Karina Kapor |
বলিউডের অভিনেত্রী কারিনা কাপুর খান সম্প্রতি একটি টিভি চ্যানেলের অ্যাপ উদ্বোধন করতে গিয়ে বলেছেন, তিনি মুম্বাইতে আর নিরাপদ বোঁধ করছেন না। মুম্বাই নগরীতে নারীর বিরুদ্ধে ক্রমবর্ধমান সহিংসতা প্রসঙ্গে এ মন্তব্য করেছেন তিনি।
টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, সম্প্রতি নারীর নিরাপত্তাবিষয়ক একটি টিভি চ্যানেলের অ্যাপ উদ্বোধন করতে গিয়েছিলেন কারিনা। সে সময় তিনি বলেন, গত দুবছর আগেও তিনি মুম্বাইতে নিরাপদ বোঁধ করতেন, তবে এখন আর করছেন না।
কারিনা বলেন, ‘নারীর বিরুদ্ধে সাম্প্রতিক অপরাধের কারণে শুধু দিল্লিই নয়, মুম্বাইও অনিরাপদ হয়ে গেছে। রাজধানীতে যদি এ ধরনের অপরাধ হয়, তাহলে তা সবখানেই হতে পারে। এজন্য আমার মনে সবসময় একটা অশান্তি থাকছে।’
ভারতের ক্রমবর্ধমান ধর্ষণের কারণেও কারিনা দুঃখ প্রকাশ করেন। তিনি আরও জানান, শুটিং থেকে ফিরতে দেরি হলে তার মা চিন্তিত থাকেন। ফলে দেরি হলে ফেরার পর প্রতি রাতেই তার মাকে ম্যাসেজ পাঠাতে হয়।
- See more at: http://www.fairnews24.com/details.php?id=16524#sthash.FB5WsX5B.dpuf
No comments:
Post a Comment