Thursday, December 12, 2013

ভালোবাসা আসলে কি? শারীরিক না মানসিক?

এফএনএস :  ভালোবাসা আসলে সমস্ত শুভ ও সৃষ্টির শক্তি। এটা শুধুমাত্র জৈবিক বা শারীরিক ব্যাপার নয়। আবার শুধুমাত্র মানসিক বিষয়ও নয়। এটা একধরনের জৈব-মানসিক (psycho-somatic) প্রক্রিয়া। যদিও বিজ্ঞানীরা গবেষণায় প্রাণ-রসায়নের নানা বিক্রিয়াকেই ভালোবাসা হিসেবে প্রমাণ করেছেন, তবু ভালোবাসার স্থান মানুষের জৈবিক স্তরের উপরে। কোন কামনা ছাড়া নিখাদ প্ল্যাটোনিক ভালোবাসা অতি বিরল ও টেকসই নয়। মানুষের জীবনের প্রয়োজনেই কামনা-বাসনা, চাওয়া-পাওয়া ভালোবাসার প্রয়োজনীয় জৈবিক উপাদান। ভালোবাসা সুন্দর জীবনের কারণেই খুব প্রয়োজন। অমর ইংরেজ কবি কীটস বলে গেছেন, ‘ভালোবাসা যে পেল না, আর ভালোবাসা যে কাউকে দিতে পারল না, সংসারে তার মতো দুর্ভাগা নেই’, অজানা আরেক কবির কবিতা: কেউ বলে প্রেম আত্মিক আমি বলি - ধিক তাকে, ধিক! কেউ বলে - প্রেম দেহজ আমি বলি - এতোই সহজ? এক বাঁচাল ছোকড়া ফস করে বলে বসে- প্রেম মানে "জোড়া দেহ জোড়া মন" আমি বলি
- See more at: http://www.fairnews24.com/details.php?id=14374#sthash.HMmfiGQZ.dpuf

<br>Tag: love, teenage, kiss, sexual relation, FNS, Dhaka, Bangladesh, Fairnews24<<br/>>

No comments:

Post a Comment