Wednesday, December 25, 2013

ইহলোকের ওপারে

এই বছরে অনেকেই হারালাম স্বজনকে। কেউ বা হারিয়েছি তরতাজা আপনজনকে। কেউ বা বার্ধক্য জর্জরিত, কষ্টে দিনাতিপাত করা আত্মজনকে। আপন হারানোর ব্যথা সর্বত্রই। বছর শেষে তেরোর প্রান্তে ফিরে দেখি, খুব চেনা মুখের সারিতে নেই তাঁরা। খবরের জগতেও ছবিটা একই। যোগ বিয়োগের জীবন অঙ্কে হিসেব মেলেনি। সংবাদের শিরোনামে, টিভির পর্দায়, কাগজের ছবিতে আর আপন গুণে তাঁরা ছিলেন আমাদেরই চেনা আপনজন। কিন্তু দুর্ভাগ্যবশত দেশে, বিদেশে মৃতের তালিকায় ঠাঁই হল তাঁদেরও। কেউ চলে গেলেন বড় তাড়াতাড়ি বহু কাজ বাকি রেখে। কেউ গেলেন খুব কষ্টে অনেক রোগভোগের পর। এঁদের কেউ বা মোস্ট ওয়ান্টেড বিতর্কিত, কেউ বা সুকৃতী মহাগুণী। তবু মনের মণিকোঠায় জীবন্ত তাঁরা। আমাদের সেই বড় চেনা কাছের মানুষদের আত্মার শান্তি কামনা করি।


Paul Walker
Fast & Furious actor Paul Walker

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ মুভি সিরিজের প্রতিভাবান অভিনেতা পল ওয়াকার। গতির আরেক নাম পল। ৪০ বছরে তীব্র গতিই দাঁড়ি টানল জীবনে।


Margarett Thacher
Margarett Thacher
নারীশক্তির প্রতীক। দুনিয়ার নারী জাতির প্রেরণা। লৌহমানবী মার্গারেট থ্যাচার। ৮ এপ্রিল ৮৭ বছর বয়সে জীবনাবসান।


Rituparno Ghsoh
Rituparno Ghsoh

 চিরকালীন বঙ্গ জীবনের অঙ্গ। নিছক চিত্রপরিচালক নন। বহুমুখী প্রতিভার অধিকারী এক বিরল মানুষ যাঁর মূল্যায়ন করতে ব্যর্থ আধুনিক সমাজ।


Jhia Khan

মানসিক যন্ত্রণা, অত্যাচার, প্রেমের নামে ধর্ষণ আর ব্ল্যাকমেলিং। বলিউডের ঘৃণ্য দিকটা বেআব্রু করে দিয়ে গেলেন বেচারি জিয়া।



No comments:

Post a Comment