Thursday, December 12, 2013

৪টি যন্ত্রণাদায়ক রোগের সহজ ঘরোয়া চিকিৎসা

খাদ্য একটি শক্তিশালী উপাদান। খাদ্যের জন্য আমাদের দেহ বেড়ে উঠে। খাদ্য থেকে আমরা কাজ করার শক্তি পাই। খাদ্য খেয়ে আমরা বেঁচে থাকি। প্রত্যেকেরই খাদ্যের প্রয়োজন আছে। খাদ্য আমাদের দেহকে নীরোগ রাখতেও সাহায্য করে।

অসুখ-বিসুখ হলে আমরা সবার প্রথমে ঔষধ খুঁজি। কিন্তু আমরা জানি না খাদ্য আমাদের দেহকে সুস্থ রাখতে কতোটা সাহায্য করে অসুস্থতার মাঝেও। অনেকেই বলতে পারেন খাদ্য ওষুধের মত, কিন্তু ওষুধ নয়। কিন্তু ডাক্তার ও গবেষকদের মতে খাদ্য ওষুধের মত নয়, বরং খাদ্যই ওষুধ। অনেক খাদ্যই আছে যেগুলো ওষুধের মত কাজ করে, কিন্তু আমরা না জেনে আগে ওষুধের পেছনে ছুটি। কিন্তু প্রাকৃতিক ভাবে যে খাদ্য যে ভাবে ওষুধের কাজ করে তার তুলনা নেই। আসুন জেনে নেই কিছু কিছু রোগের ঘরোয়া চিকিৎসা ও কিছু খাবারের মধ্যের লুকায়িত ঔষধি গুনাগুন।

মাংসপেশির ব্যথা দূর করতে আদার ব্যবহার
ড্যানিশ গবেষকদের মতে আদা মাংসপেশির আড়ষ্টতা দূর করতে সাহায্য করে। বিশেষজ্ঞরা দেখতে পান আদার মধ্যে রয়েছে ব্যথানাশক একটি উপাদান যা ‘জিঞ্জারলস’ নামে পরিচিত। আদা খেলে এই উপাদানটি শরীরে পৌঁছে ব্যথানাশক হিসেবে কাজ করে ও মাংসপেশি সহজ হতে সাহায্য করে।


যাদের মাংসপেশির ব্যথার জন্য ব্যথানাশক ঔষধ সেবনের অভ্যাস আছে, তারা দৈনিক খাবার তালিকায় শুকনো আদা ১ চা চামচ অথবা আদা কুচি ২ চা চামচ রাখতে পারেন। তৈরি করে খেতে পারেন আদা চা, কিংবা কাঁচা চিবিয়েও খেতে পারেন মধু সহকারে। এতে করে মাংসপেশির ব্যথার সমস্যা দূর হবে কোন ব্যথানাশক ঔষধ ছাড়া।

দাঁত ব্যাথা উপশমে লবঙ্গ
দাঁতে ব্যাথা হচ্ছে? ডাক্তারের কাছে যেতে পারছেন না? কোন সমস্যাই নয়। একটি লবঙ্গ নিয়ে খানিকক্ষণ চিবিয়ে নিন। দাঁত ব্যথা কমে তো যাবেই, সাথে দুই ঘণ্টার মত মাড়ির প্রদাহ কম থাকবে। ইউসিএলএ এর গবেষকরা বলেন, লবঙ্গে প্রাকৃতিক ভাবে অনেক শক্তিশালী একটি অ্যানেস্থেটিক উপাদান আছে যা ব্যাথা দূর করে। এই উপাদানটির নাম ‘ইউজেনল’।
প্রতিদিন নিয়মিত ১/৪ চা চামচ লবঙ্গ গুঁড়ো খেলে মাড়ি প্রদাহজনিত সমস্যার সমাধান হয়। এছাড়া ১/৪ চা চামচ লবঙ্গ গুঁড়ো ৩ সপ্তাহের মধ্যে ধমনীর রক্ত চলাচলে বাঁধা প্রদান করে, যা কোলেস্টরল তা কমাতেও সাহায্য করে।

পায়ের নখের সমস্যা সমাধানে লবন
বর্তমানে পায়ের নখে ছত্রাকের আক্রমণ খুবই সাধারন ঘটনা। নখের সুস্থতা ফিরিয়ে আনতে দরকার ধৈর্য। কারন যে কোন ডাক্তারের প্রেসক্রিপশনই অনেক সময়ব্যাপী পালন করলে এই ছত্রাকের হাত থেকে নিরাময় সম্ভব। কিন্তু বিশেষজ্ঞরা বলেন ডাক্তারের ওষুধের কাজের চেয়ে প্রাকৃতিক পদ্ধতি বেশ কার্যকরী। সামান্য লবনের সঠিক ব্যবহার এর থেকে মুক্তি দিতে পারে। আপনাকে শুধুমাত্র ধৈর্যশীল হতে হবে।

একটি পাত্রে প্রতিকাপ পানির জন্য ১ চা চামচ লবন যোগ করে পানি গরম করুন। পানি ঠিক ততোটাই গরম করবেন যতটা আপনার পা সহ্য করতে পারে। তারপর এই পানিতে পা ভিজিয়ে রাখুন ২০ মিনিট। এভাবে নিয়মিত করুন যতদিন না ছত্রাক নির্মূল হচ্ছে।

ক্যালিফোর্নিয়া 'র স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের মতে এই প্রাকৃতিক পদ্ধতিটি শুধুমাত্র নখের ছত্রাকই নয়, পায়ে যে কোন ধরনের প্রদাহ ও পা ফোলা দূর করতে অত্যন্ত কার্যকর। এর কারন হিসেবে তারা বলেন লবনের ‘নেক্সাস’ নামক উপাদানটি পায়ের প্রদাহ জনিত ব্যাকটেরিয়া ও জীবাণু ধ্বংস করতে সক্ষম।


কানের ইনফেকশন দূর করতে রসুন
প্রতি বছর কানের ইনফেকশনের জন্য অনেক মানুষ ডাক্তারের কাছে ছোটেন। কিন্তু ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকো স্কুল অফ মেডিসিনের এক্সপার্টরা বলেন, ঘরোয়া চিকিৎসায় অতি দ্রুত এই ধরনের কানের ইনফেকশন দূর করা সম্ভব যা যে কোন প্রেসক্রিপশনের থেকেও দ্রুত কাজে দেবে। এর জন্য দরকার রসুনের তেল। দিনে ২ বার ২ ফোঁটা রসুনের তেল কানের ইনফেকশন দূর করে ৫ দিনের মধ্যে। বিশেষজ্ঞরা বলেন রসুনের সক্রিয় উপাদানগুলো যেমন জার্মেনিয়াম, সেলেনিয়াম, এবং সালফার যৌগ ইনফেকশনের জন্য দায়ী ব্যাকটেরিয়া মেরে ফেলতে সক্ষম।

বাসায় সহজেই রসুনের তেল তৈরি করে নিতে পারেন। এর জন্য আপনার লাগবে একটু বড় আকৃতির ৩ টি রসুনের কোয়া ও অলিভ অয়েল। প্রথমে রসুনের কোয়া পিষে নিন ও এটি ২ মিনিট এক কাপ অলিভ অয়েলে রাখুন। তারপর তেলটুকু ছেঁকে নিন। এই রসুনের তেল আপনি ফ্রিজে ২ সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারেন।
- See more at: http://www.fairnews24.com/details.php?id=14351#sthash.ljPUCz1e.dpuf

<br> fns, Dhaka, Bangladesh, sex, hot, heath, fairnews24.com,banglanews, banglakhabor, bangla, bdnews,<br/>

ভালোবাসা আসলে কি? শারীরিক না মানসিক?

এফএনএস :  ভালোবাসা আসলে সমস্ত শুভ ও সৃষ্টির শক্তি। এটা শুধুমাত্র জৈবিক বা শারীরিক ব্যাপার নয়। আবার শুধুমাত্র মানসিক বিষয়ও নয়। এটা একধরনের জৈব-মানসিক (psycho-somatic) প্রক্রিয়া। যদিও বিজ্ঞানীরা গবেষণায় প্রাণ-রসায়নের নানা বিক্রিয়াকেই ভালোবাসা হিসেবে প্রমাণ করেছেন, তবু ভালোবাসার স্থান মানুষের জৈবিক স্তরের উপরে। কোন কামনা ছাড়া নিখাদ প্ল্যাটোনিক ভালোবাসা অতি বিরল ও টেকসই নয়। মানুষের জীবনের প্রয়োজনেই কামনা-বাসনা, চাওয়া-পাওয়া ভালোবাসার প্রয়োজনীয় জৈবিক উপাদান। ভালোবাসা সুন্দর জীবনের কারণেই খুব প্রয়োজন। অমর ইংরেজ কবি কীটস বলে গেছেন, ‘ভালোবাসা যে পেল না, আর ভালোবাসা যে কাউকে দিতে পারল না, সংসারে তার মতো দুর্ভাগা নেই’, অজানা আরেক কবির কবিতা: কেউ বলে প্রেম আত্মিক আমি বলি - ধিক তাকে, ধিক! কেউ বলে - প্রেম দেহজ আমি বলি - এতোই সহজ? এক বাঁচাল ছোকড়া ফস করে বলে বসে- প্রেম মানে "জোড়া দেহ জোড়া মন" আমি বলি
- See more at: http://www.fairnews24.com/details.php?id=14374#sthash.HMmfiGQZ.dpuf

<br>Tag: love, teenage, kiss, sexual relation, FNS, Dhaka, Bangladesh, Fairnews24<<br/>>

’জ্যাকপট’ থেকে বাতিল অন্তরঙ্গ দৃশ্য

এফএনএস বিনোদন : একজন অভিনেতা হিসেবে চলচ্চিত্রকে তার সর্বোচ্চ শ্রমটুকুই দিচ্ছেন সানি লিওন। তবে সেন্সর বোর্ডের মতে, তিনি একটু বেশিই দিয়ে ফেলেছেন কাইজাদ গুস্তাদের ‘জ্যাকপট’ ছবিতে।

সম্প্রতি সানি লিওন এবং তার সহ-অভিনেতা সচিন যোশীর একটি অন্তরঙ্গ দৃশ্য খুবই স্পর্শকাতর মনে হয়েছে সেন্সর বোর্ডের কাছে। ফলে সেন্সর বোর্ডের কথামত দৃশ্যটি কেটে ফেলা হয়েছে ছবি থেকে।

এসব দৃশ্যের সাথে সুপরিচিত সানি লিওন দাবি করেছেন, ছবিটিতে সেন্সরশিপের কোন প্রয়োজন ছিলনা। তার আগের ‘জিসাম টু’ ছবিও একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছে। কিন্তু পরবর্তীতে প্রকাশিত ডিভিডিতে সবগুলো দৃশ্যই রাখা হয়েছে। এই ছবির ক্ষেত্রেও একই কাজ করা যেতে পারে।

এ বিষয়ে সচিন যোশী আশা প্রকাশ করছেন যে, সেন্সর বোর্ড বিষয়টি পুনরায় বিবেচনা করবে। সূত্র :ইন্টারনেট।
- See more at: http://www.fairnews24.com/details.php?id=14783#sthash.yBsDIbvz.dpuf

tag: sany leon, Suny leon, hot actress, porn star, FNS, Fairnews24, Dhaka, Bangladesh,

অর্ধ নগ্ন মিউজিক ভিডিও নিয়ে শারলিন


এফএনএস বিনোদন : নগ্ন এবং অর্ধ নগ্ন ছবি দিয়ে সবার নজরে পড়া ভারতীয় মডেল ও অভিনেত্রী শারলিন চোপড়া কামসূত্র থ্রিডি’র পর এবার হাজির হচ্ছেন ‘ব্যাড গার্ল’ শিরোনামের মিউজিক ভিডিও। ধারণা করা হচ্ছে এই মিউজিক ভিডিওটি দর্শকের হৃদয়য়ে আরও একবার ঝড় তুলতে সক্ষম হবে।

এদিকে শারলিন চোপড়া তার এই একক মিউজিক ভিডিও নিয়ে বেশ আশাবাদি। কামসূত্র থ্রিডি খ্যাত শারলিন মনে করেন গানটির কথা এবং সুর তার ব্যক্তিত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। আর গানটিতে শারলিনের আবেদনময়ি উপস্থাপনা এবং কথা সমন্বয় গানটিকে করেছে উত্তেজনাপূর্ণ। এই গানটির চিত্রায়ন মূলত শুরু হয় শারলিন চোপড়া কান উৎসব থেকে আসার পর।

এ প্রসঙ্গে শারলিন চোপড়া বলেন, এই গানটি পুরোপুরি আমার সাথে যায়। এই গানটি কৃত্তিম মায়াজালেরও অনেক উর্ধে, প্রাথমিক পর্যায়ে এটি নিখাদ দুর্বলতাকে ফুটিয়ে তলে।

তিনি আরও বলেন,খারাপই ভালো, খারাপ মেয়ে হতে আমি স্বাচ্ছন্দ্যবোঁধ করি। স্কুলে পড়ার সময়ে আমি যখন চার্চ সঙ্গীতে গলা মেলাতাম তখন আমার মনে হয়নি কখনো আমি ব্যাড গার্লে পরিণত হব। গানটি পুরোপুরি আমাকে প্রতিনিধিত্ব করে।

উল্লেখ্য, ছোটখাটো কিছু বলিউড চলচ্চিত্র যেমন ‘টাইম পাস’, ‘রেড সোয়াস্তিক’ এবং ‘গেম’ দিয়ে শুরু করলেও মূলত পরিচিতি পান ‘বিগ বস’ রিয়েলিটি শো দিয়ে।এরপর একে একে প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নেন এই আবেদনময়ি নায়িকা। পরে শারলিন চোপরাকে ‘এমটিভি স্পি­টসভিলা’র উপস্থাপনা করতে দেখা যায়।

- See more at: http://www.fairnews24.com/details.php?id=14799#sthash.HhGsxtIy.dpuf
Tag: Sharlin chopra, node video, bad gril, music video, FNS, Fairnews24,Dhaka, Bangladesh,

Sunday, December 08, 2013

শুষ্কতা মোকাবেলা

ঋতুভেদে দেখা যায় শারীরিক ছোটখাটো সমস্যা, যেসবের বেশকিছু ঘরোয়া প্রতীকার জানা থাকা ভালো। বাজারের প্রসাধনসামগ্রীর চেয়ে হারবাল পদ্ধতিতে অনেক ক্ষেত্রে ভালো ফল পাওয়া যায়। আমেরিকার অনলাইন সংবাদমাধ্যম হাফিংটন পোস্টের এক লেখায় প্রকাশ করা হয়েছে ঘরে বসে এসবের প্রতীকারের উপায়

খুশকি
যা দরকার: চার টেবিল চামচ আলমন্ড তেল, এক টেবিল চামচ গ্রিক ইয়োগার্ট, দুই টেবিল চামচ কচলানো কলা।

করণীয়: আলমন্ড তেল, গ্রিক ইয়োগার্ট, কচলানো কলা একসঙ্গে ভালো করে মিশিয়ে মাথায় মেখে রাখুন কমপক্ষে ৫ মিনিট। চাইলে ১৫ মিনিট পর্যন্তও রাখা যায়। তারপর ধুয়ে ফেলুন। আলমন্ড তেলে ফ্যাট ও ভিটামিন ‘ই’ থাকে, যা ময়েশ্চারাইজেশন ও হাইদ্রেশনে সাহায্য করে। ইয়োগার্টের ল্যাকটিক এসিড ধুলাময়লা ও মৃত কোষ ধুয়ে ফেলতে সাহায্য করে।


চুলে উজ্জ্বলতাহীনতা
যা দরকার: লেবুর রস, স্বচ্ছ ওয়াইন ভিনেগার, অলিভ অয়েল।
করণীয়: শ্যাম্পু করার পর গরম জলে তিন চা চামচ লেবুর রস ও স্বচ্ছ ওয়াইন ভিনেগার মিশিয়ে চুল ধুয়ে ফেলুন। তারপর চুল পুরোপুরি শুকানোর আগে অল্প করে অলিভ অয়েল হাতের তালুতে নিয়ে চুলে মাখুন। শীতকালে অলিভ অয়েল চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে।

শুষ্ক ত্বক
যা দরকার: আধা কাপ চটকানো কুমড়া, পৌনে এক কাপ ইয়োগার্ট, একটি কলা।

করণীয়: চটকানো কুমড়া, ইয়োগার্ট ও কলাটিকে একসঙ্গে ব্লেন্ড করে বৃত্তাকারে আঙুল ঘুরিয়ে ত্বকে মাখুন। এরপর ২০ মিনিট পার হলে ধুয়ে ফেলতে হবে। কুমড়ায় থাকে ভিটামিন ‘এ’, যা অতিবেগুনি রশ্মির প্রকোপ থেকে ত্বককে সুরক্ষা দিতে পারে। এতে আরো থাকে ভিটামিন ‘সি’, যা কোলাজেন উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করে।

পায়ের আঙুলের ফাঁকে
স্যাঁতসেঁতে ভাব


যা দরকার: বেকিং সোডা, সাদা ওয়াইন ভিনেগার।
করণীয়: বেকিং সোডার দুর্গন্ধ তাড়ানোয় নাম আছে। তাছাড়া এ বস্তু ময়েশ্চার শোষণ করতেও সক্ষম। বেকিং সোডা পায়ের পাতায় আর আঙুলের ফাঁকে লাগালে সেখানকার স্যাঁতসেঁতে ভাব আর দুর্গন্ধ দূর হবে। সপ্তাহে দুই কী তিন বার সাদা ওয়াইন ভিনেগারের সঙ্গে পানি মিশিয়ে তাতে পা ডুবিয়ে রাখলেও ভালো ফল পাওয়া যায়।

ফেটে যাওয়া ঠোঁট
যা দরকার: জোজোবা তেল।
করণীয়: রাতে ঘুমানোর আগে ঠোঁটে জোজোবা তেল মেখে ঘুমালে ফেটে যাওয়া ঠোঁট সুস্থতা ফিরে পাবে। জোজোবা তেলে ভিটামিন ‘ই’ ও জিংক এবং তামা ও আয়োডিনের গুণাগুণ থাকে। শরীরের অন্যান্য স্পর্শকাতর অংশের ত্বক শুষ্কতায় ভুগলেও জোজোবা তেল ব্যবহার করা যেতে পারে।


চোখের নিচে দাগ
যা দরকার: ঠাণ্ডা শসা, জোজোবা তেল।
করণীয়: গোল করে কাটা শসা চোখের নিচের দাগের উপরে দিয়ে রাখুন ১৫ মিনিট। শসার ভিটামিন ‘বি’ পানিও রক্ত চলাচলে সহায়ক হয়। তারপর জোজোবা তেল লাগিয়ে সারা রাত রাখতে হবে। এতে চোখের নিচের জায়গার স্বাভাবিক রূপ ফিরে আসবে। - See more at: http://www.fairnews24.com/details.php?id=14017#sthash.7Wvg60kM.dpuf