Thursday, December 12, 2013

’জ্যাকপট’ থেকে বাতিল অন্তরঙ্গ দৃশ্য

এফএনএস বিনোদন : একজন অভিনেতা হিসেবে চলচ্চিত্রকে তার সর্বোচ্চ শ্রমটুকুই দিচ্ছেন সানি লিওন। তবে সেন্সর বোর্ডের মতে, তিনি একটু বেশিই দিয়ে ফেলেছেন কাইজাদ গুস্তাদের ‘জ্যাকপট’ ছবিতে।

সম্প্রতি সানি লিওন এবং তার সহ-অভিনেতা সচিন যোশীর একটি অন্তরঙ্গ দৃশ্য খুবই স্পর্শকাতর মনে হয়েছে সেন্সর বোর্ডের কাছে। ফলে সেন্সর বোর্ডের কথামত দৃশ্যটি কেটে ফেলা হয়েছে ছবি থেকে।

এসব দৃশ্যের সাথে সুপরিচিত সানি লিওন দাবি করেছেন, ছবিটিতে সেন্সরশিপের কোন প্রয়োজন ছিলনা। তার আগের ‘জিসাম টু’ ছবিও একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছে। কিন্তু পরবর্তীতে প্রকাশিত ডিভিডিতে সবগুলো দৃশ্যই রাখা হয়েছে। এই ছবির ক্ষেত্রেও একই কাজ করা যেতে পারে।

এ বিষয়ে সচিন যোশী আশা প্রকাশ করছেন যে, সেন্সর বোর্ড বিষয়টি পুনরায় বিবেচনা করবে। সূত্র :ইন্টারনেট।
- See more at: http://www.fairnews24.com/details.php?id=14783#sthash.yBsDIbvz.dpuf

tag: sany leon, Suny leon, hot actress, porn star, FNS, Fairnews24, Dhaka, Bangladesh,

No comments:

Post a Comment