Wednesday, December 25, 2013

বড় পর্দায় সাকিবের সাথে তিশা

Sakib khan, Tesha
 সাফিউদ্দিন সাফির পরিচালনায় এবং প্রযোজক ফ্রেন্ডস মুভিজ ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মাণাধীন নতুন ছবি ‘প্রেম করে আমি মরবো’তে অভিনেত্রী তিশাকে শাকিব খানের বিপরীতে দেখা যাবে। নতুন বছরের ফেব্র“য়ারি থেকে ছবিটির শুটিং হবে বলে জানিয়েছেন এ ছবির কাহিনী, চিত্রনাট্যকার রুম্মান রশীদ খান।

তিনি আরো জানান, ২৩ ডিসেম্বর রাতে এ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন শাকিব-তিশা।

শাকিব খান বলেন, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ ছবিটি থেকে বেশ সাড়া পেয়েছি। এরই ধারাবাহিকতায় ‘প্রেম করে আমি মরবো’ ছবিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। এ ছবিতেও সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। দেশ এবং দেশের বাইরে এ ছবির কাজ করা হবে বলে জেনেছি। তাছাড়া পরিচালক সাফির সঙ্গে বরাবরই কাজ করতে আমি স্বাচ্ছন্দ্যবোঁধ করি।

তিশা বলেন, এটি আমার চতুর্থ ছবি। এর আগে মোস্তফা সরয়ার ফারুকীর ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ এবং টেলিভিশন ছবিতে কাজ করেছি। প্রয়াত তারেক মাসুদের রানওয়ে ছবিতেও অতিথি চরিত্রে অভিনয় করেছি। আশা করছি, শাকিবের সাথে আমার এ কাজটি ভালো হবে।
- See more Sakib khan

আমির, সালমান এবং ঋত্বিকের প্রতি আগ্রহী দীপিকা

আমির, সালমান এবং ঋত্বিকের প্রতি আগ্রহী দীপিকা-Deepika Padukone
বলিউডের অতি কাঙ্খিত অভিনেত্রী দীপিকা পাডুকোন নতুন বছরে নতুন অভিজ্ঞতা নিতে চান সালমান খান, আমির খান এবং ঋত্বিকের সাথে কাজ করে। অক্ষয় কুমার, সাইফ আলী খান, রণবীর কাপুর এবং শাহরুখ খানের মতো দাপুটে অভিনেতাদের সাথে কাজ করার পর এখন দীপিকার বিশেষ আগ্রহ সালমান খান, আমির খান ও ঋত্বিক রোশনের উপর।

দীপিকা বলেন, প্রতিবছর আমার কাছে জানতে চাওয়া হয়, আমি কার সাথে কাজ করতে বেশি আগ্রহী। আগামী ২/১ বছর আমি চাই ঋত্বিক, সালমান এবং আমির খানের সাথে কাজ করতে।

এ বছর চারটি হিট ছবিতে কাজ করা অভিনেত্রী দীপিকা তার পার্টিতে সাংবাদিকদের বলেন, আমি এখনো আমির, সালমান এবং ঋত্বিকের সাথে কাজ করিনি।

শোনা গেছে, সুরুজ বারজাতিয়ার পরবর্তী ছবিতে সালমানের সাথে জুটিবদ্ধ হবেন দীপিকা। কিন্তু এ বিষয়ে দীপিকা বলেন, এটা সত্যি নয়। সুরুজ বারজাতিয়ার সাথে আমার আনুষ্ঠানিক কোন আলাপ হয়নি এ বিষয়ে।

তবে শুধু দীপিকাই নন, সালমানও আগ্রহী দীপিকার সাথে কাজ করতে। এ বিষয়ে দীপিকা বলে, আমি খুব আনন্দিত যে, সালমানও আমার সাথে কাজ করতে চান। সূত্র: হিন্দুস্তান টাইমস

deepika padukone hot
Tag: Deepika Padukone, Salman Khan, Amir Khan, Shahrukh Khan, Bollywood actor, actress, Celebrity actress, 

ইহলোকের ওপারে

এই বছরে অনেকেই হারালাম স্বজনকে। কেউ বা হারিয়েছি তরতাজা আপনজনকে। কেউ বা বার্ধক্য জর্জরিত, কষ্টে দিনাতিপাত করা আত্মজনকে। আপন হারানোর ব্যথা সর্বত্রই। বছর শেষে তেরোর প্রান্তে ফিরে দেখি, খুব চেনা মুখের সারিতে নেই তাঁরা। খবরের জগতেও ছবিটা একই। যোগ বিয়োগের জীবন অঙ্কে হিসেব মেলেনি। সংবাদের শিরোনামে, টিভির পর্দায়, কাগজের ছবিতে আর আপন গুণে তাঁরা ছিলেন আমাদেরই চেনা আপনজন। কিন্তু দুর্ভাগ্যবশত দেশে, বিদেশে মৃতের তালিকায় ঠাঁই হল তাঁদেরও। কেউ চলে গেলেন বড় তাড়াতাড়ি বহু কাজ বাকি রেখে। কেউ গেলেন খুব কষ্টে অনেক রোগভোগের পর। এঁদের কেউ বা মোস্ট ওয়ান্টেড বিতর্কিত, কেউ বা সুকৃতী মহাগুণী। তবু মনের মণিকোঠায় জীবন্ত তাঁরা। আমাদের সেই বড় চেনা কাছের মানুষদের আত্মার শান্তি কামনা করি।


Paul Walker
Fast & Furious actor Paul Walker

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ মুভি সিরিজের প্রতিভাবান অভিনেতা পল ওয়াকার। গতির আরেক নাম পল। ৪০ বছরে তীব্র গতিই দাঁড়ি টানল জীবনে।


Margarett Thacher
Margarett Thacher
নারীশক্তির প্রতীক। দুনিয়ার নারী জাতির প্রেরণা। লৌহমানবী মার্গারেট থ্যাচার। ৮ এপ্রিল ৮৭ বছর বয়সে জীবনাবসান।


Rituparno Ghsoh
Rituparno Ghsoh

 চিরকালীন বঙ্গ জীবনের অঙ্গ। নিছক চিত্রপরিচালক নন। বহুমুখী প্রতিভার অধিকারী এক বিরল মানুষ যাঁর মূল্যায়ন করতে ব্যর্থ আধুনিক সমাজ।


Jhia Khan

মানসিক যন্ত্রণা, অত্যাচার, প্রেমের নামে ধর্ষণ আর ব্ল্যাকমেলিং। বলিউডের ঘৃণ্য দিকটা বেআব্রু করে দিয়ে গেলেন বেচারি জিয়া।



কলকাতায় চলন্ত ট্যাক্সিতে কিশোরীকে গণধর্ষণ

India, gang rape
 ভারতের কলকাতায় এক কিশোরী চলন্ত ট্যাক্সিতে গণধর্ষণের শিকার হয়েছে। বড়দিনের কড়া নিরাপত্তার মধ্যেই ওই কিশোরী এ ধর্ষণের শিকার হল।

রোববার রাতে ফুটপাথবাসী ১৩ বছরের ওই কিশোরীকে কলকাতার পার্ক স্ট্রিট থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এরপর ট্যাক্সির চালকসহ তিন ব্যক্তি রাতভর ধর্ষণ করে। এ ঘটনায় পুলিশ মূল অভিয্ক্তুকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার কলকাতার একটি আদালত তাকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

মামলা সূত্রে জানা যায়, একটি বেসরকারি সংস্থার আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে মো. আনোয়ার নামের এক ব্যক্তি তাকে থামিয়ে খাবার দেয় এবং বড়দিনের আরও উপহার দেওয়ার লোভ দেখিয়ে অপেক্ষা করতে বলে।

এরপর আগে থেকে ঠিক করে রাখা গাড়িতে করে কিশোরীটিকে নিয়ে যায়। ট্যাক্সির চালকও তাকে ধর্ষণ করে বলে পুলিশের কাছে অভিযোগ করে কিশোরী।

পার্ক স্ট্রিটের কাছের ফুটপাতে থাকত সেই কিশোরী। শীত থেকে রক্ষা করতে কয়েক দিন আগে মা তাকে বেসরকারি সংস্থা পরিচালিত শিশুদের একটি আশ্রয়কেন্দ্রে পাঠায়। খবর টাইমস অব ইন্ডিয়ার। see more @ click here

TAG: India, Kalkata, Delhi, rape, sexual harassment,  raped, girl raped, gang raped,

Monday, December 23, 2013

পাকিস্তানে ধুম মাচাল ধুম থ্রি

Dhoom:3, Amir khan and katrina kaif
ধুম থ্রি-র ধুম জ্বরে আক্রান্ত পাকিস্তানও। আইনের ফাঁস এড়িয়ে ভারতের সীমান্তপারের শহরেও শুক্রবার মুক্তি পেল বলিউডের বিগ বাজেটের এই ছবি৷ আর প্রথম ক’দিনেই উৎসাহী দর্শকে হাউসফুল লাহোরের মাল্টিপ্লেক্সগুলি।

আমির খানের অভিনয়ের জাদু পাকিস্তান আদৌ দেখতে পাবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল সেখানকার প্রতিদ্বন্দ্বী দুই মিডিয়া গ্র“পের লড়াই৷ ভারতীয় সিনেমার কারণেই মার খাচ্ছে পাকিস্তানি ফিল্ম ইন্ডাস্ট্রি, তাই পাক চলচ্চিত্রকে বাঁচাতে সেখানে ভারতীয় সিনেমার সম্প্রচার বন্ধ করা হোক, এই মর্মে আবেদনপত্র জমা দিয়েছিলেন পাকিস্তানের একটি মিডিয়া গ্র“প। দুই প্রতিদ্বন্দ্বী গ্র“পের সমঝোতায় শেষ পর্যন্ত শুক্রবারই পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘ধুম থ্রি’।

দু’পক্ষের চুক্তিতে স্থির হয়েছে, পাকিস্তানে মুক্তি পাওয়া বলিউডি সিনেমা থেকে যে টাকা উঠবে তার একটা নির্দিষ্ট অংশ খরচ করা হবে পাকিস্তানি সিনেমার উন্নতিতে৷ দু’পক্ষের এই চুক্তিতে স্বস্তির নিশ্বাস ফেলছেন প্রযোজক সারা তারিন৷ তার কথায়, ‘এতে দু’পক্ষেরই জয় হলো৷ শুক্রবার থেকেই শহরের প্রেক্ষাগৃহগুলিতে ধুম থ্রি দেখতে পাবেন এখানকার মানুষ। একই সঙ্গে চুক্তি অনুযায়ী, বলিউডি সিনেমার মাঝের এক একটি শোয়ে দেখানো হবে পাকিস্তানি সিনেমাও।’

লাহোরের এমএম আলম রোডের ‘সুপার সিনেমা’য় ‘ধুম থ্রি’-র প্রিমিয়ারে হাজির ছিলেন তারিন৷ দর্শকদের উৎসাহ ও উচ্ছ্বাস তাকে মুগ্ধ করেছে৷ হাড়হিম করা ঠাণ্ডা ও কুয়াশার মধ্যেই টিকিট কাউন্টারের সামনে উপচে পড়ছে ভিড়। হাইপ্রোফাইল দর্শকের গাড়ির লাইনে সে দিন প্রেক্ষাগৃহের সামনে রীতিমত ট্রাফিক জ্যাম হয়ে যায়।

বেশ কয়েকটি মাল্টিপ্লেক্সের মালিক ও নামজাদা ডিস্ট্রিবিউটর নাদিম মান্ডভিওয়ালের কথায়, ‘প্রথম দিনেই ১.৯০ কোটি রুপির ব্যবসা করেছে ধুম থ্রি। আশা করি লাভের অঙ্ক ১৫ কোটিতে গিয়ে পৌঁছবে। সাম্প্রতিক সময়ের সবচেয়ে জনপ্রিয় পাকিস্তানি সিনেমা ‘ওয়ার’ও প্রথম দিনে ১.১০ কোটি টাকার বেশি ব্যবসা করতে পারেনি৷ লাহোরের মাল্টিপ্লেক্সে ধুম থ্রি-র একটা শোয়ের জন্যই হাজারেরও বেশি টিকিটের অগ্রিম বুকিং হয়েছে। অবস্থা এমন জায়গায় পৌঁছেছে, সোমবার পর্যন্ত মাল্টিপ্লেক্সগুলির সব শোয়ের সব টিকিট বুকড।’

’ধুম থ্রি’-র এই সাফল্য নাদিমের মুখে হাসি ফোটালেও পাকিস্তানে এই সিনেমার মুক্তির ব্যাপারে কম কাঠখড় পোড়াতে হয়নি তাদের৷ তিনি নিজেই জানান, বলিউডি সিনেমাই পাকিস্তানের মাল্টিপ্লেক্স ও থ্রিডি সিনেমা হলগুলিকে বাঁচিয়ে রেখেছে৷ পাক সাংবাদিক উসমান গফুরের বক্তব্য, ‘দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ঘটাতে সরকারি উদ্যোগেই ২০০৭ সাল থেকে পাকিস্তানের প্রেক্ষাগৃহে ভারতীয় সিনেমা দেখানো শুরু হয়৷ আর তার হাত ধরেই মাল্টিপ্লেক্সগুলোর রমরমা৷ শুধু তাই নয়, ভারতীয় সিনেমাই পাক দর্শকের মধ্যে চলচ্চিত্র সংস্কৃতির জন্ম দিয়েছে।’

বলিউডি সিনেমা এখন জড়িয়ে গিয়েছে পাকিস্তানি অর্থনীতির সঙ্গে৷ বলিউডি সুপারহিটের হাত ধরেই মোটা অঙ্কের টাকা আসে পাক সরকারের ঘরে। তাই এত সহজে যে কাঁটাতারের বেড়া বলিউডি সিনেমাকে আটকাতে পারবে না, তা স্পষ্ট ভাষাতেই জানালেন উসমান।
first published @ fairnews24.com