India, gang rape |
রোববার রাতে ফুটপাথবাসী ১৩ বছরের ওই কিশোরীকে কলকাতার পার্ক স্ট্রিট থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এরপর ট্যাক্সির চালকসহ তিন ব্যক্তি রাতভর ধর্ষণ করে। এ ঘটনায় পুলিশ মূল অভিয্ক্তুকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার কলকাতার একটি আদালত তাকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
মামলা সূত্রে জানা যায়, একটি বেসরকারি সংস্থার আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে মো. আনোয়ার নামের এক ব্যক্তি তাকে থামিয়ে খাবার দেয় এবং বড়দিনের আরও উপহার দেওয়ার লোভ দেখিয়ে অপেক্ষা করতে বলে।
এরপর আগে থেকে ঠিক করে রাখা গাড়িতে করে কিশোরীটিকে নিয়ে যায়। ট্যাক্সির চালকও তাকে ধর্ষণ করে বলে পুলিশের কাছে অভিযোগ করে কিশোরী।
পার্ক স্ট্রিটের কাছের ফুটপাতে থাকত সেই কিশোরী। শীত থেকে রক্ষা করতে কয়েক দিন আগে মা তাকে বেসরকারি সংস্থা পরিচালিত শিশুদের একটি আশ্রয়কেন্দ্রে পাঠায়। খবর টাইমস অব ইন্ডিয়ার। see more @ click here
TAG: India, Kalkata, Delhi, rape, sexual harassment, raped, girl raped, gang raped,
No comments:
Post a Comment