Saturday, December 14, 2013

"জেলের ভিতর মদ খেয়েছেন সঞ্জয়"


Bollywood prominent Hero Sanjoy Datta

জেলের মধ্যে সঞ্জয় দত্তকে মদ খেতে দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক বিনোদ তাওড়ে। তাঁর অভিযোগ, জেল রক্ষীরাই একাজে সঞ্জয়কে সাহায্য করছেন। তাঁরাই সঞ্জয়কে মদ সরবরাহ করছেন। সঞ্জয় জেলের ভিতর বসে কাদের মদতে এই বেআইনি কাজ করছেন তার তদন্ত হওয়া দরকার।
উল্লেখ্য, জেলের মধ্যে মদ খাওয়া একেবারেই নিষিদ্ধ। তা সত্ত্বেও কীভাবে সঞ্জয় এই বেআইনি কাজ করছেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। যদিও এই অভিযোগের সত্যতা তদন্ত সাপেক্ষ বলে মনে করছে পুলিশ।
আপাতত স্ত্রী মান্যতার অসুস্থতার কারণে ৩০ দিনের জন্য প্যারোলে মুক্ত হয়ে জেলের বাইরে রয়েছেন সঞ্জয় দত্ত। ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ মামলায় পুণের ইয়েড়েওয়ারা জেলে সাজা কাটাচ্ছেন এই অভিনেতা। সেখানে কাগজের প্যাকেট তৈরির কাজ বরাদ্দ করে হয়েছে তাঁর জন্য।পুণের ডিভিশনাল কমিশনার প্রভাকর দেশমুখ বলেন, "৩০ দিনের জন্য প্যারোলে মুক্ত রয়েছেন সঞ্জয়। জেল আধিকারিকরা তাঁর এই প্যারোলে মুক্তি আবেদন অনুমোদন করেছেন।" মুম্বই পুলিশের সহকারি কমিশনার তাঁর হয়ে প্যারোলে মুক্তির সুপারিশ করেন। সেই সুপারিশ বিবেচনা করে সঞ্জয়কে ৩০ দিনের জন্য জেলের বাইরে থাকার অনুমতি দেওয়া হয়। উল্লেখ্য, এর আগে শারীরিক কারণে ১৫ দিনের জন্য প্যারোলে মুক্ত ছিলেন সঞ্জয়। source: পিটিআই




TAG: FNS, Fairnews24, Dhaka, Bangladesh, Banglanews, Bangla khabor, bangla newspaper, tazakhabor, banglanews, bdnews, prothom alo, khabor, newspaper, bangladeshi news,
Sandy Hook, Khloe Kardashian, Victoria's Secret Fashion Show,  Lakers,Uruguay,Vs Fashion Show, Gisele Bundchen, Demi Lovato, Kelly Clarkson, Mega Millions, hot, suny leon, Ethan Couch, sexy-wallpapers, ali zafor, actress, Pakistani actress, Asian hot male actress, lesbian sex, Bollywood lesbian movie, girlfriend, female-female sex, female sex partners, India, Mombai, Indian hot female, Indian hot girl, soha ali khan hot, bollywood hot actress, JenniferLopez-Vucud, priyanka chopra, sanjoy datta,
 


No comments:

Post a Comment