela, Bollywood,
No comments:
Post a Comment